নাকের পলিপাস এর ড্রপ নাম | নাকের পলিপাস এর ড্রপ

নাকের পলিপাস এর ড্রপ: আজকাল অনেকেরই নাকের পলিপাস এর সমস্যা দেখা দিচ্ছে, যে সমস্যার কারণে নাকের ভেতরে মাংস অধিক বেশি বৃদ্ধি পায় এবং শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়। অনেকেই ইতিমধ্যে নাকের পলিপাস এর সমস্যায় ভুগছেন, এমনকি তাদের কেউ কেউ নাকের পলিপাস এর ড্রপ ব্যবহার করছেন।

কিন্তু আপনি কি জানেন নাকের পলিপাস আসলে কি, এটি হলে কি কি সমস্যা হয় এবং নাকের পলিপাস এর ড্রপ ছাড়াও নাকের পলিপাসের অন্য কোন ঔষধ রয়েছে কিনা! আজকে মূলত আমরা নাকের পলিপাস এর ড্রপ সেই সাথে নাকের পলিপাসের ঔষধের নাম সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সেই সাথে জানাবো নাকের পলিপাস এর ঘরোয়া চিকিৎসা এবং হোমিও ও এলোপ্যাথিক ঔষধ সম্পর্কে আরো বিস্তারিত। তাহলে আসুন জেনে নেওয়া যাক।

(toc) #title=(সুচিপত্র)

নাকের পলিপাস এর ড্রপ

নাকের পলিপাস এর ড্রপ

নাকের পলিপাস এর ড্রপ এবং স্প্রে হিসেবে সাধারণত ব্যবহার করা হয় রেস্পিজেন নাজাল স্প্রে (Respizen Nasal Spray) ও Xylon Nasal Drop। এছাড়াও নাকের পলিপাস এর ক্ষেত্রে ব্যবহৃত আরো অন্যান্য ড্রপ ও স্প্রে ওষুধ গুলো হচ্ছে:

  • নাসোমেট নাজাল স্প্রে অথবা নাসোমেট অনুনাসিক ড্রপ / Nasomet Nasal Drops
  • বুডিকোর্ট নাজাল স্প্রে / Budicort Nasal spray
  • পাল্মিকোর্ট নাজাল স্প্রে / Palmicort Nasal spray
  • রেনোকর্ট নাসাল স্প্রে / Rhinocort Nasal Spray

১। নাসোমেট নাজাল স্প্রে - Nasomet Nasal Drops

নাকের পলিপাস এর সমস্যায় চিকিৎসকরা নাসোমেট নাজাল স্প্রে / Nasomet Nasal Drops ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। এছাড়াও এটি মূলত ঠান্ডা, এলার্জি জনিত সমস্যাতেও ব্যবহৃত হয়ে থাকে। এই ড্রপটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করলে তেমন একটা পার্শ্বপ্রতিক্রিয়ার সম্মুখীন হতে হয় না। তবে হ্যাঁ যদি ড্রপে ভেজাল থাকে অথবা পরিমাণের অতিরিক্ত ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিছু মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে মানব শরীরে। যেমনঃ

  • চুলকানি বা হাঁচি
  • শ্বাসকষ্ট
  • জ্বালাপোড়া
  • মাথা ব্যথা
  • চঞ্চলতা বা ঘুমের ব্যাঘাত
  • বুক ধরফর করা
  • ব্যথা অনুভব অথবা অস্বস্তিকর অনুভবের সৃষ্টি।

তাই আমরা সব সময় এটাই বলব নাকের পলিপাস এর ড্রপ নাসোমেট নাজাল ড্রপ / Nasomet Nasal Drops ব্যবহার করার পূর্বে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন এবং প্রেসক্রিপশনে উল্লেখ্য বিধি নিষেধ মেনে চলে সঠিক প্রক্রিয়ায় সেটা ব্যবহার করুন। আশা করা যায় নাকের পলিপাসের সমস্যা খুব দ্রুত নির্মূল হবে।

আরো পড়ুনঃ টিউমার ভালো করার হোমিও ঔষধ

২। বুডিকোর্ট নাজাল স্প্রে - Budicort Nasal spray

নাকের পলিপাস এর ড্রপ হিসেবে আরেকটি ব্যবহার করা হয়ে থাকে বুডিকোর্ট নাজাল স্প্রে / Budicort Nasal spray, যেটা ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস লিমিটেড তৈরি করেছে। এটি মূলত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রায় গ্রহণ করতে হবে নাকে। আর আপনি যদি সঠিক ডোজ সঠিক পরিমাণে ব্যবহার করে থাকেন সে ক্ষেত্রে খুব দ্রুত নাকের পলিপাস এর সমস্যা ঠিক হয়ে যাবে।

তবে হ্যাঁ সাবধানতার জন্য একটা কথা না বললেই নয়। সেটা হচ্ছে আপনি যদি নিজের মর্জি মাফিক আন্দাজের উপর ভিত্তি করে নাকের পলিপাস এর ড্রপ হিসেবে বুডিকোর্ট নাজাল স্প্রে / Budicort Nasal spray ইউজ করেন সে ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আপনার মাঝে নিচের সমস্যাগুলো দেখা দিতে পারে। যথা:

  • মাথা ব্যথা
  • গলা ব্যথা
  • বমি বমি ভাব
  • হাঁচি কাশি ইত্যাদি।

আর বিশেষ করে যারা গর্ভবতী সেসকল মহিলাদের জন্য এই ধরনের ড্রপ ব্যবহার করা একদমই উচিত নয়। কেননা এতে করে ভ্রুনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তবে যদি ডাক্তাররা ব্যবহারের নির্দেশনা প্রদান করে থাকেন তাহলে তাদের পরামর্শ অনুযায়ী অবশ্যই ব্যবহার করতে পারবেন।

আরো পড়ুনঃ ভিটামিন ই ক্যাপসুল কোনটা ভালো

৩। পাল্মিকোর্ট নাজাল স্প্রে / Palmicort Nasal spray

নাকের পলিপাস এর ড্রপ হিসেবে পাল্মিকোর্ট নাজাল স্প্রে / Palmicort Nasal spray ও ব্যবহার করা হয়। এছাড়াও এটি এজমা সহ আরো কিছু রোগ নিরাময়ে নির্দেশিত হয়ে থাকে। তবে হ্যাঁ এই ড্রপটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তাই ভয় না পেয়ে সে সম্পর্কে জেনে রাখা জরুরী। তবে এই পার্শ্ব প্রতিক্রিয়া গুলো মূলত ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী নয়। আপনি যদি ডাক্তারের পরামর্শ মতামত এটি ব্যবহার করে থাকেন তাহলে খুব দ্রুত আপনার সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন। তবে জেনে নিন সচরাচর পাল্মিকোর্ট ড্রপ ইউজ করলে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কি কি সমস্যা দেখা দেয়। যথা:

  • ডায়রিয়া
  • হাঁচি কাশি
  • পেট ব্যথা
  • পিঠের নিচে ব্যথা
  • মাথা ঘোরা
  • জ্বর এবং
  • হাত-পা কাপা সহ প্রভৃতি আনুষঙ্গিক সমস্যা।

৪। রেনোকর্ট নাসাল স্প্রে / Rhinocort Nasal Spray

রেনোকর্ট নাসাল স্প্রে / Rhinocort Nasal Spray নাকের পলিপাস এর সমস্যায় দারুন কার্যকরী একটা ড্রপ ঔষধ। যেটা যে কোন ফার্মেসির দোকান থেকে সংগ্রহ করা সম্ভব। আর এই ঔষধটি সাধারণত নাকের পলিপাস এর সমস্যার পাশাপাশি আরও কিছু সমস্যার জন্য ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়ে থাকে। যেমন সোরিয়াসিস অথবা প্রদাহজনক পেটের রোগ। পাশাপাশি এই ওষুধের রয়েছে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। সেগুলো হলোঃ

  • চুলকানি বা অ্যালার্জি
  • মাথা ব্যথা শ্বাসকষ্ট

তবে হ্যাঁ এগুলো মূলত খুব বেশি মারাত্মক নয়। আপনি যদি ডাক্তারদের পরামর্শ মতাবেক সঠিক মাত্রায় এই ড্রপ ঔষধটি ব্যবহার করে থাকেন তাহলে আপনার সমস্যা থেকে দ্রুত পরিত্রাণ মিলবে।

আর আপনি যদি প্রতিটি ঔষধ এর নাম দাম এবং ব্যবহারবিধির সম্পর্কে বিস্তারিত জানতে চান পাশাপাশি অনলাইনে চিকিৎসা নেওয়ার সুযোগটি গ্রহণ করতে চান তাহলে এখনই বাংলাদেশের বিশ্বস্ত বড় বড় মেডিসিন রিলেটেড ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারেন। যেমন- doctlab.com অথবা medex.com.bd। কেননা আমাদের জানামতে এই সাইট গুলো থেকে ফ্রিতে ই নানা রকম সুযোগ-সুবিধা ভোগ করা যায় এবং চিকিৎসা গ্রহণ করা সম্ভব হয়।

এবার আসুন আলোচনার মাধ্যমে জেনে নেই নাকের মাংস কমানোর ঔষধ অর্থাৎ নাকের পলিপাসের ওষুধের নাম এবং নাকের পলিপাস এর অপারেশন খরচ সম্পর্কে।

আরো পড়ুনঃ টিউমার চেনার উপায়

নাকের পলিপাসের ওষুধের নাম | নাকের পলিপাসের এলোপ্যাথিক ঔষধ

নাকের পলিপাসের ওষুধ হিসেবে বর্তমানে চিকিৎসকরা বিভিন্ন ঔষধ সাজেস্ট করে থাকেন। যেগুলোর মধ্যে কিছু কিছু নাম আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি। যেগুলোর কিছু ঔষধ ড্রপ হিসেবে ব্যবহার করা হয় আবার কিছু ঔষধ স্প্রে করার মাধ্যমে ইউজ করা হয়।

নাকের পলিপাসের জন্য বিশেষ করে ছোট পলিপের জন্য নিচের সাজেস্টকৃত স্টরয়েড ঔষধ গুলো অধিক বেশি কার্যকরী বলে মনে করেন চিকিৎসকরা। যথা:

  • ফ্লুটিক্যাসোন - Fluoxetine
  • বুডেসোনিড - Budesonide
  • বেক্লোমিথাসোন - Beclometasone
  • Tb fexo120/180.
  • Tb.penviieck500mg.
  • Tb.open 500mg.
  • Cap.Doxicap 100mg

তাই আপনি নাকের ফোলা অস্বস্তি ভাব কমানোর জন্য অর্থাৎ পলিপাসের সমস্যা চিরতরে নির্মূলের জন্য এই ওষুধগুলো সঠিক মাত্রায় ব্যবহার করতে পারেন।

নাকের পলিপাস এর অপারেশন খরচ

নাকের পলিপাস অর্থাৎ নাকের মাংস বৃদ্ধির ক্ষেত্রে যদি অপারেশন করতে হয় সেক্ষেত্রে মোটামুটি ১৮ থেকে ২০ হাজার টাকা খরচ করার প্রয়োজন পড়ে। তবে হ্যাঁ বিভিন্ন হাসপাতাল অথবা ক্লিনিক এবং বিভিন্ন ডাক্তারের রেঞ্জ অনুযায়ী এই খরচের পরিসীমাটা কিছুটা কম অথবা বেশি হতে পারে।

আরো পড়ুনঃ পাইলস অপারেশন খরচ কত টাকা লাগে - পাইলস অপারেশন খরচ কত

নাকের পলিপাস এর হোমিও ঔষধ

ইতোমধ্যে আমরা নাকের পলিপাস এর ড্রপ, নাকের পলিপাস এর স্প্রে ঔষধ এবং নাকের পলিপাস এর আরও অন্যান্য ঔষধ সম্পর্কে আলোচনা করেছি। এ পর্যায়ে নাকের পলিপাসের ঘরোয়া ওষুধের নাম ও নাকের পলিপাস এর হোমিও ঔষধের নাম তুলে ধরব। অতএব আপনি যদি নাকের পলিপাসের সমস্যায় হোমিও ঔষধ খেতে চান তাহলে নিচের ঔষধ গুলো থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যেকোনো একটি কালেক্ট করতে পারেন। যথাঃ

  • ক্যালকেরিয়া কার্ব
  • সাঙ্গু্রিনেয়া নাইট
  • কার্বোনিয়াম সালফ
  • ক্যালি নাইট্রিকাম
  • লেমনা
  • অরাম মেটালিকাম
  • ফরস্মিকা
  • ক্যালি নাইট্রিকাম
  • অ্যালুমিনা
  • এপিস মেল
  • ক্যালকেরিয়া আয়ড
  • ক্যালকেরিয়া ফস
  • গ্রাফাইটিস সহ প্রভৃতি।
অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করবেন।

নাকের পলিপাসের প্রাকৃতিক চিকিৎসা | নাকের পলিপাসের ঘরোয়া চিকিৎসা

উল্লেখিত ঔষধ গুলো ছাড়াও নাকের পলিপাসের সমস্যা প্রাকৃতিকভাবে নির্মূল করা সম্ভব। এর জন্য আপনি প্রতিদিন আদা রসুন হলুদ এ জাতীয় উপাদান গুলো বিভিন্নভাবে খেতে পারেন। কেননা আদার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভেষজ গুণ যেগুলো নাকের পলিপাস দূর করার জন্য বিশেষ কার্যকরী।

একইভাবে রসুনের রয়েছে নানা পুষ্টি উপাদান যেগুলো নাকের পলিপাস দূর করার জন্য বেশ সহায়ক ভূমিকা পালন করে। আর তাই হালকা কুসুম গরম পানিতে রসুন পেস্ট মিক্স করে খেলে নাকের পলিপাস দূর হয়ে যায়। পাশাপাশি হলুদও পলিপাসের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে।

তাই ঘরোয়া চিকিৎসা বা ঘরোয়া পদ্ধতিতে আপনি রসুন আদা এবং হলুদের সঠিক ব্যবহার করতে পারেন পলিপাসের সমস্যা নির্মূলে। সেই সাথে অবশ্যই নাক পরিষ্কার রাখার চেষ্টা করবেন। সে ক্ষেত্রে লবণ পানি ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ পলিপাস হলে আপনি কিভাবে বুঝবেন এ প্রশ্নটা এসে যায়। আলোচনার শেষ পর্যায়ে আমরা নাকের পলিপাস এর লক্ষণগুলো তুলে ধরছি। যথাঃ

  • সব সময় নাক বন্ধ হয়ে থাকা
  • প্রচুর শ্বাসকষ্ট হওয়া
  • কানে স্বাভাবিকের থেকে কম শোনা
  • হাসির অথবা কাশি হলে চোখ দিয়ে পানি পড়া
  • রাতের বেলা অতিরিক্ত নাম ডাকা
  • চোখের চারিদিকে ব্যথা অনুভব
  • সর্দি না থেকেও সব সময় নাক থেকে পানি ঝরে পড়া
  • কোন কিছুর গন্ধ না পাওয়া
  • নাকের ভেতরের মাংসপিণ্ড অতিরিক্ত শক্ত এবং সাদা রঙের হয়ে যাওয়া সহ প্রভৃতি।

তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, যদি আপনার মাঝে এই লক্ষণগুলো প্রকাশ পেয়ে থাকে তাহলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন এবং নাকের পলিপাস এর ড্রপ ব্যবহার করলে সঠিক মাত্রায় নির্দেশনা বলে মেনে চলে সেটা ব্যবহার করুন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।

পোষ্ট ক্যাটাগরি: