বাংলাদেশের সেরা সরকারি কলেজের তালিকা

বাংলাদেশের সেরা সরকারি কলেজের তালিকা সম্পর্কে জানতে ইচ্ছুক পাঠক বন্ধুদের জানাই আমাদের আজকের আলোচনা পর্বে স্বাগতম। অনেকেই ভর্তি হওয়ার জন্য সবচেয়ে ভালো কলেজটি খুঁজে পেতে চান।

কেননা কম-বেশি সকলেরই স্বপ্ন থাকে ভালো কোন কলেজে ভর্তি হবার। কিন্তু বাংলাদেশের কোন কলেজটি সবচেয়ে ভালো বা কোন কোন কলেজ গুলো সর্বোচ্চ রেটিং প্রাপ্ত সেগুলো অনেকেই জানেন না।

তাই আজ আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে বাংলাদেশের সেরা সরকারি কলেজের তালিকা ২০২৩ এবং বাংলাদেশের সরকারি কলেজের স্থাপিত তারিখ ও এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াবলি সম্পর্কে বিস্তারিত জানাবো। তাহলে আসুন শুরু করা যাক।

(toc) #title=(সুচিপত্র)

বাংলাদেশের সেরা সরকারি কলেজের তালিকা

বাংলাদেশের সেরা সরকারি কলেজের তালিকা

বাংলাদেশের সেরা সরকারি কলেজের তালিকা জানার পূর্বে প্রথমত আপনাকে জানতে হবে বাংলাদেশে মূলত কতগুলো সরকারি কলেজ রয়েছে এবং সেগুলো কি কি! আর যেহেতু বাংলাদেশে বিভাগ ভিত্তিক কলেজ রয়েছে, তাই অবশ্যই আপনাকে ওই সকল বিভাগে অবস্থানরত কলেজের নাম জানা জরুরী। তাই আমরা আলোচনার এ পর্যায়ে বিভাগ ভিত্তিক কলেজের তালিকা ধারাবাহিকভাবে তুলে ধরব এবং সবশেষে জানাবো বাংলাদেশের সেরা সরকারি কলেজের নাম সমূহ।

বাংলাদেশের ঢাকা বিভাগের কলেজ সমূহ

বাংলাদেশের ঢাকা বিভাগে মোট ২৪ টি সরকারি কলেজ রয়েছে। সেগুলো হলো:-

  1. ঢাকা কলেজ
  2. কবি নজরুল সরকারি কলেজ
  3. ইডেন মহিলা কলেজ
  4. সরকারি তোলারাম কলেজ
  5. সরকারি সাদত কলেজ
  6. দেবেন্দ্র কলেজ
  7. গুরুদয়াল সরকারি কলেজ
  8. কুমুদিনী সরকারি মহিলা কলেজ
  9. সরকারি বঙ্গবন্ধু কলেজ
  10. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
  11. ভাষানটেক সরকারি কলেজ
  12. পদ্মা সরকারি কলেজ
  13. শরীয়তপুর সরকারি কলেজ
  14. মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ
  15. সরকারি বিজ্ঞান কলেজ
  16. টঙ্গী সরকারি কলেজ
  17. কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ
  18. সরকারি তিতুমীর কলেজ
  19. সাভার কলেজ
  20. ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ
  21. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
  22. সরকারি বাংলা কলেজ
  23. রাজবাড়ির সরকারি কলেজ
  24. মোহাম্মদপুর সরকারি কলেজ

বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কলেজ সমূহ

বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে মোট ৫৬ টি সরকারি কলেজ রয়েছে। সেগুলো হলো:-

