ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস

ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস – বাংলাদেশের স্মার্টফোনের বাজারে অনেক বড় একটি জায়গা দখল করে নিয়েছে ইনফিনিক্স এর স্মার্টফোন গুলো। কম দামের মধ্যে গেমিং এর মোবাইলের জন্য ইনফিনিক্স এর মোবাইল গুলো সবচেয়ে বেশি জনপ্রিয়। গেমিং স্মার্টফোনের জন্য কম বাজেটের মধ্যে ইনফিনিক্স এর জনপ্রিয়তা সবচেয়ে বেশি।

ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস

প্রিয় বন্ধুরা, বর্তমানে ইনফিনিক্স এর নতুন অনেক গুলো স্মার্টফোন বাজারে এসেছে। ইনফিনিক্সের মোবাইলের দাম সম্পর্কে আমরা কম বেশি সবাই অবগত। অনেক কম বাজেটের মধ্যে সেরা ফোন শুধু মাত্র একটি ব্রান্ড প্রদান করে সেটা হলো ইনফিনিক্স। আজকের আর্টিকেলে বর্তমান সময়ের ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস সম্পর্কে বিস্তারিত আপনাদের জানাবো।

(toc) #title=(সুচিপত্র)

ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস 

কম দামের মধ্যে ভালো গেমিং ফোন খুজছেন? তাহলে ইনফিনিক্স এর ফোন আপনার জন্য। বর্তমানে ইনফিনিক্স ৫ জি স্মার্ট ফোন মাত্র ৩০ হাজার টাকা বাজেটের মধ্যে ক্রয় করতে পারবেন। নিচে দেখে নিন ইনফিনিক্স এর সেরা ০৫ টি স্মার্ট ফোনের দাম ও বিবরন – 

আরো পড়ুনঃ ১২ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল

Infinix Hot 30 – ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস

ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস

বর্তমান বাজারে একদম নতুন একটি ফোন হলো ইনফিনিক্স হট ৩০। অনেকেই আছেন যারা ১৫ হাজার টাকা বাজেটের মধ্যে মোবাইল ফোন ক্রয় করতে চান। বর্তমানে Infinix hot 30 এর দাম হলো – ১৫ হাজার টাকা। মোবাইলের বাজেট হিসেবে র‍্যাম ও ব্যাটারি ব্যাকাপ ভালো পাওয়া যাবে। নিচে মোবাইলের গুরুত্বপূর্ণ স্পেশিফিকেশন – 

১। ব্রান্ড – ইনফিনিক্স

২। মডেল – Hot 30

৩। দাম – ১৫ হাজার টাকা।

৪। মোবাইল টি বাংলাদেশের বাজারে ছাড়া হয় মার্চ ২০২৩ সালে।

৫। নেটওয়ার্ক – ২ জি, ৩ জি ও ৪ জি।

৬। ক্যামেরা – পিছনের ক্যামেরা ৫০ মেগা পিক্সেল ও সামনের ক্যামেরা ০৮ মেগা পিক্সেল।

৭। ডিসপ্লে - ৬.৭৮ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে।

৮। মোবাইলের র‍্যাম ৮ জিবি ও রম হলো ২৫৬ জিবি।

৮। ৫০০০ এম এইচ এর নন-রিমুভাল ব্যাটারি।

৯। প্রসেসর – মোবাইল টি রান করবে এন্ড্রয়েড ভার্সন ১৩ তে। মিডিয়াটেক হিলিও জি ৮৮ এর চিপসেট, অকটা কোর সিপিউ ও জিপিউ হিসেবে আছে মালি – জি৫২।

১০। পাশে ফিংগারপ্রিন্ট, NFC, Type-C ইত্যাদি ফিচার আছে।

যারা প্রচুর পরিমানে গেম খেলেন তাদের জন্য মোবাইল টি ভালো কাজ করবে না। যারা রেগুলার মোবাইলে অল্প ও কম ভারী গেম খেলেন তারা অনেক সুবিধা পাবেন। তবে এমন বাজেটের মধ্যে বাজারের সেরা একটি স্মার্টফোন এটি।

Infinix Zero 5G – ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস

ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস

বর্তমানে বাংলাদেশে সফল ভাবে কয়েকটি এরিয়া তে ৫জি সেবা চালু করেছে। আশা করা যায় কয়েক বছরের মধ্যে দেশের সব অঞ্চল গুলো তে ৫জি সেবা উন্মুক্ত করবে। ২০২৩ সালে সবচেয়ে বেশি কেনা ফোন গুলোর মধ্যে ৫জি ফোন গুলো সবচেয়ে বেশি। ইনফিনিক্স জিরো ৩০ ফোনটি তে রয়েছে ৫জি সেবা। মোবাইল টির দাম মাত্র ২৮ হাজার টাকা। মোবাইল টির গুরুত্বপূর্ন স্পেশিফিকেসন দেখে নিন –

১। ব্রান্ড – ইনফিনিক্স

২। মডেল – Zero 5G

৩। দাম – ২৮ হাজার টাকা।

৪। বাংলাদেশের বাজারে ছাড়া হয় ডিসেম্বর ২০২২ সালে।

৫। নেটওয়ার্ক সেবা হিসেবে ২জি, ৩জি, ৪জি ও ৫জি সেবা পাবেন।

৬। ৬.৭৮ ইঞ্চির আইপিএস এলসিডি বিশাল ডিসপ্লে রয়েছে। 

৭। র‍্যাম হলো ৮ জিবি ও রম ১২৮ জিবি।

৮। ৫ হাজার এম এইচ এর নন-রিমুভাল ব্যাটারি।

৯। পিছনের ক্যামেরা ৫০ মেগা পিক্সেল ও সামনের ক্যামেরা ১৬ মেগা পিক্সেল।

১০। প্রসেসর – মোবাইল টি এন্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে। চিপসেট হিসেবে থাকবে - Mediatek MT6877V Dimensity 1080 ও Mediatek Dimensity 920 (6 nm) - X6815D। সিপিউ - Octa-core ও জিপিউ - Mali-G68 MC4। ফিংগারপ্রিন্ট সহ অন্যান্য ফিচার আছে। 

ভালো নেটওয়ার্ক পাওয়ার জন্য যারা মোবাইল খুজছেন তাদের জন্য মোবাইল টি ক্রয় করা ভালো হবে। অল্প দামের মধ্যে ভালো একটি ৫জি স্মার্টফোন এটি।

আরো পড়ুনঃ ১০ হাজার টাকার মধ্যে শাওমি মোবাইল

Infinix Hot 12 pro – ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস

ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস

অনেকেই অনলাইনে ২০ হাজার টাকা বাজেটের মধ্যে একটু ভালো মানের ডিজাইন সম্পন্ন মোবাইল কিনতে চান। আপনার বাজেটের পরিমান যদি ২০ হাজার টাকা হয় তাহলে ইনফিনিক্স এর এই মোবাইল টি আপনার জন্য ভালো হতে পারে। বর্তমানে Infinix hot 12 pro দাম হলো – ২০ হাজার টাকা। মোবাইল টির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন দেখে নিন –

১। ব্রান্ড – ইনফিনিক্স।

২। মডেল – Hot 12 pro

৩। দাম – ২০ হাজার টাকা।

৪। বাংলাদেশের বাজারে ছাড়া হয় আগস্ট ২০২২ সালে।

৫। নেটওয়ার্ক হিসেবে ২জি, ৩জি, ৪জি সুবিধা পাবেন।

৬। ৬.৬ ইঞ্চির আইপিএস এলসিডি নরমাল এইচডি ডিসপ্লে ও ৯০Hz রিফ্রেস রেট।

৭। র‍্যাম আছে ৮ জিবি ও রম আছে ১২৮ জিবি।

৮। পিছনের ক্যামেরা ৫০ মেগা পিক্সেল ও সামনের ক্যামেরা ৮ মেগা পিক্সেল।

৯। ৫ হাজার এম এইচ এর নন রিমুভাল ব্যাটারি।

১০। প্রসেসর – মোবাইল টি তে এন্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। চিপসেট হিসেবে আছে – Unisoc Tiger T616. সিপিউ আছে – Octa core ও জিপিউ হলো – Mali-G57.

ফোনটি আসলে কাদের জন্য ভালো হবে? যারা গেম খেলেন তাদের জন্য মোবাইল টি ক্রয় করা উচিত হবে না। যারা মোবাইলে ইন্টারনেট ব্রাউজিং ও ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য ফোন টি বেশ ভালো ভাবে কাজ করবে। অনেকেই আছেন ভালো ক্যামেরার মোবাইল ক্রয় করতে চান তাহলে দেখতে পারেন ইনফিনিক্স এর মোবাইল ফোনটি।

Infinix Note 12 – ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস

ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস

বর্তমান বাজারে সবচেয়ে জনপ্রিয় গেমিং মোবাইল গুলোর একটি হলো Infinix note 12. ইনফিনিক্স এর সবচেয়ে বেশি বিক্রিত ফোন গুলোর মধ্যে একটি। ফোনটিতে গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে। ক্যামেরা ও ব্যাটারি ব্যাকাপ অনেক ভালো পাওয়া যায়। বর্তমান বাজারে Infinix note 12 এর দাম হলো – ১৯৯৯৯ টাকা। নিচে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেশিফিকেসন দেখে নিন –

১। ব্রান্ড – ইনফিনিক্স

২। মডেল – Note 12

৩। দাম – ১৯৯৯৯ টাকা।

৪। মোবাইল টি বাংলাদেশের বাজারে ছাড়া হয় সেপ্টেম্বর ২০২২ সালে।

৫। নেটওয়ার্ক হিসেবে থাকবে ২জি, ৩জি ও ৪জি সেবা।

৬। ৬.৭ ইঞ্চির ফুল এইচডি এমলেড ডিসপ্লে।

৭। পিছনের ক্যামেরা ৫০ মেগা পিক্সেল ও সামনের ক্যামেরা ১৬ মেগা পিক্সেল।

৮। ৫ হাজার এম এইচ এর ব্যাটারি ও ৩৩ ওয়াট এর ফার্স্ট চার্জিং।

৯। র‍্যাম ৮ জিবি ও রম ১২৮ জিবি।

১০। প্রসেসর – এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম আছে এন্ড্রয়েড ১২। চিপসেট হলো – Mediatek Helio G99। সিপিউ হলো – Octa core ও জিপিউ হলো – Mali-G57.

ইনফিনিক্স এর এই মোবাইল টি গেম খেলেন যারা বা অতিরিক্ত পরিমানে মোবাইল ব্যবহার করেন তাদের জন্য ভালো হবে। 

Infinix Zero 20 – ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস

ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস

যারা ৩৫ হাজার টাকার মধ্যে ভালো স্মার্ট ফোন খুজে থাকেন তাদের জন্য ইনফিনিক্স এর এই মোবাইল টি সবচেয়ে ভালো হবে। পারফরম্যান্স ও ফিচার এর দিক থেকে অসাধারণ এই ফোনটির বর্তমান দাম হলো – ৩৫ হাজার টাকা। ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসেফিকেশন দেখে নিন –

১। ব্রান্ড – ইনফিনিক্স

২। মডেল – Zero 20

৩। দাম – ৩৫ হাজার টাকা।

৪। বাংলাদেশের বাজারে ছাড়া হয় সেপ্টেম্বর ২০২২ সালে।

৫। নেটওয়ার্ক হিসেবে পাবেন ২জি, ৩জি, ৪জি সেবা।

৬। ৬.৭ ইঞ্চির ফুল এইচডি এমোলেড ডিসপ্লে।

৭। পিছনের ক্যামেরা ১০৮ মেগা পিক্সেল ও সামনের ক্যামেরা ৬০ মেগা পিক্সেল।

৮। ৪৫০০ এম এইচ এর ব্যাটারি সাথে ৪৫ ওয়াট ফার্স্ট চার্জিং।

৯। র‍্যাম ৮ জিবি ও রম ২৫৬ জিবি।

১০। প্রসেসর – ফোনটিতে আছে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম ১২। চিপসেট হলো – Mediatek Helio G99. সিপিউ হলো – Octa Core. জিপিউ হলো – Mali-G57.

আরো পড়ুনঃ ভালো স্মার্টফোন চেনার উপায়

যারা একটু বেশি বাজেটের মধ্যে সবচেয়ে ভালো ক্যামেরা সম্পন্ন ফোন ক্রয় করতে চান তাদের জন্য সেরা একটি স্মার্টফোন এটি। ফোনটির প্রসেসর ও বেশ ভালো গেমিং ও করতে পারবেন।

শেষ কথা -ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস

আর্টিকেলে দেয়া দামের সাথে বাজারের দামের কিছুটা পার্থক্য হতে পারে। মোবাইলের দাম আগের তুলনায় বর্তমানে অনেক বেশি। দিন দিন দাম বাড়তেছে তাই বাজারে দামের ক্ষেত্রে কিছুটা পার্থক্য হতে পারে। আশা করি ইনপফিনিক্স এর মোবাইলের দাম সম্পর্কে জানতে পেরেছেন।

পোষ্ট ক্যাটাগরি: