মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যার

মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যার – অতিরিক্ত মোবাইল ব্যবহার করলে মোবাইল গরম হয়ে যাওয়ার সমস্যা বর্তমানে সবচেয়ে বেশি। স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার ফলে দ্রুত কাজ করতে পারে না। মোবাইলের বিভিন্ন সমস্যার জন্য দায়ী হলো ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া। 

মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যার
এই পোষ্টে যা যা থাকছে

প্রিয় পাঠক আপনি কি মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যার গুলো খুজছেন? তাহলে আজকের আর্টিকেল টি আপনার জন্য। আজকের আর্টিকেলে জানাবো মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাওয়া থেকে কিভাবে রক্ষা করবেন।

মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যার

মোবাইল গরম হয়ে যাওয়ার অনেক গুলো কারণ থাকতে পারে। আপনি যদি অধিক সময় ধরে ইন্টারনেট ব্রাউজিং অথবা গেম খেলে থাকেন তাহলে স্বাভাবিক ভাবেই আপনার ফোনটি অনেক গরম হয়ে যাবে।

তবে, অনেক সময় দেখা যায় কোনো প্রকার মোবাইল ব্যবহার করা ছাড়া ফোন অতিরিক্ত গরম হয়ে যায়। আপনার ফোন আপনি ব্যবহার না করলে ও ব্যাকগ্রাউন্ডে কিছু সফটওয়্যার অটোম্যাটিক চলতে থাকে। যার কারণে প্রসেসর ও র‍্যাম এর উপর চাপ পরে ও ফোন গরম হওয়া শুরু করে।

এ ধরণের সমস্যা থেকে মোবাইলকে মুক্ত রাখার জন্য মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যার ব্যবহার করতে পারেন। গুগল প্লে স্টোরে প্রচুর পরিমাণে মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যার পাওয়া গেলেও তার মধ্যে সেরা কয়েকটি সফটওয়্যার এর তালিকা নিচে প্রদান করলামঃ

1. CPU Monitor - Phone Cleaner - মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যার

মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যার গুলোর মধ্যে আমাদের প্রথম যে সফটওয়্যারটি আছে এটা মাত্র ৩ মেগাবাইটের ছোট একটি সফটওয়্যার। এটা আপনারা যেকোনো ফোনে ব্যবহার করে ফোনের স্পিড বাড়াতে পারবেন। মোবাইল ঠান্ডা রাখার জন্য বিশেষ ভাবে কাজ করে। 

CPU Monitor মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যার টির বৈশিষ্ট্যঃ ১। মোবাইলের জাংক ফাইল গুলো পরিস্কার করে ২। ব্যাটারি ভোল্টেজ, চার্জিং স্পিড ইত্যাদি দেখা যায় ৩। অ্যাপটি ব্যাবহার করে সিপিউ কার্যক্ষমতা দেখা যাবে 

৪। মোবাইল গরম কেমন হচ্ছে সেটা দেখা যাবে ৫। ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপগুলি বন্ধ করতে পারবেন। সফটওয়্যারটি আপনারা গুগল প্লেস্টোর এর মাধ্যমে ফ্রিতে ইন্সটল করে নিতে পারবেন। প্লে স্টোর লিংক – CPU Monitor

আরো পড়ুনঃ সিম কার নামে নিবন্ধন করা - সিম কার নামে দেখার নিয়ম

2. CPU Master – মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যার

মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যার তালিকায় CPU Master সেরা একটি সফটওয়্যার। মোবাইলের অতিরিক্ত ক্যাচি ফাইল গুলো খুজে সহজেই সেগুলো রিমুভ করে দিতে পারে। মোবাইলের স্ট্রোরেজ যদি খালি না থাকে তাহলে ফোন দূর্বল হয়ে গরম হতে থাকে। মোবাইল ঠান্ডা রাখার জন্য মাত্র ১৫ মেগাবাইটের এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।

CPU Master মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যারটির বৈশিষ্ট্যঃ মোবাইলের যাবতীয় সকল তথ্য দেখতে পারবেন। ব্যাটারি সক্রান্ত তথ্য দেখতে পারবেন। অ্যাপটি ব্যবহার করে ব্যাটারি অপ্টিমাইজ করতে পারবেন। সিপিউ ইনফরমেশন পাওয়া যাবে। 

সকল অ্যাপলিকেশন কন্ট্রোল করতে পারবেন। চার্জিং হিস্টরি দেখা যাবে। গেম স্পিড বুস্ট করার জন্য গেম বক্স রয়েছে। CPU Master সফটওয়্যার ব্যবহার করে আপনার ফোনকে একদম পরিস্কার ও স্পিড বাড়িয়ে নিতে পারবেন। প্লে স্টোর লিংক – CPU Master.

3. Super Cleaner – মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যার

মোবাইল ঠান্ডা রাখার জন্য মাত্র ৪ মেগাবাইটের এই সফটওয়্যারটি অনেক বেশি কার্যকরী। নিয়মিত মোবাইল ব্যবহার করলে মোবাইলের মধ্যে কিছু টেম্পরারি ফাইল তৈরি হয়ে যায়। যা ফোনে দীর্ঘদিনের জন্য থাকলে ফোন কে অনেক বেশি স্লো করে দেয়। এসব ফাইল গুলো সহজে রিমুভ করতে পারে এই সফটওয়্যারটি।

Super Cleaner মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যারটির বৈশিষ্ট্যঃ অ্যাপটি মোবাইলে থাকা টেম্পরারি ফাইল দূর করে দেয়। মোবাইলের ক্যাচ ফাইল গুলো রিমুভ করে। ফোনের প্রসেসর পরিস্কার করে যার ফলে মোবাইল গরম হবে না। 

মোবাইলের র‍্যাম বুস্টিং করতে পারে। আপনি যদি আপনার মোবাইলকে অতিরিক্ত গরম হওয়া থেকে সুরক্ষা করতে চান তাহলে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। প্লে স্টোর লিংক – Super Cleaner.

আরো পড়ুনঃ মোবাইল নাম্বার ট্র্যাকিং সফটওয়্যার

4. Avast Cleanup – মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যার

মোবাইল ঠান্ডা রাখার জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। প্লে স্টোর থেকে প্রায় ৫০ মিলিয়ন মানুষ ফোন ঠান্ডা রাখার জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকেন। মাত্র ১৬ মেগাবাইটের এই সফটওয়্যারটি দিয়ে আপনি মোবাইল ঠান্ডা রাখার পাশাপাশি মোবাইলের গতি বাড়িয়ে নিতে পারবেন।

Avast Cleanup মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যারটির বৈশিষ্ট্যঃ ১। স্টোরেজ স্ক্যান করে জাংক ফাইল গুলো সনাক্ত করে দিতে পারে ২। মোবাইলের সকল ক্যাচ ফাইল গুলো রিমুভ করতে পারে ৩। প্রসেসর এর উপর অতিরিক্ত চাপ পরে এমন সফটওয়্যার গুলো থামাতে পারে ৪। ব্যাকরাউন্ডে যে সকল সফটওয়্যার চলে সেগুলো আপনি মন মতো কন্ট্রোল করতে পারবেন 

৫। যে গেম ও অ্যাপ গুলো আপনি ব্যবহার করেন না সেগুলো সনাক্ত করে দিবে ৬। বড় ধরণের মিডিয়া ফাইল গুলো সনাক্ত করবে। মোবাইল ঠান্ডা রাখার এই সফটওয়্যারটি দিয়ে আপনি আপনার স্লো ও গরম হওয়া ফোনকে অনেক টা ভালো রাখতে পারবেন। প্লে স্টোর লিংক – Avast Cleanup.

6. AVG Cleaner – মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যার

মোবাইলের গতি বৃদ্ধি ও মোবাইল ঠান্ডা রাখার জন্য প্লে স্টোরে ৫০ মিলিয়ন এর অধিক মানুষ এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকে। মাত্র ১৬ মেগাবাইটের এই সফটওয়্যারে রয়েছে অনেক গুলো ফিচার। যা আপনার স্লো ফোনের জন্য সবচেয়ে ভালো হবে।

AVG Cleaner মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যারটির বৈশিষ্ট্যঃ ১। আপডেট করা অ্যাপ গুলো আন ইন্সটল করে দিবে যদি আপনি সেটা ব্যবহার না করেন ২। জাংক ফাইল ডিলিট করে দিয়ে ফোনের স্টোরেজ বৃদ্ধি করবে ৩। মোবাইলের সিস্টেন এর সকল তথ্য গুলো দেখতে পারবেন।

৪। স্মার্ট ফাইল ম্যানেজার রয়েছে যেখান থেকে আপনি স্টোরেজ নিয়মিত স্ক্যান করতে পারবেন। যে অ্যাপ গুলো অতিরিক্ত যায়গা দখল করে ফোন গরম করে দেয় সেগুলো ফ্রিজ করে রাখতে পারবেন। এছাড়াও ফোন কে আরো দ্রুত গতি সম্পন্ন করতে চাইলে এই মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যারটি ব্যবহার করে দেখতে পারেন। প্লে স্টোর লিংক – AVG Cleaner.

আরো পড়ুনঃ ভালো স্মার্টফোন চেনার উপায় - ভালো মোবাইল চেনার উপায়

মোবাইল গরম না হওয়ার উপায় - মোবাইল ঠান্ডা রাখার উপায়

মোবাইল গরম হওয়ার অনেক গুলো কারণ রয়েছে। আপনার মোবাইল ঠিক কি কারণে গরম হয় এটা সবার আগে সনাক্ত করতে হবে। যদি আপনার ফোন অল্প সময় ব্যবহার করলে গরম হয়ে যায় তাহলে নিচে দেয়া কাজ গুলো করতে পারেনঃ

১। মাল্টিটাস্কিং করবেন নাঃ আপনার মোবাইলের র‍্যামের পরিমান যদি কম হয়ে থাকে তাহলে এক সাথে অনেক গুলো অ্যাপ ওপেন করে রাখবেন না। এতে আপনার ফোনের উপরে অনেক বেশি চাপ সৃষ্টি হয়।

২। বার বার চার্জ দিবেন নাঃ আমাদের অনেকের একটি অভ্যাস হলো মোবাইল ফোন চার্জে দেয়া অবস্থায় ব্যবহার করা। মোবাইল যখন চার্জ অবস্থায় থাকবে তখন প্রয়োজন ছাড়া ব্যবহার করবেন না। বার বার অল্প চার্জ না দিয়ে যখন চার্জ দিবেন একবারে সম্পূর্ণ চার্জ করে নিবেন।

৩। অতিরিক্ত অ্যাপ আনইন্সটল করুনঃ আপনার যে অ্যাপ গুলো প্রতিদিন প্রয়োজন পরে সেগুলো রেখে বাকি অ্যাপ গুলো মোবাইল থেকে ডিলিট করে দিবেন। যা আমরা উপরে মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যার তালিকায় দিয়েছি সেগুলো দিয়ে সহজে করতে পারবেন।

৪। অতিরিক্ত ফোন ব্যবহার করবেন নাঃ অতিরিক্ত ফোন ব্যবহার করলে ফোনের প্রসেসর গরম হয়ে আপনার ফোনটি ব্লাস্ট ও হতে পারে। তাই চেষ্টা করুন কিছুক্ষন পর পর ফোনটি ঠান্ডা স্থানে রাখার।

শেষ কথা – মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যার

মোবাইল ঠান্ডা রাখা শুধু মোবাইলের সুরক্ষার জন্য নয় বরং নিজেকে সুরক্ষ রাখার জন্য মোবাইল গরম হওয়া থেকে রক্ষা করুন। প্রতি বছর বিশ্বে প্রচুর মানুষ মোবাইলের বিস্ফোরনের কারনে আহত বা মারা যায়। মোবাইল ব্যবহারে আরো বেশি যত্নবান হওয়া প্রয়োজন আমাদের সকলের। আমাদের আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

Next Post Previous Post