জেন্ডার কি? জেন্ডার কত প্রকার কি কি

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকের আলোচনা পর্বে। আজকের টপিক জেন্ডার কি? জেন্ডার কত প্রকার কি কি? তাই আপনারা যারা Gender কাকে বলে কত প্রকার ও কি কি, জেন্ডারের বৈশিষ্ট্য কি কি ইত্যাদি এ সম্পর্কে জানতে আগ্রহী, তারা আমাদের আজকের নিবন্ধনটি পড়ে ফেলুন। কেননা জেন্ডার কি এবং জেন্ডার এর প্রকারভেদ সম্পর্কে এ টু জেড আলোচনা করতে চলেছি এই মুহূর্তে। তাহলে আসুন শুরু করা যাক।

(toc) #title=(সুচিপত্র)

জেন্ডার কি

জেন্ডার কি?

জেন্ডার একটি ইংরেজী শব্দ, যার বাংলা অর্থ লিঙ্গ। মানে জেন্ডার হচ্ছে এমন একটি শব্দ যেটা লিঙ্গকে নির্ধারণ করে। মূলত যে শব্দ দ্বারা নাউন বা প্রনাউনের পুরুষ অথবা স্ত্রী অথবা এদের উভয়টি কিংবা কোন অচেতন পদার্থকে বোঝায় তাকেই জেন্ডার বলা হয়। যেমন ধরুনঃ ১। ছেলে ২। মেয়ে ৩। বাবা ৪। মা ৫। শিক্ষার্থী ৬। শিশু ৭। বই ৮। চেয়ার, টেবিলসহ প্রভৃতি।

তবে অনেকেই ধারণা করেন- জেন্ডার অর্থাৎ লিঙ্গ ভেদে ওপরে উল্লেখিত ছেলে-মেয়ে, বাবা মা হলেন জেন্ডার পারসন। তবে এ সম্পর্কে সঠিক বিষয় জানতে হলে পড়তে হবে জেন্ডার কত প্রকার ও কি কি! কেননা আপনি জেন্ডার এর প্রকারভেদ সম্পর্কে অবগত হতে পারলে আপনার আশেপাশে থাকা ব্যক্তি বস্তুকে আপনি জেন্ডারের ওই প্রকারভেদ এর সাথে তুলনা করতে পারবেন। তাহলে আসুন জেন্ডার কত প্রকার ও কি কি সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

আরো পড়ুনঃ এড দেখে টাকা ইনকাম করার ওয়েবসাইট | টাকা আয়ের সহজ উপায়

জেন্ডার কত প্রকার কি কি?

জেন্ডার সাধারণত চার প্রকার। সেগুলো হলোঃ 1. Masculine Gender (পুং লিঙ্গ) 2. Feminine Gender (স্ত্রী লিঙ্গ) 3. Neuter Gender (ক্লীব লিঙ্গ) 4, Common Gender (উভয় লিঙ্গ)

Masculine Gender | পুং লিঙ্গ বলতে কি বোঝায়?

যে Noun অথবা Pronoun সর্বদা পুরুষবাচক শব্দ বোঝায় তাকে পুংলিঙ্গ অথবা Masculine Gender বলা হয়। উদাহরণস্বরূপঃ ১। বাবা ২। ছেলে ৩। বয়ফ্রেন্ড ৪। বাঘ ৫। সিংহসহ প্রভৃতি।

Feminine Gender | স্ত্রী লিঙ্গ বলতে কি বোঝায়?

যে Noun অথবা Pronoun সর্বদা স্ত্রীবাচক শব্দ বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ অথবা Feminine Gender বলা হয়। উদাহরণস্বরূপঃ ১। মা ২। মেয়ে ৩। গার্লফ্রেন্ড ৪। বাঘী ৫। সিংহীসহ প্রভৃতি।

Neuter Gender | ক্লীব লিঙ্গ বলতে কি বোঝায়?

যে Noun সর্বদা কোন জড় বস্তুকে বোঝায় যার কোন পুরুষ বা স্ত্রী অবস্থা কোনটাই নেই তাকে ক্লীব লিঙ্গ অথবা Neuter Gender বলা হয়। উদাহরণস্বরূপঃ ১। বই ২। কম্পিউটার ৩। মোবাইল ফোন ৪। চেয়ার ৫। টেবিল ৬। বিভিন্ন আসবাবপত্র সহ প্রভৃতি।

Common Gender | উভয় লিঙ্গ বলতে কি বোঝায়?

যে Noun অথবা Pronoun সর্বদা কোন প্রাণীকে পুরুষ এবং স্ত্রী যেকোনো অবস্থাতেই নির্দেশ করে সেই সকল শব্দকে উভয়লিঙ্গ অথবা Common Gender বলা হয়। উদাহরণস্বরূপঃ ১। শিক্ষক ২। শিশু ৩। ওরা ৪। ওদের ৫। তারা ৬। তাদের সহ প্রভৃতি

আরো পড়ুনঃ মোহরানা ও কাবিন এর মধ্যে পার্থক্য

জেন্ডার পরিবর্তনের নিয়ম ও উদাহরণ

আপনি যদি জেন্ডার পরিবর্তন করতে চান এবং জেন্ডার এর মধ্যে পরিবর্তনে কি কি নিয়ম থেকে থাকে সে সম্পর্কে অবগত হতে চান তাহলে নিচের চার্টটি মনোযোগ সহকারে পড়ে ফেলুন। কেননা এ পর্যায়ে আমরা উদাহরণ হিসেবে বেশ কিছু ডিফারেন্ট শব্দ সাজেস্ট করব, যেগুলো দেখলে আপনি সহজেই জেন্ডার এর পার্থক্য করতে পারবেন এবং জেন্ডার পরিবর্তনে কি নিয়ম রয়েছে সে সম্পর্কেও জ্ঞানলাভ করতে সক্ষম হবে। 

বিঃদ্রঃ নিচের বক্সটি মোবাইল থেকে পরিপুর্ণ ভাবে দেখার জন্য ডেস্কটপ মোড (Desktop Mode) করে নিবেন। 

Masculine Gender Feminine Gender Masculine Gender Feminine Gender
Heir Heiress Stallion Mare
Hero Heroine Monk Nun
Hart Roe Abbot Abbess
Boy Girl Actor Actress
Husband Wife Administrator Administratrix
Man Woman Buck Doe
Dog Bitch Brother Sister
Bull Cow Bachelor Maid/Spinster
Drone Bee Boar Sow
Gentleman Lady Lad Lass
Giant Giantess Nephew Niece
Gander Goose king Queen
Fox Vixen Jackass She-ass
Father Mother Jew Jewess
Enchanter Enchantress Instructor Instructress
Executor Executrix Inspector Inspectress
Emperor Empress Count Countess
Drake Duck Czar Czarina
Don Dona/Donna Comedian Comedienne
Deer Doe Conductor Conductress
Doctor Doctress Colt Filly
Director Directress Bridegroom Bride
Cock Hen Bullock Heifer
God Goddess Ox Cow
Poet Poetess Prosecutor Prosecutrix
Proprietor Proprietrix Seamster Seamstress

আরো পড়ুনঃ ব্রেস্ট ক্যান্সার স্টেজ ২ বাচার হার কত দিন

আলোচনার এ পর্যায়ে আমরা জেন্ডার পরিবর্তনের কিছু নিয়ম তুলে ধরবো। 

নিয়ম-১ঃ কিছু Masculine noun-কে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে Feminine gender করা হয়। যেমন ধরুনঃ 

1. Man-Woman

2. Male-Female

3. Sir-Madam

4. Tailor-Seamstress

5. Bull-Cow

নিয়ম-২ঃ কিছু Masculine noun-এর শেষের vowel তুলে সে স্থানে “ess” যোগ করে Feminine gender করা হয়। যেমন ধরুনঃ 

1. Tiger-Tigress

2. Director-Directress

3. Actor-Actress

4. Songster-Songstress

5. Benefactor-Benefactress etc.

নিয়ম-৩ঃ কিছু Masculine noun-এর শেষে “ess” যোগ করে Feminine gender করা হয়। যেমন ধরুনঃ

1. Author-Authoress

2. Host-Hostess

3. Jew-Jewess

4. Manager-Manageress

5. Priest-Priestess

নিয়ম-৪ঃ কিছু Masculine noun-কে Feminine gender করা হয় এর শেষে a, ine এবং ix যোগ করে। যেমন ধরুনঃ

1. Hero-Heroine

2. Prosecutor-Prosecutrix

3. Proprietor-Proprietrix

4. Don-Dona

5. Signor-Signora

নিয়ম-৫ঃ Compound noun-এর দ্বিতীয় noun-টিকে Feminine করে এর gender পরিবর্তন করা হয়। যেমন ধরুনঃ

1. Landlord-Landlady

2. Step-brother-Step-sister

3. Peacock-Peahen

4. Fisherman-Fisherwoman

5. Great-uncle-Great-aunt

নিয়ম-৬ঃ Compound noun-এর পুরুষবোধক অংশকে Feminine করে এর gender পরিবর্তন করা হয়। যেমন ধরুনঃ

1. Bull-calf=Cow-calf

2. Male-child=Female-child

3. Son-in-law=Daughter-in-law

4. Mankind=Womankind

5. Boy-baby=Girl-baby

নিয়ম-৭ঃ কিছু noun সবসময় feminine হিসেবে গণ্য করা হয়। যেমন ধরুনঃ 

1. virgin

2. Nurse

3. Shrew

নিয়ম-৮ঃ কিছু noun সবসময় masculine হিসেবে ব্যবহৃত হয়। যেমন ধরুনঃ 

1. person

2. chairman

3. Captain etc.

তবে হ্যাঁ, রাষ্ট্র বিজ্ঞানের ভাষায়- সামাজিক সাংস্কৃতিক ও মনস্কাত্ত্বিক দিক থেকে একটি সমাজের নারী পুরুষের প্রত্যাশিত ভূমিকা ও আচরণকে জেন্ডার বলে সম্বোধন করা হয়। আমরা মূলত আর্টিকেলের এ পর্যন্ত আলোচনা করেছি জেন্ডার শব্দের অর্থ এবং তার প্রকারভেদ সম্পর্কে।

তবে রাষ্ট্রীয় দিক বিবেচনা করে আপনি যদি জেন্ডার বলতে কী বোঝায় এমন প্রশ্ন করে থাকেন তাহলে আপনার প্রশ্নের উত্তর হবে- সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে সমাজের নারী পুরুষ উভয়ের আচরণ বা ভূমিকাই হচ্ছে জেন্ডার। কেননা জেন্ডার নারী এবং পুরুষের সামাজিক পরিচয়।

একটি মানুষের সে-ক্স একটি হলেও জেন্ডার সর্বদা ভিন্ন হয়ে থাকে। মূলত নিম্ন বর্ণিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জেন্ডার ভিন্ন ভিন্ন হয়। যথা; 

১। নারী বা পুরুষের আচরণ

২। পোশাক পরিচ্ছদ

৩। মানসিক গঠন ইত্যাদি ইত্যাদি।

আর এই দিক বিবেচনা করে জেন্ডার মূলত বিভিন্ন ধরনের হয়ে থাকে। সেগুলো হলোঃ 

১। নন-বাইনারি

২। জেন্ডার নিউট্রাল ইত্যাদি ইত্যাদি।

বলা যায়, জেন্ডার হচ্ছে সামাজিক সাংস্কৃতিক এবং মানব সৃষ্ট একটি প্রক্রিয়া। যেটা সর্বদা নির্দেশ করে পুরুষালি ও মেয়েলি চরিত্র, আচরণিক ধরন, ভূমিকা, দায়িত্ব ইত্যাদি। তাছাড়াও জেন্ডার পরিবর্তনশীল এটি একসময় থেকে অন্য সময়ে এক সংস্কৃতি থেকে অন্য সংস্কৃতিতে এমনকি একটি পরিবার থেকে অন্য পরিবারের স্থানান্তরিত বা পরিবর্তনশীল হতে পারে। আর এই জেন্ডার কে ঐচ্ছিকভাবে পরিবর্তন করা সম্ভব এবং এটা সংস্কৃতিক ও সামাজিকভাবে নির্ধারিত। 

পরিশেষে: তোর সুপ্রিয় পাঠক বন্ধুরা, জেন্ডার কি - জেন্ডার কত প্রকার কি কি এ সম্পর্কিত আলোচনার ইতি এখানেই টানছি। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোষ্ট ক্যাটাগরি: