চুলকানি দূর করার ক্রিম ও ঔষধ এর নাম ২০২৪

হাসিবুর
লিখেছেন -

চুলকানি দূর করার ক্রিম ও ঔষধ এর নাম ২০২৪: হর-হামেশাই বিভিন্ন কারণে শরীরে চুলকানির প্রাদুর্ভাব ঘটে। আর তাই আশেপাশে তাকালে চুলকানি রোগের রোগীর সংখ্যা কম দেখা মেলেনা। ঠিক এ কারণে আজকের এই পোস্টে আমরা জানাতে চলেছি ১০০% কার্যকরী চুলকানি দূর করার ক্রিম ও ঔষধ এর নাম সমূহ।

চুলকানি দূর করার ক্রিম

পাশাপাশি আরো জানাবো– কি কি কারনে চুলকানি হয়, কোন কোন উপায়ে চুলকানি দূর করা যায়, চুলকানি দূর করার সবচেয়ে কার্যকরী উপায় কি ইত্যাদি এই সম্পর্কে যাবতীয়। তো আপনার যদি চুলকানির সমস্যা থাকে এবং এই মুহূর্তে চুলকানি দূর করার ক্রিম ও ঔষধ কিনতে চান তাহলে আমাদের আলোচনার সাথে থাকুন। পাশাপাশি আপনি চাইলে আমাদের ওয়েবসাইট থেকে আরও পড়তে পারেন স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন পোস্ট। যেমন– ফর্সা হওয়ার ক্রিম কোনটা ভালো, দাঁত ফাকা দূর করার ঘরোয়া উপায় অথবা মুখের কালো দাগ দূর করার কার্যকরী উপায় সমূহ।

(toc) #title=(এক নজরে সম্পূর্ণ লেখা পড়ুন)

চুলকানি দূর করার ক্রিম ও ঔষধ

আজকাল বাজারে অসংখ্য চুলকানির ঔষধ ও ক্রিম পাওয়া যায়। কিন্তু প্রত্যেকটি ক্রিম অথবা প্রত্যেকটি ঔষধ প্রত্যেকের জন্য কার্যকর নয়। আর তাই চুলকানির জন্য কোন ক্রিম ভালো অথবা চুলকানির জন্য কোন ঔষধটি ভালো সে সম্পর্কে জানতে হবে চিকিৎসকের কাছ থেকে।

কিন্তু আপনি যেহেতু চুলকানি দূর করার ক্রিম ও চুলকানির দূর করার ঔষধ এর নামসমূহ জানতে চাচ্ছেন তাই এ পর্যায়ে আমরা সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত কিছু ঔষধের নাম সাজেস্ট করব। তবে এর পাশাপাশি আপনি চাইলে আরো জেনে নিন দাতের ব্যাথার ট্যাবলেট এর নাম ও দাঁতের ব্যথা কমানোর উপায় সমূহ সম্পর্কে এ টু জেড।

চুলকানি দূর করার ক্রিম ও ঔষধ এর নাম ২০২৪

চুলকানি দূর করার ক্রিম এর নাম -

  • ফানজিডাল এইচ.সি. ক্রিম (Fungidal H.C. cream)
  • লিসারিন ক্রিম (Licerin cream)
  • ফাঙ্গীন ক্রিম (Fungin cream)
  • ভেট সি এল ক্রিম (Vet C.L. cream)
  • ডার্মাসল এন ক্রিম (Dermasol N cream)
  • ইজেক্স ক্রিম (Ajax cream)
  • স্যালিসিলিক অ্যাসিড ক্রিম (Salicylic acid cream)
  • অ্যালোভেরা ক্রিম (Aloe vera cream)
  • ক্লোরহেক্সিডিন ক্রিম (Chlorhexidine cream)
  • বেটামেথ্যাসোন ক্রিম (Betamethasone cream
  • হাইড্রোকর্টিসোন ক্রিম (Hydrocortisone cream)
  • ক্যালামাইন ক্রিম (Calamine cream)
  • বেনজিল পারঅক্সাইড ক্রিম (Benzoyl peroxide cream)
  • পেভিসন ক্রিম (Pavison cream)

চুলকানি দূর করার ঔষধ এর নাম | চুলকানির ট্যাবলেট ঔষধের নাম

চুলকানির ট্যাবলেট ঔষধের নাম -

  • Sendo Tablet
  • Oradin Tablet
  • Darma 50 Tablet
  • Alatrol Tablet
  • Atarax 25mg Tablet
  • Tabast 10mg Tablet
  • Flugal 50mg Tablet
  • Safi Tablet
  • Fexo 120 Tablet
  • Ebatin
  • Rupatrol Tablet
  • Bilista 20mg Tablet
  • অ্যান্টিহিস্টামিন (Antihistamines Tablet)

চুলকানি দূর করার ক্রিম ও ঔষধ এর দাম ২০২৪

ইতিমধ্যে আমরা চুলকানি দূর করার ক্রিম ও ঔষধের নাম ২০২৪ এর প্রশ্নোত্তরে বেশ কয়েকটি নাম তালিকা আকারে সংযুক্ত করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে উল্লেখিত এই মেডিসিন গুলো কিনতে মোটামুটি কত টাকা খরচ পড়বে?

এই ওষুধগুলোর প্রত্যেকটি প্রায় আপনি আপনার নিকটস্থ ফার্মেসির দোকান থেকে সংগ্রহ করতে পারবেন। আর ঔষধের দাম কত সেটা ঔষধের গায়ে বা প্যাকেজিং এ লেখা দেখেই জেনে নিতে পারবেন যে কোন ক্রিম বা কোন ওষুধের কি দাম। তবে আমরা ইতিমধ্যে চুলকানি দূর করার ক্রিম ও ওষুধ হিসেবে যেগুলো সাজেস্ট করেছি সেগুলোর মোটামুটি দাম ৫০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত।

আরো পড়ুন: চাপা ভাঙ্গা ঠিক করার ট্যাবলেট এবং জ্বরের অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এর নাম ও দাম

চুলকানি ভালো করার উপায় | চুলকানি দূর করার উপায়

চুলকানি দূর করার বিভিন্ন প্রাকৃতিক উপায় রয়েছে। তবে এ পর্যায়ে পয়েন্ট আকারে আমরা চুলকানি প্রতিরোধের উপায় হিসেবে কয়েকটি বিষয়ে সাজেস্ট করব। অতঃপর এটা জানাবো যে আপনি প্রাকৃতিক ওয়েতে মূলত কোন কোন পদ্ধতিতে চুলকানি দূর করতে সক্ষম হবেন।

  1. পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন
  2. ত্বক মশ্চারাইজার রাখুন
  3. পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন
  4. হাতে পায়ের নখ স্বাভাবিক রাখুন
  5. সব সময় ঠান্ডা পরিবেশে থাকার চেষ্টা করুন, মানে অতিরিক্ত গরমযুক্ত জায়গা থেকে বিরত থাকুন
  6. নিয়মিত অতিরিক্ত পরিমাণে ক্ষারযুক্ত সাবান ব্যবহার পরিহার করুন
  7. সুতি কাপড় পরিধানের অভ্যাস গড়ে তুলুন
  8. এলার্জি ও এড়িয়ে চলুন এবং ত্বক অতিরিক্ত ঘষামাজা করা বন্ধ করুন 
  9. অতিরিক্ত টাইপ জামাকাপড় পরিহার করুন
  10. সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করুন

চুলকানি দূর করার ঘরোয়া উপায় | চুলকানি দূর করার প্রাকৃতিক উপায়

প্রাকৃতিক উপায় অর্থাৎ বাড়িতে থাকা বেশ কিছু উপকরণ দিয়ে চুলকানির সমস্যা দূর করা সম্ভব হয়। বিশেষ করে যদি সেটা এলার্জির চুলকানি হয়ে থাকে। এ পর্যায়ে চুলকানি দূর করার কিছু ঘরোয়া পদ্ধতি সাজেস্ট করছি আশা করি নিয়মিত মেইনটেইন করে চললে অবশ্যই এলার্জি চুলকানি দূর হবে এবং অস্বস্তিকর এই যন্ত্রণা থেকে মুক্তি মিলবে।

চুলকানির সমস্যা দূর করার উপায়-১

অ্যালোভেরার ব্যবহার: চুল ত্বক ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি সহজলভ্য উপাদান এলোভেরা। যেটা খুব সহজেই যেখানে সেখানে পাওয়া যায়। আপনি যদি অতিরিক্ত পরিমাণে চুলকানির সমস্যা হয়ে থাকে তাহলে একটি তাজা টসটসে অ্যালোভেরার পাতা নিয়ে নিন। অতঃপর অ্যালোভেরা থেকে জেল বের করে চুলকানো স্থানে লাগিয়ে রাখুন কিছুক্ষণ যাবত। কিছুক্ষণ সময়ের মধ্যেই দেখতে পাবেন অ্যালোভেরার জাদুকর উপকারিতা। কেননা চুলকানিরত স্থানে এলোভেরার জেল কিছুক্ষণ মাখিয়ে রাখলে খুব দ্রুত সেটা সেরে যায়।

চুলকানির সমস্যা দূর করার উপায়-২

লেবুর রস ও নিম পাতার ব্যবহার: নিম পাতার ব্যবহার সাধারণত খোসপাচড়া চুলকানিতে সেই বহুদিন থেকে ব্যবহৃত হয়ে আসছে। তাই এটা আমরা সবাই কমবেশি জানি। তবুও যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি প্রথমত নিম পাতার সংগ্রহ করুন অতঃপর পাতাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর ভালোভাবে ব্লেন্ড করে চুলকানো স্থানে লাগিয়ে রাখুন। পাশাপাশি নিম পাতা সেদ্ধ পানি দিয়ে স্নান ও করতে পারেন। কেননা চুলকানির সমস্যা দূরীকরণে এটাও কার্যকরী। 

চুলকানির সমস্যা দূর করার উপায়-৩

নারকেল তেলের ব্যবহার: আজকাল বিভিন্ন নামিদামি তেল আসার কারণে আমরা এমন অনেকই রয়েছে যারা নারকেল তেলের কথা ভুলেই গিয়েছি। অথচ চুলের জন্য কিন্তু পুষ্টিকর তেল হচ্ছে নারকেল তেল। তবে যাই হোক আমরা জানি যে নারকেল তেল সাধারণত রূপচর্চার কাজে ব্যবহৃত হয়। কিন্তু এই নারকেল তেল চুলকানির কাজেও বেশ ভূমিকা রাখে। আর তাই যদি কোন স্থানে আপনার অতিরিক্ত পরিমাণে চুলকায় তাহলে উক্ত স্থানে নারকেল তেল লাগিয়ে ব্যথা ও চুলকানির উপশম ঘটাতে পারেন।

তো পাঠক বন্ধুরা, চুলকানি দূর করার ক্রিম ও ঔষধ এর নাম এবং চুলকানি দূর করার উপায় সমূহ ইতোমধ্যে আমরা আপনাদেরকে জানিয়েছি। কিন্তু এ পর্যায়ে চুলকানি সম্পর্কিত বহুল জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যেগুলো আপনাদেরও জেনে রাখলে উপকার মিলতে পারে। তাই পড়ে নিতে পারেন আর্টিকেলের নিম্নবর্ণিত অংশটুকু।

প্রশ্ন ও উত্তর সমূহ - FAQ

১. চুলকানি হওয়ার কারণ কি?

উত্তর: শরীরে চুলকানি হওয়ার একাধিক কারণ রয়েছে। তবে ইতোমধ্যে চিকিৎসকরা চারটি বেসিক কারণ হিসেবে যেগুলো উল্লেখ করেছেন সেগুলো হলোঃ

  • নিউরোলজিক সমস্যা
  • নার্ভ সিস্টেমের সমস্যা
  • চামড়ার গঠনগত পরিবর্তন ও
  • সাইকোজেনিক সমস্যা

২. সারা গায়ে চুলকানি ঔষধ | চুলকানি দূর করার ক্রিম স্কয়ার

উত্তর: সারা গায়ে চুলকানির ঔষধ হিসেবে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি মলমের নাম এবং ট্যাবলেট মেডিসিনের নাম উল্লেখ করেছি। তবে চুলকানি দূর করার ক্রিম স্কয়ার লিখে যারা সার্চ করেন তাদেরকে বলব স্কয়ার কোম্পানির চুলকানি দূর করার ক্রিম ঔষধের নাম হচ্ছে এফান 1% ক্রিম এবং ট্যাবলেট ওষুধের নাম হচ্ছে Flugal৫০

৩. এলার্জি চুলকানি ঔষধের নাম

উত্তর: এলার্জি চুলকানি ওষুধের নাম হচ্ছে Alatrol. এছাড়াও আরো বেশ কয়েকটি ট্যাবলেট ওষুধ ও মলম রয়েছে যেগুলো ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

৪. রানের চিপায় চুলকানি দূর করার ক্রিম

উত্তর: ইতিমধ্যে আমরা যে ক্রিম ও ঔষধের নাম উল্লেখ করেছি সেগুলো প্রত্যেকটি শরীরের যে কোন স্থানে চুলকানির উপসম ঘটায়। তবে যেহেতু মানুষের বিভিন্ন কারণে চুলকানির সমস্যা দেখা দেয় তাই যে ঔষধ বা যেই মলমী ব্যবহার করুন না কেন তার পূর্বে নিকটস্থ চিকিৎসকের সাথে এ ব্যাপারে আলোচনা করুন।

৫. দাদ চুলকানি দূর করার ক্রিম ঔষধ এর নাম

উত্তর: দাদ এর সমস্যায় ট্যাবলেট ওষুধের থেকে দাউদের মলম অধিক বেশি কার্যকরী। ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে এই সম্পর্কিত একটি পোস্ট প্রকাশ করা হয়েছে তাই সাজেস্ট কৃত লিংকে সরাসরি ভিজিট করার মাধ্যমে জেনে নিতে পারেন এ সম্পর্কে এ টু জেড।

ব্লগ ক্যাটাগরি: