সিনজেনটা কীটনাশক মূল্য তালিকা 2024

সিনজেনটা কীটনাশক মূল্য তালিকা 2024 - আপনি কি সিনজেনটা কীটনাশক মূল্য তালিকা সম্পর্কে জানতে ইচ্ছুক। আমরা যারা কৃষি কাজ করি তারা অবশ্যই সিনজেনটা এই নামটা শুনেছি। আমরা অনেকে এই কোম্পানির বিভিন্ন কীটনাশক ব্যবহার করেছি।

সিনজেনটা কীটনাশক মূল্য তালিকা

সূচীপত্রঃ সিনজেনটা কীটনাশক মূল্য তালিকা

সিনজেনটা কোম্পানির কীটনাশক ব্যবহার করা হয় ফসলের পোকা ধমন করার জন্য। মাঠে ফসলের চাড়া লাগানোর পরে ফসল ধরার সময় আসলে বা ফসল ধরার আগে মাঠে বিভিন্ন পোকার জন্ম হয়।

এই পোকা ফসল নষ্ট করে দেয় তাই পোকা ধমন করার জন্য কীটনাশক ব্যবহার করা হয়ে থাকে। আজকে আমরা সিনজেনটা কীটনাশক মূল্য তালিকা 2024 এর কীটনাশক তালিকা নিয়ে আলোচনা করব। 

বাজারে আপনি অনেক কোম্পানির কীটনাশক পাবেন। আমি মনে করি সিনজেনটা কোম্পানির কীটনাশক অনেক ভালো মানের। সিনজেনটা কোম্পানির ৮টি কীটনাশক রয়েছে যেগুলো ব্যবহার করলে ফসলের কোনো ক্ষতি হয়না। 

সিনজেনটা কীটনাশক মূল্য তালিকা 2024 এ আমি ৮টি কীটনাশক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই আর্টিকেল পড়ে আপনি সিনজেনটা কীটনাশক সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।সিনজেনটা কীটনাশক মূল্য তালিকা জানতে লেখাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুনঃ

১। একতারা ২৫ ডবলুও জি - Actara 25 WG

সিনজেনটা কীটনাশক মূল্য তালিকা 2024 এ প্রথম যে কীটনাশক রয়েছে সেটা হচ্ছে একতারা ২৫ ডবলুও জি।

ফসলঃ এই কীটনাশকে সক্রিয় যে উপাদান রয়েছে সেটা হলো থাইম্যাথক্সাম। একতারা ২৫ ডবলুও জি কীটনাশকটি যে ফসলে ব্যবহার করা হয় তা যথাক্রমে কলা, আখ, সরিষা, চা, বেগুন, চা, গাঁদা, ধান, তুলা ও আম। 

সমস্যাঃ একতারা ২৫ ডবলুও জি যে সমস্যার জন্য ব্যবহার করা হয় তা যথাক্রমে বিটল পোকা, উইপোকা, জাব পোকা, ইউপোকা, জাব পোকা এবং জ্যাসিড, মশা, জাব পোকা, বাদামি ঘাস ফড়িং, জাব পোকা এবং জ্যাসিড ও ফড়িং। 

মাত্রাঃ একতারা ২৫ ডবলুও জি যে মাত্রায় ব্যবহার করতে হবে তা যথাক্রমে ০.২গ্রাম / লিটার পানি, ০.৬ গ্রাম / লিটার পানি, ০.২গ্রাম / লিটার পানি, ০.২ গ্রাম / লিটার পানি, ০.২৫ গ্রাম / লিটার পানি, ০.১২৫ গ্রাম / লিটার পানি, ০.২৫গ্রাম / লিটার পানি, ০.১২ গ্রাম / লিটার পানি, ০.২ গ্রাম / লিটার পানি ও ৫.০গ্রাম / ১০০ লিটার পানি

সক্রিয় উপাদান ফসল সমস্যা মাত্রা
থাইম্যাথক্সাম কলা বিটল পোকা ০.২ গ্রাম/লিটার পানি

আখ উইপোকা ০.৬ গ্রাম/লিটার পানি

সরিষা জাব পোকা ০.২ গ্রাম/লিটার পানি

চা উইপোকা ০.২ গ্রাম/লিটার পানি

বেগুন জাবপোকা এবং জ্যাসিড ০.২৫ গ্রাম/লিটার পানি

চা মশা ০.১২৫ গ্রাম/লিটার পানি

গাঁদা জাব পোকা ০.২৫ গ্রাম/লিটার পানি

ধান বাদামি ঘাস ফড়িং ০.১২ গ্রাম/লিটার পানি

তুলা জাবপোকা এবং জ্যাসিড ০.২ গ্রাম/লিটারপানি

আম ফড়িং ৫.০ গ্রাম/লিটার পানি

একতারা ২৫ তবলুও জি কোন ফসলে কি সমস্যার কারণে এবং কত মাত্রায় ব্যবহার করা উচিত তা সবকিছু বলা হয়েছে। আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। 

সিনজেনটা কীটনাশক মূল্য তালিকা সম্পর্কে বিস্তারিত জানতে আপনার নিকটস্থ কোনো কীটনাশকের দোকানে যোগাযোগ করুন তা আপনাকে নিদিষ্ট মূল্য বলতে সহায়তা করবে। Actara 25 WG এর মূল্য ২৮০-৩০০ টাকা দোকান ভেদে বিভিন্ন দাম হতে পারে।

আরো পড়ুনঃ অনলাইনে জমির খাজনা দেওয়ার নিয়ম

২। ক্যারাটে ২.৫ ইসি - Karate 2.5 EC

সিনজেনটা কীটনাশক মূল্য তালিকা 2024 এ দ্বিতীয় স্থানে যে কীটনাশক রয়েছে সেটা হচ্ছে ক্যারাটে ২.৫ ইসি।

ফসলঃ এই কীটনাশকে সক্রিয় যে উপাদান রয়েছে সেটা হলো ল্যামডা-সাইহেলোথ্রিন। ক্যারাটে ২.৫ ইসি কীটনাশকটি যে ফসলে ব্যবহার করা হয় তা যথাক্রমে পাট, আম, ভুট্টা, চা ও আলু।

সমস্যাঃ ক্যারাটে ২.৫ ইসি যে সমস্যার জন্য ব্যবহার করা হয় তা যথাক্রমে বিছা পোকা, ফড়িং, কাচুই পোকা, মশা ও কাচুই পোকা।

মাত্রাঃ ক্যারাটে ২.৫ ইসি যে মাত্রায় ব্যবহার করা হবে তা যথাক্রমে ১.০মিলি / লিটার পানি, ১.০মিলি / লিটার পানি, ১.৫ মিলি / হেক্টর, ৫০০মিলি / হেক্টর ও ০.৫ মিলি / হেক্টর।

সক্রিয় উপাদান ফসল সমস্যা মাত্রা
ল্যামডা-সাইহেলোথ্রিন পাট বিছা পোকা ১.০ মিলি/লিটার পানি

আম ফড়িং ১.০ মিলি/লিটার পানি

ভুট্টা কাচুই পোকা ১.৫ মিলি / হেক্টর

চা মশা ৫০০ মিলি / হেক্টর

আলু কাচুই পোকা ০.৫ মিলি / হেক্টর

ক্যারাটে ২.৫ ইসি কোন ফসলে কি সমস্যার কারণে এবং কত মাত্রায় ব্যবহার করা উচিত তা সবকিছু বলা হয়েছে। আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। সিনজেনটা কীটনাশক মূল্য তালিকা এই ক্যারাটে ২.৫ ইসি - Karate 2.5 EC কীটনাশকের মূল্য ১৩০ টাকা মাত্র।

৩। পেগাসাস ৫০ এসসি - Pegasus 50 SC

সিনজেনটা কীটনাশক মূল্য তালিকা 2024 এ তৃতীয় নাম্বারে যে কীটনাশক রয়েছে সেটা হচ্ছে পেগাসাস ৫০ এসসি।

ফসলঃ এই কীটনাশকে সক্রিয় যে উপাদান রয়েছে সেটা হলো ডায়াফেনথিউরন। পেগাসাস ৫০ এসসি কীটনাশক যে ফসলে ব্যবহার করা হয় তা যথাক্রমে দেশী শিম ও বেগুন। 

সমস্যাঃ পেগাসাস ৫০ এসসি যে সমস্যার জন্য ব্যবহার করা হয় তা যথাক্রমে জাব পোকা ও মাকড়। 

মাত্রাঃ পেগাসাস ৫০ এসসি যে মাত্রায় ব্যবহার করা হয় তা যথাক্রমে ১.০ মিলি/লিটার পানি, ০.৮ মিলি/লিটার পানি

সক্রিয় উপাদান ফসল সমস্যা মাত্রা
ল্ডায়াফেনথিউরন দেশী শিম জাব পোকা ১.০ মিলি/লিটার পানি

বেগুন মাকড় ০.৮ মিলি/লিটার পানি

পেগাসাস ৫০ এসসি কোন ফসলে কি সমস্যার কারণে এবং কত মাত্রায় ব্যবহার করা উচিত তা সবকিছু বলা হয়েছে। আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। 

৪। প্লেনাম ৫০ ডব্লিউ জি - Plenum 50 WG

সিনজেনটা কীটনাশক মূল্য তালিকা 2024 এ চতুর্থ নাম্বারে যে কীটনাশক রয়েছে সেটা হচ্ছে প্লেনাম ৫০ ডব্লিউ জি।

ফসলঃ এই কীটনাশকে সক্রিয় যে উপাদান রয়েছে সেটা হলো পাইমেট্রোজিন। প্লেনাম ৫০ ডব্লিউ জি কীটনাশক যে ফসলে ব্যবহার করা হয় তা যথাক্রমে ধান ও আম। 

সমস্যাঃ প্লেনাম ৫০ ডব্লিউ জি যে সমস্যার জন্য ব্যবহার করা হয় তা যথাক্রমে বাদামী ঘাস ফড়িং ও ফড়িং। 

মাত্রাঃ পেগাসাস ৫০ এসসি যে মাত্রায় ব্যবহার করা হয় তা যথাক্রমে ০.৩ কেজি/হেক্টর ও ০.৫ গ্রাম/লিটারপানি।

সক্রিয় উপাদান ফসল সমস্যা মাত্রা
ল্ডায়াফেনথিউরন ধান বাদামী ঘাস ফড়িং ০.৩ কেজি/হেক্টর

আম ফড়িং ০.৫ গ্রাম/লিটার পানি

প্লেনাম ৫০ ডব্লিউ জি কোন ফসলে কি সমস্যার কারণে এবং কত মাত্রায় ব্যবহার করা উচিত তা সবকিছু বলা হয়েছে। আশা করি সবকিছু বুঝতে পেরেছেন।

আরো পড়ুনঃ পেয়ারা খাওয়ার উপকারিতা ও অপকারিতা

৫। ভলিয়মফ্লেক্সি ৩০০ এসসি - Voliam Flexi 300 SC

সিনজেনটা কীটনাশক মূল্য তালিকা 2024 এ পঞ্চম স্থানে যে কীটনাশক রয়েছে সেটা হচ্ছে ভলিয়মফ্লেক্সি ৩০০ এসসি। 

ফসলঃ এই কীটনাশকে সক্রিয় যে উপাদান রয়েছে সেটা হলো ক্লোরানট্রানিলিপ্রোল + থাইম্যাথক্সাম। ভলিয়মফ্লেক্সি ৩০০ এসসি কীটনাশক যে ফসলে ব্যবহার করা হয় তা যথাক্রমে টম্যাটো, বেগুন ও দেশী শিম।

সমস্যাঃ ভলিয়মফ্লেক্সি ৩০০ এসসি যে সমস্যার জন্য ব্যবহার করা হয় তা যথাক্রমে ফল ছিদ্রকারী পোঁকা, ডগা ও ফলছিদ্রকারী পোঁকা ও ফল ছিদ্রকারী পোঁকা।

মাত্রাঃ ভলিয়মফ্লেক্সি ৩০০ এসসি যে মাত্রায় ব্যবহার করা হয় তা যথাক্রমে ০.৫মিলি / লিটার পানি, ০.৫মিলি / লিটার পানি ও ০.৫মিলি / লিটার পানি।

সক্রিয় উপাদান ফসল সমস্যা মাত্রা
ক্লোরানট্রানিলিপ্রোল + থাইম্যাথক্সাম টমেটো ফল ছিদ্র কারী পোঁকা ০.৫মিলি/লিটার পানি

বেগুন ডগা-ফল ছিদ্র পোকা ০.৫মিলি/লিটার পানি

দেশি শিম ফল ছিদ্র পোঁকা ০.৫মিলি/লিটার পানি

ভলিয়মফ্লেক্সি ৩০০ এসসি কোন ফসলে কি সমস্যার কারণে এবং কত মাত্রায় ব্যবহার করা উচিত তা সবকিছু বলা হয়েছে। আশা করি সবকিছু বুঝতে পেরেছেন।

৬। ভারটিমেক ০১৮ ইসি - Vertimec 018 EC

সিনজেনটা কীটনাশক মূল্য তালিকা 2024 এ ছয় নাম্বারে যে কীটনাশক রয়েছে সেটা হচ্ছে ভারটিমেক ০১৮ ইসি।

ফসলঃ এই কীটনাশকে সক্রিয় যে উপাদান রয়েছে সেটা হলো এবামেকটিন। ভারটিমেক ০১৮ ইসি কীটনাশক যে ফসলে ব্যবহার করা হয় তা যথাক্রমে বেগুন, বড়ই, লিচু ও চা 

সমস্যাঃ ভারটিমেক ০১৮ ইসি যে সমস্যার জন্য ব্যবহার করা হয় তা যথাক্রমে লালমাকড়সা, মাকড়, মাকড় ও লালমাকড়। 

মাত্রাঃ ভারটিমেক ০১৮ ইসি যে মাত্রায় ব্যবহার করা হয় তা যথাক্রমে ১.২মিলি / লিটারপানি, ১.২৫মিলি / লিটারপানি, ১.২৫মিলি / লিটারপানি ও ১.২৫লিটারপানি।

সক্রিয় উপাদান ফসল সমস্যা মাত্রা
এবামেকটিন বেগুন লাল মাকড়সা ১.২মিলি / লিটার পানি

বড়ই মাকড় ১.২৫মিলি / লিটার পানি

লিচু মাকড় ১.২৫মিলি / লিটার পানি

চা লালমাকড় ১.২৫ লিটার পানি

ভারটিমেক ০১৮ ইসি কোন ফসলে কি সমস্যার কারণে এবং কত মাত্রায় ব্যবহার করা উচিত তা সবকিছু বলা হয়েছে। আশা করি সবকিছু বুঝতে পেরেছেন।

৭। ভিরতাকো ৪০ ডব্লিউজি - Virtako 40 WG

সিনজেনটা কীটনাশক মূল্য তালিকা 2024 এ সপ্তম নাম্বারে যে কীটনাশক রয়েছে সেটা হচ্ছে ভিরতাকো ৪০ ডব্লিউজি। 

ফসলঃ এই কীটনাশকে সক্রিয় যে উপাদান রয়েছে সেটা হলো ক্লোরানট্রানিলিপ্রোল + থাইম্যাথক্সাম। ভিরতাকো ৪০ ডব্লিউজি কীটনাশক যে ফসলে ব্যবহার করা হয় তা হলো ধান। 

সমস্যাঃ ভিরতাকো ৪০ ডব্লিউজি যে সমস্যার জন্য ব্যবহার করা হয় তা যথাক্রমে হলুদ মাজরা পোঁকা ও লিফ ফোল্ডার। এই দুটি সমস্যা যখন ধানে দেখা দেয় তখন ভিরতাকো ৪০ ডব্লিউজি ব্যবহার করা হয়। 

মাত্রাঃ ভিরতাকো ৪০ ডব্লিউজি যে মাত্রায় ব্যবহার করা হয় তা যথাক্রমে ৭৫ গ্রাম/হেক্টর ও ৭৫ গ্রাম/হেক্টর।

সক্রিয় উপাদান ফসল সমস্যা মাত্রা
ক্লোরানট্রানিলিপ্রোল + থাইম্যাথক্সাম ধান হলুদ মাজরা পোকা ৭৫ গ্রাম/হেক্টর

লিফ ফোল্ডার ৭৫ গ্রাম/হেক্টর

ভিরতাকো ৪০ ডব্লিউজি কোন ফসলে কি সমস্যার কারণে এবং কত মাত্রায় ব্যবহার করা উচিত তা সবকিছু বলা হয়েছে। আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। 

৮। সবিক্রন ৪২৫ ইসি - Shobicron 425 EC

সিনজেনটা কীটনাশক মূল্য তালিকা 2024 এ অষ্টম নাম্বারে যে কীটনাশক রয়েছে সেটা হচ্ছে সবিক্রন ৪২৫ ইসি।

ফসলঃ এই কীটনাশকে সক্রিয় যে উপাদান রয়েছে সেটা হলো প্রোফেনফোস কিউ + সাইপারমেথ্রিন। সবিক্রন ৪২৫ ইসি কীটনাশক যে ফসলে ব্যবহার করা হয় তা যথাক্রমে আম, বেগুন, পেয়ারা, তুলা, তুলা, আম, কলা ও চা এবং করলা। 

সমস্যাঃ সবিক্রন ৪২৫ ইসি যে সমস্যার জন্য ব্যবহার করা হয় তা যথাক্রমে ফল ছিদ্রকারী পোকা, ডগা ও ফলছিদ্রকারী পোকা, সাদামাছি, জাব পোকা ও জ্যাসিড, বলওর্ম, ফড়িং, ফল ছিদ্রকারী পোকা ও ফলেরমাছি। 

মাত্রাঃ সবিক্রন ৪২৫ ইসি যে মাত্রায় ব্যবহার করা হয় তা যথাক্রমে ২.০ মিলি / লিটার পানি, ২.০ মিলি / লিটার পানি, ২.০ মিলি / লিটার পানি, ১.২ মিলি / লিটার পানি, ১.৫ মিলি / লিটার পানি, ১.০ মিলি / লিটার পানি, ২.০ মিলি / লিটার পানি, ২.০ মিলি / লিটার পানি।

সক্রিয় উপাদান ফসল সমস্যা মাত্রা
প্রোফেনফোস কিউ + সাইপারমেথ্রিন আম ফল ছিদ্রকারী পোকা ২.০ মিলি / লিটার পানি

বেগুন ডগা ও ফলছিদ্রকারী পোকা ২.০ মিলি / লিটার পানি

পেয়ারা সাদা মাছি ২.০ মিলি / লিটার পানি

তুলা জাব পোকা ও জ্যাসিড ১.২ মিলি / লিটার পানি

তুলা বলওর্ম ১.৫ মিলি / লিটার পানি

আম ফড়িং ১.০ মিলি / লিটার পানি

কলা ফল ছিদ্রকারী পোকা ২.০ মিলি / লিটার পানি

চা ও করলা ফলের মাছি ২.০ মিলি / লিটার পানি

সবিক্রন ৪২৫ ইসি কোন ফসলে কি সমস্যার কারণে এবং কত মাত্রায় ব্যবহার করা উচিত তা সবকিছু বলা হয়েছে। আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। 

সিনজেনটা কীটনাশক মূল্য তালিকা

সিনজেনটা কীটনাশক মূল্য তালিকা 2022

শেষ কথা - সিনজেনটা কীটনাশক মূল্য তালিকা

আমি এই আর্টিকেলে সিনজেনটা কীটনাশক মূল্য তালিকা 2024 এ সিনজেনটা কোম্পানির যে ৮টি কীটনাশক রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি।

কোন কীটনাশক কোন ফসলে কোন সমস্যার জন্য এবং কত মাত্রায় ব্যবহার করা উচিত না বিস্তারিত আলোচনা করেছি। আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। বুঝতে সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানান আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।

উল্লেখ্যঃ এখানে আলোচনা করা সিনজেনটা কীটনাশক মূল্য তালিকা গুলো একেবারে নিদিষ্ট নয়। দোকান ভেদে অথবা বিভিন্ন সময়ে দাম কমবেশি হতে পারে।

পোষ্ট ক্যাটাগরি:

এখানে আপনার মতামত দিন

0মন্তব্যসমূহ

আপনার মন্তব্য লিখুন (0)