  • চট্টগ্রাম কলেজ
  • সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ
  • কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ
  • ফেনী সরকারি কলেজ
  • স্যার আশুতোষ সরকারি কলেজ
  • নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ
  • চৌমুহনী সরকারি এস. এ. কলেজ
  • চাঁদপুর সরকারি কলেজ সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম
  • ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ
  • সাতকানিয়া সরকারি কলেজ
  • সরকারি সিটি কলেজ চট্টগ্রাম
  • চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ
  • কুমিল্লা সরকারি মহিলা কলেজ
  • লক্ষ্মীপুর সরকারি কলেজ
  • কক্সবাজার সরকারি কলেজ
  • পটিয়া সরকারি কলেজ
  • নোয়াখালী সরকারি কলেজ
  • কুমিল্লা সরকারি কলেজ
  • মতলব সরকারি ডিগ্রি কলেজ
  • চাঁদপুর সরকারি মহিলা কলেজ
  • ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ
  • রাঙ্গামাটি সরকারি কলেজ
  • বাকলিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম
  • কবিরহাট সরকারি কলেজ
  • রামগঞ্জ সরকারি কলেজ
  • দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ
  • হাটহাজারী কলেজ.
  • সরকারি হাজী আবদুল বাতেন কলেজ গাছবাড়িয়া সরকারি কলেজ
  • গৌরীপুর মুন্সী ফজলুর রহমান কলেজ
  • চিওড়া সরকারি কলেজ
  • নবীনগর সরকারি কলেজ
  • হাতিয়া দ্বীপ সরকারি কলেজ
  • ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ
  • কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ
  • চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ
  • আসম আবদুর রব সরকারি কলেজ
  • রায়পুর সরকারি কলেজ
  • সরকারি মুজিব কলেজ, নোয়াখালী
  • পরশুরাম সরকারি কলেজ
  • বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ
  • ফুলগাজী সরকারি কলেজ
  • চৌদ্দগ্রাম সরকারি কলেজ
  • সোনাগাজী সরকারি কলেজ
  • ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ
  • খাগড়াছড়ি সরকারি কলেজ
  • বান্দরবান সরকারি কলেজ
  • সেনবাগ সরকারি কলেজ কলেজ
  • রামগড় সরকারি উগ্রি কলেজ
  • হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ
  • নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ
  • ফিরোজ মিয়া সরকারি কলেজ
  • হাই মচর সরকারি কলেজ
  • করফুলেন্নেসা সরকারি মহিলা কলেজ

বাংলাদেশের রাজশাহী বিভাগের কলেজ সমূহ

বর্তমানে রাজশাহী বিভাগে নিম্ন বর্ণিত কলেজ গুলো রয়েছে। যথা:-

  1. রাজশাহী কলেজ
  2. এডওয়ার্ড কলেজ, পাবনা আদিনা ফজলুল হক সরকারি কলেজ
  3. সরকারি আজিজুল হক কলেজ
  4. সিরাজগঞ্জ সরকারি কলেজ
  5. নবাবগঞ্জ সরকারি কলেজ
  6. রাজশাহী সরকারি সিটি কলেজ
  7. রাজশাহী সরকারি মহিলা কলেজ
  8. নওগাঁ সরকারি কলেজ
  9. মুজিবুর রহমান মহিলা কলেজ
  10. জয়পুরহাট সরকারি কলেজ
  11. পাবনা সরকারি কলেজ
  12. নিউ গভর্নমেন্ট ডিগ্রী কলেজ, রাজশাহী
  13. শহীদ এ এইচ এম কামরুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ
  14. মোহনপুর সরকারি কলেজ
  15. ডক্টর জহুরুল কামাল সরকারি কলেজ
  16. মহিপুর হাজী মহসিন সরকারি কলেজ
  17. সরকারি সাহ সুলতান কলেজ
  18. সরকারি শহীদ বুলবুল কলেজ

এছাড়াও চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রংপুর ময়মনসিংহ প্রত্যেকটি বিভাগের বেশ সংখ্যক সরকারি কলেজ রয়েছে। তবে এ পর্যায়ে মূলত আমরা আপনাদেরকে বর্তমানে বাংলাদেশের সেরা সরকারি কলেজের নাম গুলো জানাবো সেই সাথে তুলে ধরব সেই সকল কলেজ সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য।

বাংলাদেশের সেরা সরকারি কলেজের তালিকা ২০২৩

বাংলাদেশের বর্তমান সেরা সরকারি কলেজের তালিকায় মোট দশটি কলেজ অবস্থান করছে। সেগুলো হলো:-

  1. রাজশাহী কলেজ
  2. বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ
  3. বগুড়া সরকারি আজিজুল হক কলেজ
  4. রংপুর কারমাইকেল কলেজ
  5. পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ
  6. আনন্দমোহন কলেজ ময়মনসিংহ
  7. লালমাটিয়া মহিলা কলেজ ঢাকা
  8. ইডেন মহিলা কলেজ ঢাকা
  9. ঢাকা কলেজ
  10. ঢাকা কমার্স কলেজ

১। রাজশাহী কলেজ

বাংলাদেশের সেরা সরকারি কলেজের মধ্যে সর্বোত্তম এবং সবচেয়ে সুপরিচিত কলেজ হচ্ছে রাজশাহী কলেজ। যেটা স্থাপিত হয় ১৮৭৩ সালে। যে কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা হরনাথ রায় চৌধুরী এবং কলেজটিতে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ আব্দুল খালেক।

কলেজের এক্সাট ঠিকানা বোয়ালিয়া দরগা পাড়া রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী বাংলাদেশ, যেটা বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে অধিভুক্ত। এই কলেজ সম্পর্কে বিস্তারিত জানতে এবং কলেজের সকল প্রকার আপডেট পেতে নিয়মিত ভিজিট করতে পারেন https://rc.edu.bd/ ওয়েবসাইটটি।

আরো পড়ুনঃ ঢাকার পার্শ্ববর্তী দর্শনীয় স্থান

২। বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ

সত্য প্রেম ও পবিত্রতা এই নীতিবাক্য নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশের বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ। যে কলেজটির স্থাপনার সাল ১৮৮৯, উক্ত কলেজের প্রতিষ্ঠাতা মহাত্মা অশ্বিনী কুমার দত্ত এবং অধ্যক্ষ হিসেবে দায়িত্ব রয়েছেন প্রফেসর ডঃ মুহাম্মদ গোলাম কিবরিয়া। 

কলেজটির সংক্ষিপ্ত নাম বি এম কলেজ যা বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীভক্তি। বিস্তারিত জানতে নিয়মিত ভিজিট করুন বরিশাল সরকারি ব্রজ মোহন কলেজ এর অফিসিয়াল ওয়েবসাইট- https://www.bmcollege.gov.bd/ এই লিংকে।

৩। বগুড়া সরকারি আজিজুল হক কলেজ

বাংলাদেশের সেরা সরকারি কলেজের মধ্যে অন্যতম হচ্ছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ। যে কলেজের নীতিবাক্য মনুষত্বের বিকাশ ঘটিয়ে মানবতার সেবক হও। কলেজটির স্থাপনার সাল ১৯৩৯ এবং উক্ত কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর মোহাম্মদ শাহজাহান আলী। উক্ত কলেজের সর্বশেষ আপডেট পেতে এবং কলেজটির ইতিহাস ও শিক্ষা ব্যবস্থার ক্রমবিকাশ সম্পর্কে জানতে ভিজিট করুন তাদের অফিসিয়াল ওয়েবসাইট- https://ahcollege.gov.bd.

৪। রংপুর কারমাইকেল কলেজ

বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রংপুর কারমাইকেল কলেজ। যে কলেজটি ১৯১৬ সালের প্রতিষ্ঠিত হয় এবং উক্ত কলেজটির রংপুরের ম্যাজিস্ট্রেট কালেক্টর জে এন গুপ্তা প্রতিষ্ঠা করেন। এই কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর শেখ আনোয়ার হোসেন। 

যেখানে মোট শিক্ষার্থীর সংখ্যা ২৪ হাজার স্নাতক পর্যায়ে রয়েছে ৩৩৬০ জন এবং স্নাতকোত্তর পর্যায়ে রয়েছে ৬০০০। উক্ত কলেজের সকল আপডেট পেতে বা সর্বশেষ নোটিশ গুলো সংগ্রহ করতে চাইলে এখনই ভিজিট করুন তাদের অফিসিয়াল ওয়েবসাইট- https://www.ccr.gov.bd/

৫। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ

পাবনা বিভাগের অন্তর্ভুক্ত কলেজ সরকারি এডওয়ার্ড কলেজ, যেটি বাংলাদেশের সেরা সরকারি কলেজের তালিকা অবস্থান করছে। এই কলেজটি স্থাপিত হয় ১৮৯৮ সালে এবং কলেজটির প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী গোপাল চন্দ্র লাহিড়ী। উক্ত কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন হুমায়ুন কোভিদ মজুমদার। কলেজটির অবস্থান পাবনা সদর বাংলাদেশ।

৬। আনন্দমোহন কলেজ ময়মনসিংহ

তালিকার ৬ নম্বরে রয়েছে আনন্দমোহন কলেজ ময়মনসিংহ, যে কলেজটি বাংলাদেশের সেরা সরকারি কলেজের তালিকায় অবস্থিত। উক্ত কলেজের নীতিবাক্য জ্ঞানের জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও। যেটা স্থাপিত হয় ১৯০৮ সালে এবং উক্ত কলেজের এক্স্যাক্ট ঠিকানা কলেজ রোড ময়মনসিংহ বাংলাদেশ। কলেজটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং যেকোনো আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন তাদের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ https://anandamohangovtcollege.edu.bd/ এই লিংকে.

আরো পড়ুনঃ বাজার ভারসাম্য কি - বাজার ভারসাম্য কাকে বলে

৭। লালমাটিয়া মহিলা কলেজ ঢাকা

বাংলাদেশের আরেকটি জনপ্রিয় সরকারি কলেজ লালমাটিয়া মহিলা কলেজ ঢাকা। যে কলেজটি ১৯৬৬ সালে যাত্রা শুরু করে এবং সেখানে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডঃ মুহাম্মদ রফিকুল ইসলাম। উক্ত কলেজের ঠিকানা লালমাটিয়া বি ব্লক মোহাম্মদপুর ঢাকা ১২০৭ বাংলাদেশ।

৮। ইডেন মহিলা কলেজ ঢাকা

ইডেন মহিলা কলেজ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটা কলেজ যে কলেজের নাম প্রায় সকলেই জানেন। মূলত এই কলেজটি স্থাপিত হয় ১৯৬৩ সালে। যেখানে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর শুকরিয়া ভট্টাচার্য এবং উপাধ্যক্ষ হিসেবে রয়েছেন প্রফেসর ফেরদৌসী বেগম। উক্ত কলেজ সম্পর্কে বিস্তারিত জানতে এবং কলেজের সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন তাদের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ https://www.emc.edu.bd/এই লিংকে.

৯। ঢাকা কলেজ

ঢাকায় অবস্থানরত কলেজগুলো মূলত সবার জন্যই সুবিধা যোগ্য এমনটাই মনে করে থাকেন সকলে। তবে ঢাকা বিভাগে অনেকগুলো কলেজ রয়েছে সেগুলোর মধ্যে ঢাকা কলেজ আপনার জন্য সর্বোত্তম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অবস্থান করবে। উক্ত কলেজটি বাংলাদেশের রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত। যার স্থাপনা সাল ১৮৪১ সেখানে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।

১০। ঢাকা কমার্স কলেজ

ঢাকার আরেকটি কলেজ হচ্ছে ঢাকা কমার্স কলেজ যেটা বাংলাদেশের অন্যতম সরকারি কলেজ হিসেবে সুপরিচিত। এই কলেজটির প্রতিষ্ঠা সাল ১৮৮৯, উক্ত কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর কাজী মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকী যেখানে অধ্যক্ষ হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডঃ মুহাম্মদ আবু মাসুদ। 

এই কলেজ সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে ইচ্ছুক হয়ে থাকেন এবং কলেজটির সর্বশেষ আপডেট গুলো পেতে চান তাহলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন অর্থাৎ ক্লিক করুন https://dcc.edu.bd/ এই লিংকে।

তোর সুপ্রিয় পাঠক বন্ধুরা, বাংলাদেশের সেরা সরকারি কলেজের তালিকা সম্পর্কিত আলোচনার ইতি টানছি এখানেই। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোষ্ট ক্যাটাগরি: