গলা ব্যথার ঔষধ নাম - গলা ব্যাথার ঔষধের নাম

গলা ব্যাথার ঔষধের নাম

গলা ব্যথার ঔষধের নাম ও দাম সম্পর্কে যারা খুঁটিনাটি জানতে চান তাদেরকে আজকের আলোচনা পর্বে জানাই স্বাগতম। বিভিন্ন কারণে সাধারণত গলা ব্যথার সমস্যা দেখা দেয়। সেসময় নিশ্চয়ই আপনি সবার প্রথমে এটা ভাবেন যে গলা ব্যথা সমাধানের উপায় কি এবং গলা ব্যথার ঔষধের নাম কি!

এ কারণেই আজ আমরা গলা ব্যাথার ঔষধ নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি গলা ব্যথার হোমিও ঔষধ, গলা ব্যথার ট্যাবলেট ঔষধ, গলা ব্যথার সিরাপ ঔষধ ও সবচেয়ে ভালো কার্যকরী গলা ব্যাথার ঔষধের নাম গুলো জানাবো। তাহলে আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

(toc) #title=(সূচিপত্র)

গলা ব্যাথার কারণ - গলা ব্যথা কেন হয়

গলা ব্যাথা এক বা একাধিক কারণে হতে পারে। গলা ব্যাথা হওয়ার উল্লেখযোগ্য কারণগুলি হল:

  • এলার্জি
  • আঘাতের কারণে
  • টিউমার
  • সর্দি ফ্লু বা ভাইরাল ইনফেকশন
  • ব্যাকটেরিয়াল ইনফেকশন
  • ধোয়া ও কেমিক্যাল
  • গরম ও শুষ্ক বাতাস

সকাল বেলা ঘুম থেকে উঠার পর গলা ব্যাথা অনুভূত হতে পারে। এটির প্রধান কারণ হল সারারাত পানি না পান করার কারণে গলার শুষ্ক বা শুকনা হয়ে যায়। যার ফলে গলা ব্যাথার মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও যাদের রাতে নাক ডাকার অভ্যাস রয়েছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে সকাল বেলা গলা ব্যাথা হতে পারে।

আবার রাতে ঘুমানোর পূর্বে ঠান্ডা কিছু খাওয়ার কারনে টনসিল ইনফেকশন এর ফলে গলা ব্যাথা হতে পারে। মূলত এসকল সাধারণ কারণেই গলা ব্যাথা সমস্যা দেখা দেয়। কিন্ত কিছু কিছু ক্ষেত্রে সমস্যা গুরুতর হতে দেখা যায়। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে শরণাপন্ন হতে হবে।

আরো পড়ুন: পাইলস থেকে চিরতরে মুক্তির উপায়

গলা ব্যাথার ঔষধের নাম

গলা ব্যথার জন্য সাধারণত সবচেয়ে বেশি “ই-ফিক্স” নামক ট্যাবলেট ওষুধটি সেবন করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। তবে এর বাইরেও আরো বেশ কিছু মেডিসিন রয়েছে, যেগুলো গলা ব্যথার ওষুধ হিসেবে সেবন করা হয়। যথা:

  • স্টেপসিল ট্যাবলেট
  • সুয়ালেক্স ট্যাবলেট
  • রোলাক ট্যাবলেট
  • ট্রাইডোসিল ট্যাবলেট
  • মক্সাসিল ট্যাবলেট
  • নাপা এক্সটেন্ড ট্যাবলেট
  • ডক্সিন ক্যাপসুল
  • ডক্সিসাইক্লিন সহ প্রভৃতি।

সাধারণত ঢোক গিলতে গিয়ে যাদের গলা ব্যথা করে তাদের জন্য কার্যকরী ঔষধ হচ্ছে এগুলো। এছাড়াও আরো কিছু অ্যান্টিবায়োটিক এবং হোমিওপ্যাথি ওষুধ রয়েছে। তার আগে আরো জেনে নিন সাধারণত কোন মেডিসিন গুলো ব্যথার ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। কেননা মাঝেমধ্যে শুধুমাত্র ব্যথার ওষুধও গলা ব্যথার ওষুধ হিসেবে খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

ঢোক গিলতে গলা ব্যথার ওষুধ নাম

ঢোক গিলতে গলা ব্যথা হলে কিছু ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে অনেক সময় ভালো ফল পাওয়া যায়। কিন্তু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করে যদি কাজ না হয় তবে কিছু কিছু সময় ঔষধ সেবনের প্রয়োজন হয়। চলুন জেনে নেই ঢোক গিলতে গলা ব্যাথার ঔষধের নাম এবং দাম কেমন:

ঔষধের নাম পিস মূল্য মিঃগ্রা
নাপা (Napa) ১০টি ১০ টাকা ৫০০ মিঃগ্রা
নাপা এক্সটেন্ড (Napa Extend) ১২টি ২৪ টাকা ৬৬৫ মিঃগ্রা
রোলাক (Rolac) ১৪টি ১৬৮ টাকা ১০ মিঃগ্রা
ডক্সিক্যাপ (Doxicap) ১০টি ২.২০ টাকা প্রতিটি ট্যাবলেটের মূল্য ১০০ মিঃগ্রা
ই ফিক্স (E Fix) ১০টি ৫ টাকা প্রতিটি ট্যাবলেটের মূল্য ১০০ মিঃগ্রা
জিরোডল (Zerodol) ১০টি ১০ টাকা ১০০ মিঃগ্রা
ট্রাইডোসিল (Tridosil) ৩টি ১০৫ টাকা ৫০০ মিঃগ্রা
Moxacil ১০টি ৭৫ টাকা ৫০০ মিঃগ্রা
জিম্যাক্স (Zimax) প্রতি পিস ৪০ টকা ৫০০ মিঃগ্রা

সর্দি ও গলা ব্যথার ঔষধ

সর্দি ও গলা ব্যথার ১০ টি ওষুধের নাম:

সর্দি ও গলা ব্যথার ঔষধ পিস মূল্য মিলিগ্রাম
হিস্টাসিন (Histacin) ১০টি ৫ টাকা ৪ মিলিগ্রাম
ফেক্সো (Fexo) ১০টি ৯০ টাকা ১২০ মিলিগ্রাম
ডেসলর (Deslor) ১০টি ৫০ টাকা ৫ মিলিগ্রাম
নিওসিলর (NeoCilor) ১০টি ২৫ টাকা ৫ মিলিগ্রাম
ফ্লামেক্স (Flamex) ১০টি ১৪ টাকা ৪০০ মিলিগ্রাম
নাপা এক্সটেন্ড (Napa Extend) ১২টি ২৪ টাকা ৬৬৫ মিলিগ্রাম

টনসিল এর ঔষধ

গলা ব্যাথার মতো টনসিল সমস্যায় ব্যাথা হলেও প্রথমত ঘরোয়া পদ্ধতি অনুসরণ করে তা কমানোর চেষ্টা করা উচিত। যদি ঘরোয়া পদ্ধতি অনুসরণ করে কাজ না হয় তবে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে হবে। নিম্নে টনসিলের ঔষধ এর নাম দেয়া হলো:

  • রফিউক্লাভ (Rofuclav)
  • Tridosil 500 mg

ব্যথার ওষুধের নাম | ব্যথা উপশমের ঔষধ

ব্যথার ওষুধ হিসেবে মূলত নিম্ন বর্ণিত ঔষধ গুলো খাওয়া যেতে পারে। আলোচনার এ পর্যায়ে আমরা ওষুধের নাম এবং মূল্য উভয়ই উল্লেখ করছি। সেই সাথে আর্টিকেলের পরবর্তী অংশে আরো জানাচ্ছি গলা ব্যথার ঔষধ এবং গলা ব্যথা ঠিক হওয়ার কার্যকরী উপায় সমূহ সম্পর্কে বিস্তারিত।

সেরা ব্যথার উপশমের ঔষধ

  • নাপা - যার বাজার মূল্য মাত্র ১০ টাকা পাতা 
  • নাপা এক্সটেন্ড - যার বাজার মূল্য মাত্র ২৪ টাকা পাতা 
  • জিম্যাক্স - যার বাজার মূল্য মাত্র ৩৫ টাকা (প্রতি ট্যাবলেটে)
  • টিডসিল - যার বাজার মূল্য ১২৫ টাকা পাতা
  • মকশাশীল - যার বাজার মূল্য ১২৫ টাকা পাতা
  • ই ফিক্স - যার বাজার মূল্য প্রতি ট্যাবলেট মাত্র ৫ টাকা
  • জিরোডল পি - যার বাজার মূল্য ১০ টাকা পাতা
  • ডক্সিক্যাপ - যার বাজার মূল্য ২.২০ টাকা প্রতি ট্যাবলেটে
  • শোয়ালেক্স - যার বাজার মূল্য মাত্র ১৭ টাকা পাতা

আরো পড়ুন: হোমিওপ্যাথি ওষুধের নাম ও কাজ

E Fix গলা ব্যথার ওষুধের বিকল্প

অনেকেই রয়েছেন যারা ই ফিক্স ১০০ মিলিগ্রাম ট্যাবলেট ওষুধের বিকল্প হিসেবে অন্য কোন ট্যাবলেট রয়েছে কিনা এ ব্যাপারে জানতে চান। আমরা মূলত গলা ব্যথার ওষুধের নাম হিসেবে ইতোমধ্যে ইফিক্স ওষুধটির নাম সাজেস্ট করেছি। কেননা এই ঔষধ সাধারণত গলা ব্যথার ওষুধ হিসেবে খাওয়া হয়ে থাকে। এক কথায় E Fix একটি ব্যথা নাশক ঔষধের নাম।

মূলত ই ফিক্স ১০০ মিলিগ্রাম ওষুধের বিকল্প হিসেবে আরো চার চারটি ঔষধ রয়েছে। সেগুলো হলো:

  • র‍্যাক্সিম O ১০০ এম জি ট্যাবলেট (Raxim O 100 MG Tablet)
  • সেফিনার ১০০ এম জি ট্যাবলেট (Cefinar 100 MG Tablet)
  • ক্লাফোরেন ও ১০০ এম জি ট্যাবলেট (Claforan O 100 MG Tablet)
  • পেডিক্সিম ১০০ এম জি ট্যাবলেট (Pedixim 100 MG Tablet)

গলা ব্যথার এন্টিবায়োটিক ঔষধ

ইতোমধ্যে আমরা গলা ব্যথার ওষুধ হিসেবে বেশ কয়েকটি ওষুধের নাম সাজেস্ট করেছি, যেগুলো চিকিৎসকরা সাধারণত খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন। উল্লেখিত ঐ সকল ঔষধের মধ্যে কিছু রয়েছে অ্যান্টিবায়োটিক ঔষধ। যেমন:

  • ডক্সিন
  • ডেস্কট্রিম
  • ডক্সিসাইক্লিন

গলা ব্যথার হোমিও ঔষধের নাম

ইতোমধ্যে আমরা অ্যান্টিবায়োটিক ঔষধের নাম সাজেস্ট করেছি। যারা গলা ব্যথার হোমিও ঔষধের নাম জানতে চান তাদের জন্য আর্টিকেলের এই অংশ। সাধারণত গলা ব্যথার জন্য হোমিও ঔষধ হিসেবে দেওয়া হয়ে থাকে:

  • আর্সেনিকাম অ্যালবাম
  • ক্যালি বাইক্রোমিকাম
  • এলিয়াম সেপা 
  • সেরাম ফাসফোরিকাম
  • একোনাইট সহ প্রকৃতি।

তবে এই ওষুধগুলো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরবর্তীতে সেবন করতে ভুলবেন না। মনে রাখবেন প্রত্যেকটি ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থেকে থাকে। তাই সুস্থ ও সুন্দর জীবন লাভের আশায় অবশ্যই সঠিক ঔষধ সেবন করুন এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে পরিমাণ মতো সঠিক সময়ে ঔষধ খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। কেননা সঠিক সময় সঠিক চিকিৎসা যেকোনো রোগের উপশম ঘটাতে পারে। আরো পড়ুন: ঘুমের ওষুধের নাম ও দাম

গলা ব্যথার ওষুধের দাম কত ?

ইতোমধ্যে আমরা বেশ কয়েকটি ওষুধের মূল্য উল্লেখ করেছি। তবে আপনি যদি প্রত্যেকটি ওষুধের মূল্য জানতে চান তাহলে বলবো গলা ব্যথার ঔষধের দাম সর্বনিম্ন ৭ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩৫ টাকা প্রতি ট্যাবলেট এর ক্ষেত্রে। অতএব আপনি এই মূল্যের মধ্যে গলা ব্যথার ওষুধ সংগ্রহ করতে পারবেন যেকোনো ফার্মেসির দোকান থেকে। আর হ্যাঁ আপনি যদি স্বাস্থ্য সম্পর্কিত আরো পোস্ট করতে চান তাহলে সরাসরি ক্লিক করতে পারেন আমাদের সাজেস্টক কৃত লিংকে।

আরো পড়ুন: মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম | মাথা ব্যথার ওষুধ

গলা ব্যথার ওষুধ | গলা ব্যথা হলে করণীয়

গলা ব্যথা হলে করণীয় কাজ হিসেবে কি কি করবেন এটা জানার আগ্রহ কমবেশি সবারই রয়েছে। আপনার প্রশ্ন যদি এটা হয় যে, গলা ব্যথা হলে করণীয় কাজ কি? সে ক্ষেত্রে বলবো গলা ব্যথার বিভিন্ন উপসর্গ সম্পর্কে জানুন অতঃপর সমস্যাটা জানার পরবর্তীতে করণীয় কাজগুলো করার সিদ্ধান্ত নিন। মূলত গলা ব্যথা যদি প্রাথমিক পর্যায়ে থাকে এবং এটি খুবই সামান্য কারণে হয়ে থাকে সে ক্ষেত্রে নিম্ন বর্ণিত বিষয়গুলো মেনে চললে খুব দ্রুত গলার ব্যথা সেরে যাবে। যথা:

  • অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়ার পরিবর্তে হালকা কুসুম গরম পানি খাওয়া
  • তুলসী পাতার চা অথবা তুলসী পাতা চিবিয়ে খাওয়া
  • প্রতিদিন দুই থেকে তিনবার লবঙ্গ চা খাওয়া
  • মাঝেমধ্যে কাঁচা হলুদের চা বানিয়ে খাওয়া
  • নিয়মিত মধু খাওয়া এবং অ্যাপেল সাইডার ভিনেগার পানির সঙ্গে মিশিয়ে পান করা।

এর পাশাপাশি আরও যে সকল কাজ করা জরুরী সেগুলো হলো:

  • যদি ঠান্ডা লাগার কারণে গলা ব্যথা হয় অথবা গলা ব্যথা হওয়ার পরবর্তীতে অতিরিক্ত ঠান্ডা আবহাওয়া পরে সেক্ষেত্রে গলা তোয়ালে দিয়ে জড়িয়ে রাখা
  • শরীরের জন্য পর্যাপ্ত পানি পান করা
  • স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে চিকিৎসকের পরামর্শ নেওয়া
  • গরম পানিতে এক থেকে দুই চামচ মধু মিশিয়ে পান করা
  • গরম পানি গরম জাম মধু ও গরম পানিতে লেবু মিশিয়ে খাওয়া সহ প্রভৃতি।

আর হ্যাঁ, যদি এই ধরনের পানীয় পান করার পরবর্তীতেও গলা ব্যথা না কমে তাহলে মেডিসিন নিতে হবে। কোন মেডিসিন গলা ব্যথার ঔষধ হিসেবে বেশি কার্যকরী সেটা জানতে চিকিৎসকের নিকট যেতে পারেন অথবা অনলাইনের মাধ্যমেও চিকিৎসা গ্রহণ করতে পারেন।

কেননা আজকাল অনলাইনেও চিকিৎসা প্রদান করা হয় পাশাপাশি স্বাস্থ্য বিষয় নানা টিপস ও বিষয়বলি সম্পর্কে জানানো হয় খুঁটিনাটি। যেমন আমাদের ওয়েবসাইটের স্বাস্থ্য নামের ক্যাটাগরি থেকে আপনি পাবেন স্বাস্থ্য সম্পর্কিত অসংখ্য পোস্ট। যেগুলো আপনাদের কথা বিবেচনা করে আমরা আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যে প্রকাশ করেছি। আরো কিছু আর্টিকেল পড়তে সরাসরি ভিজিট করতে পারেন এই লিংকে

তো পাঠক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা পর্ব। গলা ব্যথার ঔষধের নাম, গলা ব্যথার সবচেয়ে ভালো ওষুধ কোনটি, রাতারাতি গলা ব্যথা দূর করার উপায় সমূহ সম্পর্কে আশা করি আপনাদের কোন প্রশ্ন নেই। তবুও যদি আরো কিছু জানার থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।

পোষ্ট ক্যাটাগরি: