ভালোবাসার মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

হাসিবুর
লিখেছেন -

পৃথীবির প্রতিটি মানুষের কাছে জন্মদিন একটি বিশেষ দিন। বিশেষ আনন্দের সাথেই এই দিনটি উদযাপন করা হয়। তবে জন্মদিনে সবচেয়ে আকর্ষণীয় উপহার হচ্ছে জন্মদিনের শুভেচ্ছা। আর এই আকর্ষণীয় উপহার যদি প্রিয়জনের থেকে পাওয়া যায় তো আর কথাই নেই।

সম্মানিত পাঠক, আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে জন্মদিনের শুভেচ্ছা, ভালোবাসার মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস নিয়ে আলোচনা করব। আজকের এই পোস্টটি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন। তাহলে চলুন ভালোভাসার মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাসগুলো দেখে নেই।

ভালোবাসার মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

(toc) #title=(এক নজরে সম্পূর্ণ লেখা পড়ুন)

শুভ জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

জন্মদিন প্রত্যক মানুষের কাছে একটি বিশেষ দিন। আপনার আপনার প্রিয়জনের শুভ জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য বিভিন্ন ধরনের উপহার দিতে পারেন। তবে ভালোবাসা মানুষের জন্মদিনের শুভেচ্ছা অধিক গুরুত্বপূর্ণ।

ভালোবাসার মানুষের জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য অবশ্যই জন্মদিনের স্ট্যাটাস প্রয়োজন। তাই আজকে এই পোস্টে আমি সাজিয়েছি এমনই বেশ কিছু ভালোবাসার মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস নিয়ে। আপনার প্রিয়জনের এসব জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বার্তা পাঠালে অবশ্যই সে অনেক খুশি হবে।

ভালোবাসার মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

প্রিয়জনের জন্মদিনের শুভেচ্ছা অথবা বার্থ ডে সেলিব্রেশন করার জন্য কিংবা ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা পোস্ট করার জন্য জন্মদিনের শুভেচ্ছার স্ট্যাটাস প্রয়োজন হবে। কিছু বছর আগেও মোবাইলে এসএমএসের মাধ্যেমে প্রিয়জনের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস দেওয়ার মাধ্যেম ছিল।

তবে ফেসবুক ও সোস্যাল মিডিয়া তার জায়গা দখল করে নিয়েছে। সে যাইহোক, তাহলে দেখে নিন ভালোভাসা মানুষের সাথে শেয়ার করতে পারবেন এমনই কিছু শুভেচ্ছা স্ট্যাটাস। 

১। আজকের দিনটা হচ্ছে সেই বিশেষ দিন। যেদিন তুমি প্রথম এই পৃথীবির আলো দেখতে পেয়েছিল। শুভ হোক তোমার প্রতিটা দিন। হ্যাপি বার্থ ডে প্রিয়তমা। Happy Birthday To You my Dear Love.

২। হঠাৎ তোমার আগমন ঘটেছিল কোনো এক বসন্তে আমার এই হৃদয় মাঝে, তুমি এখনো মনের গহীনে বসত করো। তোমার প্রতি আমার ভালোবাসা আজীবন এমনি অমলিন থাকবে, অনেক অনেক ভালোবাসি তোমায়। শুভ জন্মদিন প্রিয়।

৩। আজকের দিনটা তোমার জন্য একটি বিশেষ দিন। মনে পড়ে সেই আগের বছর জন্মদিনে তোমাকে একটি লাল গোলাপ দিয়েছিলাম। তোমার দেয়া চিঠি এখনো রয়ে গেছে আমার কাছে। আমি জানি আমার দেওয়া ফুলের শুকনা পাপড়িও রাখনি তুমি। রাখবেই বা কেন বল? আশা করি তোমার ভবিষ্যৎ দিনগুলো আরও বেশী ভালো কাটুক। শুভ জন্মদিন।

৪। আজকে আমার সবচেয়ে প্রিয় মানুষটির জন্মদিন, আর সেই হচ্ছে তুমি। যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছ আমার প্রতিটি মুহূর্তকে তুমি সুন্দর করেছো। আজকে আমার অনেক আনন্দের দিন কারণ আজকের দিনের জন্যই তোমাকে আমি পেয়েছি। শুভ জন্মদিন আমার ভালোবাসার মানুষ।

৫। আজকে আমার সবচেয়ে প্রিয় ভালোবাসার মানুষটির জন্মদিন, আর সেই হচ্ছে তুমি। যেদিন থেকে তুমি আমার জীবনে এসে ছিলে এবং আমার প্রতিটি মুহূর্তকে তুমি সুন্দর করেছো। আজকে আমার অনেক আনন্দের দিন কারণ আজকের দিনের জন্যই তোমাকে আমি পেয়েছি। হ্যাপি বার্থ ডে আমার ভালোবাসার মানুষ।

৬। তোমার ঐ চঞ্চলতা আমায় বারবার তোমার প্রেমে ফেলে,আজ তোমার শুভ জন্মদিন। সারাজীবন ঠিক এভাবেই হাসিখুশি থেকো। হ্যাপি বার্থডে ডিয়ার।

৭। ওগো প্রিয়তমা, ঐ যে শোনা যায় সময়ের ঘন্টা বয়ে চলেছে অবিরাম। তেমনি এই সময় আমাদের উপহার দিয়েছে এক সুন্দর ও ভালো মানুষ সে হচ্ছে তুমি। তোমাকে এত ভালোবাসি যে আমি চাই সারা জীবন তুমি সুখে থাকো ভালো থাকো আর আমাকে ভালোবাসো। জন্মদিনের শুভেচ্ছা নাও আমার প্রিয়তমা।

৮। ওগো প্রিয়, আজকের এই শুভ ক্ষনে পৃথিবী যেন আনন্দময়ী ও লাবণ্যে সুশোভিত হয়ে সজ্জিত হয়েছে কারণ আজকে তোমার জন্মদিন। জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নাও। হ্যাপি বার্থ ডে টু ইউ।

৯। শুভ জন্মদিন প্রিয়, আজকের এই জন্মদিন আমি বারবার পালন করতে চাই। তোমাকে আরও শতশত বার জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই, সৃষ্টিকর্তা তোমাকে যেনো আমার পাশে শতশত বছর এভাবেই ভালোবাসার বাধনে বেঁধে রাখে।

১০। বসন্তের কোকিলের কুহু কুহু সুর, চারিদিকে রঙ বেরঙের ফুলের সমারোহ আর আমার অফুরন্ত ভালোবাসা নিয়ে তোমায় জানাই জন্মদিনের শুভেচ্ছা। হাজার বছর বেঁচে থাকো, ভালোবাসায় ভরে উঠুক তোমার জীবন। হ্যাপি বার্থডে মাই ডিয়ার।

আরো পড়ুনঃ বোনের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি, কবিতা

প্রিয়জনকে জন্মদিনের শুভেচ্ছা

প্রিয়জনের জন্মদিনের শুভচ্ছা একটু আলাদাভাবে হওয়া উচিত। প্রিয়জন হতে পারে আপনার মা, বাবা, ভাই, বোন, বন্ধু, বউ অথবা পছন্দের মানুষ। প্রিয়জনের শুভেচ্ছা জানানোর জন্য সুন্দর সুন্দর ফেসবুক স্ট্যাটাস প্রয়োজন। আজকের পোস্টের এই অংশে প্রিয়জনকে জন্মদিনের শুভেচ্ছা বা বার্থ ডে ওইশ করার জন্য জন্মদিনের স্ট্যাটাস পাবেন। তাহলে দেখে নিন প্রিয়জনকে জন্মদিনের শুভেচ্ছা। 

১। শুভ জন্মদিন প্রিয়/প্রিয়তমা, ভালোবাসি আজ, ভবিষ্যতেও বাসবো। তোমার স্বপ্নগুলো আমার স্বপ্ন হিসেবে রেখে আজীবন পাশে থাকব। তোমার সুস্থতা যেন আজীবন অম্লান থাকে। তোমার জন্মদিন বার বার ফিরে আসুক। Happy Birthday To You my Dear Love.

২। ওগো প্রিয় মা, তুমি এই ভুবনে এসেছিলে এই দিনে। তোমার জন্য প্রতিটি দিন শুভ এবং মঙ্গলময়। ভালোবাসি আম্মু তোমাকে। Happy Birthday To You My Dear MOM.

৩। তোমার জন্য আমার অনুভুতি প্রকাশ করার মতো কোনো শব্দ আজ আমার কাছে জানা নেই। শুভ জন্মদিন আমার প্রিয় ভালোবাসা। প্রার্থনা করবো এই জীবনের সব সুখ তোমার জীবনে ভরে উঠুক। Happy Birthday To You my Dear Love.

৪। ও গো প্রিয় বন্ধু, তুমি এই পৃথীবিতে এসেছিলে এই দিনে। তোমার জন্য রয়েছে আমার তরফ থেকে হাজার হাজার ভালোবাসা। তোমার প্রতিটি দিন ভালো কাটুক এ প্রার্থনা করি। Happy Birthday To You Dear Friends.

৫। শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল। আমার অনেক ভালোবাসা রইল তোমার এই বিশেষ দিনে। আমি তোমাকে কথা দিলাম তোমার জীবনের সব ইচ্ছে আমি পূরণ করবো। ইনশাআল্লাহ!

৬। জন্মদিন প্রত্যেক বছর ফিরে আসে কিন্তু তোমার মত বন্ধু আমার এই জীবনে একবারই এসেছে। তুমি আমার জীবনে আসার জন্য আমি খুবই আনন্দিত। তোমার এই বিশেষ দিনে অনেক অনেক শুভেচ্ছা জানালাম। শুভ জন্মদিন বন্ধু।

৭। বছরের পর বছর ধরে অনেক কিছুই পরিবর্তিত হয়েছে। তবে তুমি এখনও সে একই ব্যক্তি, আমার ভালো লাগা, ভালোবাসা। আমাদের ভালবাসা সমুদ্র এবং অন্তহীন আকাশের মতো। শুভ জন্মদিন, প্রিয়।

আরো পড়ুনঃ বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া

১। “আল্লাহ পাক রাব্বুল আলামীনের কাছে হাজার হাজার শুকরিয়া, আরো একটি বছর তোমায় পৃথিবীর আলো দেখার তৌফিক দান করেছেন, যতদিন বেঁচে থাকবে আল্লাহ তোমাকে তার ইবাদত করার তৌফিক দান করুন, আমীন।”

 ২। “নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু, যা যেন কখনো হয় না শেষ। তোমার এই জন্মদিনে দিনটি কাটুক বেশ। শুভ জন্মদিন”

৩। “সৃষ্টিকর্তার অপার সৃষ্টি তুমি, আল্লাহ তোমাকে অপার সৌন্দর্য দিয়ে গড়েছে যেনো। তোমার জীবন আল্লাহ পাক সাফল্য ও সম্ভাবনাময় করে তুলুন। আজকের দিনটা আরো শতবার আসে যেনো তোমার জীবনে, আল্লাহ পাক রাব্বুল আলামীনের কাছে এই কামনাই করি।”

৪। এই বিশেষ দিনে ঈশ্বর তোমায় আনন্দ এবং চিরন্তন সুখ দান করুক। তুমি নিজেই একটি উপহার, সবকিছুর সেরা প্রাপ্য। শুভ জন্মদিন!

৫। এই দিনটি আমার কাছে সবসময় ব্রাইট এবং সুন্দর কারণ আমার জীবনের ভালোবাসা এই দিনে জন্মগ্রহণ করেছে। হ্যাপি বার্থ ডে টু ইউ ডিয়ার।

৬। তোমার জীবন ঈশ্বরের কাছ থেকে একটি উপহার, এবং তুমি আমার জীবনে আনা অনেক আশীর্বাদের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। শুভ জন্মদিন, প্রিয়।

৭। “জন্ম, মৃ- ত্যু সব কিছু আল্লাহ পাকের হাতে। তোমার মতো ভালো একটি মানুষকে, আল্লাহ পাক এই দিনে আমাদের মাঝে পাঠিয়েছেন, এর জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। যতদিন বেঁচে আছো মহান সৃষ্টিকর্তা যেন, তোমাকে তার ইবাদত করার তৌফিক দান করেন, আমীন।”

৮। “আল্লাহ তোমাকে কুরআনের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। শুভ জন্মদিন।”

Husband ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা

১। মহান রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে আজকের এই দিনে পৃথিবীতে পাঠিয়েছিলেন বলে তোমাকে পেয়েছি। তাই আজকের দিনটি অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে তোমার মত একজন সঙ্গী পেয়েছি বলে আজ আমি এত সুখি শুভকামনা রইল তোমার জন্য আমার বর আমার পৃথিবী শুভ জন্মদিন তোমার সর্ব সুখ কামনা করি “শুভ জন্মদিন”প্রিয়।

২। আপনি আমার জীবনে একজন আকর্ষণীয়, উদার, স্মার্ট মানুষ যাকে আমি পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে হারাতে চাই না। আমি এভাবে হাতে হাত রেখে যেতে চাই। শুভ জন্মদিন

৩। আপনি আমার জীবনে ঈশ্বরের সেরা উপহার যা একজন আদর্শ স্বামী আমাদের দিয়েছেন। আজ, এই বিশেষ দিনে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের সারা জীবন এভাবেই কাটিয়ে দেন, প্রিয় “শুভ জন্মদিন”।

৪। তোমাকে পেয়ে আমি ধন্য এভাবে রেখো আমায় তোমার ছায়া তলে প্রিয় শুভকামনা এই শুভ দিনে। “শুভ জন্মদিন” পৃথিবীর সর্ব সুখী হয়ে উঠুক আমি এই কামনা করি।

৫। সবচেয়ে ভয়ঙ্কর, বিস্ময়কর, আক্রোশজনকভাবে মজার, সাহসী, এবং সুদর্শন স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা যা এখন পর্যন্ত আছে, একটি দুর্দান্ত জন্মদিন হোক!

৬। আপনার জন্মদিন এবং আমি মনে করি, এটি একটি সত্য প্রকাশ করার উপযুক্ত দিন যে আপনি আমার জীবনের সবচেয়ে আশ্চর্যজনক ব্যক্তি। আমার শুভেচ্ছা সবসময় আপনার সাথে আছে। সেরা জন্মদিন!

৭। আমার উজ্জ্বল চোখের স্বামীকে শুভ জন্মদিন। আপনি যতই বয়সী হন না কেন, আপনি সর্বদা হৃদয়ে তরুণ থাকবেন। এই বিশেষ দিনে, আমি আপনাকে দেখাতে পারি যে আপনি আমার কাছে আক্ষরিক অর্থে কতটা বোঝাচ্ছেন। আমার হওয়ার জন্য এবং আমার জন্য আপনার ভালবাসা বর্ষণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভ জন্মদিন, প্রিয়তম স্বামী।

আরো পড়ুনঃ প্রেমিকার জন্য রোমান্টিক কথা

ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা ইংরেজিতে

  • Happy birthday to you. (তোমাকে শুভ জন্মদিন)
  • You deserve all the happiness. (সকল সুখ আপনার প্রাপ্য)
  • Have a lovely birthday! (তোমার জন্মদিনটি আনন্দদায়ক হোক)
  • Many many happy returns of this day. (এই দিন বার বার ফিরে আসুক)
  • May your day be filled with great moments. (আপনার দিনটি দুর্দান্ত মুহুর্তময় হোক)
  • May Allah give peace & happiness of this day. (আল্লাহ্ এই দিনে শান্তি ও সুখ দান করুন)
  • Wishing you a happy and cheerful birthday. (আপনাকে সুখি এবং আনন্দময় জন্মদিনের শুভেচ্ছা জানাই)
  • Wishing you many years of joy and love. (তোমার জন্য বহু বছরের আনন্দ এবং ভালোবাসা রইল)
  • I wish you have a wonderful time on this Day. (এই দিনটি আপনার খুব সুন্দর কাটুক এই আমার প্রত্যাশা)
  • I hope this birthday brings you facilities. (আমি আশা করি এই জন্মদিন আপনাকে অনেক সুজোগ এনে দেবে)
  • For your birthday and every day of the year, I hope you know you have a real friend in me to celebrate the good times and get you through the bad. Happy birthday!
  • Thinking of you on your birthday and hoping that all the happiness you’ve given to others will return to bless you in a thousand fold. Wishing you a very Happy Birthday!
  • My friend, it’s your birthday and you deserve to have the time of your life with plenty of joy, wonder and unforgettable memories to spare.
  • A birthday is the start of a new day. A birthday is the first day of another beautiful year of your life. Happy Birthday.
  • Your friendship means more to me than you can ever know. I celebrate the day that you were born and wish you many blessings in the year to come. Happy Birthday!
  • Finding a great friend is like looking for a four leaf clover. But I did get lucky! Happy Bday! May beauty and happiness surround you today and beyond.
  • Happy birthday! May every moment of this special day with joy and happiness.
  • You’re the cheese to my macaroni, the butter to my toast, and the sprinkles on my cupcake. You’re my other half, and I love you! Happy birthday.
  • The happiest person in the world is the one who thinks the most interesting thoughts and we grow happier as we grow older. Happy Birthday.
  • May this day fill your life with lots of laughter and happiness. My dear friend, Wishing you a wonderful day. happy birthday
  • Wishing my friend a beautiful day Hopes and dreams I`m sending your way May all be good and all come true On this very special day for you!
  • May God make each day of your life as golden as you are. May the Almighty go on to add more years of happiness and good health to your life. Happy Birthday
  • Happy birthday to a special person, bringing so much joy to my heart! I cherish every moment that we spend together, dear and I wish you never ending happiness.
  • Happy birthday to my most inspirational friend! May every single dream of yours — even the most pie-in-the-sky ones on your wish list— become a reality for you.
  • My friend, you are a special person in my life. Spend today enjoying a lot of fun. stay very well, happy birthday.
  • Happy Birthday to a great Friend! A friend is one of the nicest things you can have, and one of the best things you can be. Wishing you a Birthday filled with light and love.
  • May you have all the joy your heart can hold, all the smiles a day can bring, all the blessings a life can unfold, may you have god’s best in everything. Wishing u a Happy Birthday my love.

ভালোবাসার মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ইংরেজি

  • Come back thousand times your birthday. (HAPPY BIRTHDAY)
  • Spend the rest of your life happily. Today I am wishing honestly. (HAPPY BIRTHDAY)
  • Brighten the future. Build a beautiful life. Accept birthday wishes. (HAPPY BIRTHDAY)
  • Be beautiful, keep smiling, Be happily every times. that's my wishes, in your birthday. (HAPPY BIRTHDAY)
  • Today is your birthday, make your life colorful. And I wish you for this day. May your next days be very happy.
  • Wish you all the best on this special moments. (HAPPY BIRTHDAY)

এখানে উল্লেখ করা সেরা ৫ টি ভালোবাসার মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ইংরেজি গুলো খুবি সহজে কপি করে আপনার আত্মীয় স্বজনদের সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারবেন।

1. I wish for you every time, be happy and live with us. (HAPPY BIRTHDAY)

2. Do something new in the future. Average good life with new ones. (HAPPY BIRTHDAY)

3. Prayers remain for the goal of building a bright future at all times. I want to tell you as well. (HAPPY BIRTHDAY)

4. I wish everyone from all over the world a happy day today as well as future days. (HAPPY BIRTHDAY)

5. I want to inform you about all the things of the future, whether the work is done honestly or successfully. (HAPPY BIRTHDAY)

বহুল জিজ্ঞাসিত প্রশ্নসমূহ

ভালোবাসার মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস নিয়ে আপনার মনে বেশ কিছু প্রশ্ন উঁকি দিতে পারে। তাহলে চলুন দেখে নেই সেই সকল শুভ জন্মদিনের প্রশ্নের উত্তর।

প্রিয়জনের জন্মদিনে কি গিফট দেওয়া যায়?

প্রিয় মানুষের জন্মদিনে অবশ্যই গিফট দেওয়া উচিত। বাজেটের মধ্যে কি গিফট দেওয়া যেতে পারে। এটা আপনারা জানতে চান তাহলে দেখে নিন মেয়েদের জন্মদিনের গিফট আইটেমগুলো হেয়ার স্ট্রেইটনার, ডার্ক চকলেট, টেডি বেয়ার, পছন্দের গল্পের বই, পারফিউম ইত্যাদি।

আর ছেলেদের জন্য গিফট আইটেম হচ্ছে গল্পের বই, টি-শার্ট, কলম, পারফিউম, বেল্ট, জুতা, হাতঘড়ি ইত্যাদি। এগুলো আপনি আপনার প্রিয়জনের গিফট করতে পারেন।

গার্লফ্রেন্ডকে কি গিফট করা যায়

গার্লফ্রেন্ডকে জন্মদিনে কি গিফট করবেন এটা নিয়ে ভাবছেন, তাহলে দেখে নিন গার্লফ্রেন্ডকে জন্মদিনে উপহার দেওয়ার জন্য গিফট আইটেম গুলি হচ্ছেঃ

হেয়ার স্ট্রেইনার, গল্পের বই, টেডি বেয়ার, এয়ার বার্ড, পারফিউম, ফুলদানি, হেডফোন, ডার্ক চকলেট, হার্ট শেপ সফট টয়, মোবাইল ফোন ইত্যাদি। এই গিফট আইটেমগুলো থেকে আপনার পছন্দের গিফট আপনার গার্লফ্রেন্ডকে দিতে পারেন। 

পরিশেষে

সুপ্রিয় পাঠক, পরিশেষে আমি বলতে চাই, প্রতিটি মানুষের কাছে জন্মদিন একটি বিশেষ দিন। এই দিনটি প্রতিবছর আসলে নিজের মধ্য আনন্দ কাজ করে। তো যাইহোক আজকে আমি আপনাদের সাথে ভালোবাসার মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস নিয়ে আলোচনা করেছি। এছাড়াও আপনার প্রিয়জনের জন্মদিনে কি কি উপহার দিবেন তা নিয়ে আলোচনা করেছি। যদি এই পোস্টটি তথ্যবহুল হয় তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ। আরো পরতে পারেন কোন জায়গায় গেলে মানসিক শান্তি পাওয়া যায়

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. explore more
Ok, Go it!