কোন দেশে কত ielts স্কোর লাগে | আইইএলটিএস প্রস্তুতি

বিদেশে উচ্চশিক্ষার জন্য ভাষাগত যোগ্যতা প্রয়োজন। বিশ্বের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের মাধ্যম ইংরেজি। তাই আন্তর্জাতিক এই ভাষায় দক্ষতা প্রমাণ করতে হবে। এ জন্য ইংরেজি ভাষার পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (IELTS) নামে পরিচিত।

এই পরীক্ষার ফলাফল ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণ করে। আপনি যদি বিদেশে পড়াশোনা করতে চান তবে আপনাকে আইইএলটিএস পরীক্ষায় ভালো স্কোর করতে হবে। এটি ভিসা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

(toc) #title=(সুচিপত্র)

কোন দেশে কত ielts স্কোর লাগে

কোন দেশে কত ielts স্কোর লাগে

বিশ্বের ১৪০টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ভাষা দক্ষতার প্রধান মাপকাঠি হল IELTS স্কোর। বর্তমানে বেশিরভাগ দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য IELTS স্কোর ৬.৫ প্রয়োজন। আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে স্কোর ৫.৫ হলেই আবেদন করা যায়।

কিন্তু স্কোর ভালো না হলে আবেদন করলেও ভিসা পাওয়ার সম্ভাবনা কমে যায়। উচ্চ শিক্ষার জন্য কোন দেশে যেতে কত IELTS স্কোর লাগবে তার কোন শর্ত নেই। সাধারণত বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় এটি নির্দিষ্ট করে।

আবেদনের জন্য ন্যূনতম স্কোরও বিষয়ের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। সুতরাং আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়তে চান তার শর্তগুলি আপনাকে পরীক্ষা করতে হবে। বর্তমানে IELTS ছাড়াও বিদেশে পড়ার সুযোগ রয়েছে।

আরো পড়ুনঃ ইতালিতে কোন কাজের বেতন কত

IELTS পরীক্ষার ধরন

IELTS পরীক্ষা দুই প্রকারঃ

  1. IELTS একাডেমিক মডিউল
  2. IELTS সাধারণ প্রশিক্ষণ মডিউল

বিদেশে যাওয়ার উদ্দেশ্যের উপর নির্ভর করে দুটি পৃথক মডিউল রয়েছে। তাই পরীক্ষার ধরনেও পার্থক্য রয়েছে। আপনি যদি বিদেশে পড়তে চান তবে আপনাকে ILTS একাডেমিক মডিউল পরীক্ষা দিতে হবে। আর আপনি যদি কাজের জন্য যাচ্ছেন তাহলে আপনাকে ILTS General Module এ পরীক্ষা দিতে হবে। 

IELTS পরীক্ষার নিয়ম

মূলত আইইএলটিএস পরীক্ষা চারটি ভাগে নেওয়া হয়। কথা বলা, শোনা, লেখা এবং পড়া।

শোনা, পড়া এবং লেখার পরীক্ষার জন্য 2 ঘন্টা 40 মিনিট। এর মধ্যে কোনো বিরতি নেই। বক্তৃতা পরীক্ষা অন্যান্য বিভাগের মতো একই দিনে বা এক সপ্তাহ আগে বা এমনকি দুই দিন পরে অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে তারিখ আগেই জানিয়ে দেওয়া হবে। জেনে রাখা ভালো, আইইএলটিএস পরীক্ষা দেওয়ার জন্য পাসপোর্ট থাকা বাধ্যতামূলক।

আরো পড়ুনঃ বাংলা বর্ষপঞ্জি বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা

কিভাবে IELTS এর প্রস্তুতি শুরু করবেন ?

আইইএলটিএস প্রস্তুতির জন্য প্রথমে বিষয়ের উপর প্রচুর অনলাইন গবেষণা প্রয়োজন। ইউটিউবে বিভিন্ন কোর্স এবং টিপস রয়েছে। বিবিসির খবর শোনা, নিয়মিত আন্তর্জাতিক ইংরেজি খবর পড়া এবং ইংরেজি সিনেমা দেখার পাশাপাশি ইংরেজি ভাষার দক্ষতা অর্জন করা যায়। এভাবে পরীক্ষার প্রস্তুতি নিলে ভালো ফল পাওয়া যাবে।

পরীক্ষা কেন্দ্র

আইইএলটিএস পরীক্ষা ব্রিটিশ কাউন্সিল দ্বারা পরিচালিত হয়। আপনি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, কুমিল্লা, রাজশাহী এবং কক্সবাজারে এই পেপার ভিত্তিক পরীক্ষা দিতে পারবেন। আর বর্তমানে শুধুমাত্র ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে কম্পিউটার আইইএলটিএস পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

ফলাফল

IELTS ফলাফল 0 এবং ৯ এর মধ্যে ব্যান্ড স্কোর। পরীক্ষায় অংশগ্রহণ না করার জন্য শুধুমাত্র ব্যান্ড স্কোর 0 দেওয়া হয়। আপনি যদি পরীক্ষায় ভালো স্কোর না করেন, তবুও আপনি ১ ব্যান্ড স্কোর পাবেন। কম্পিউটারে পরীক্ষা দিলে ৩ থেকে ৫ দিনের মধ্যে ফলাফল পাওয়া যাবে। ১৩ দিনের মধ্যে পেপার ভিত্তিক পরীক্ষা ঘোষণা করা হবে।

Ielts নিয়ে আমাদের কিছু ভুল ধারণা

আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে। যারা মূলত এই ielts সম্পর্কে কিছু ভুল ধারণা পোষণ করেছেন। এবং সেগুলো নিচে উল্লেখ করা হলো। উদাহরণ স্বরূপ,

আমরা অনেকেই মনে করি ইংরেজি বলতে পারলেই আমরা ভালো ielts স্কোর পেতে পারি। আসলে ব্যাপারটা এমন নয়, বরং ielts স্কোর দেওয়া হয় মূলত ৪টি বিষয়ের উপর ভিত্তি করে। স্পিকিং, রাইটিং, লিসেনিং এন্ড রিডিং

আপনি যদি মনে করেন শুধুমাত্র কানাডা বা USA তে ielts লাগবে। তাহলে আপনার অনুমান সম্পূর্ণ ভুল, কারণ বর্তমানে বিশ্বের ১৪০টি দেশ আছে যারা ভাষার দক্ষতা পরিমাপ করে।

যারা মনে করেন যে ব্রিটিশ বা আমেরিকান ইংরেজি উচ্চারণ ছাড়া ভাল ielts স্কোর পাওয়া যাবে না। আসলে না, কারণ আপনি স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে কথা বলতে পারলে ভালো স্কোর পাওয়া সম্ভব।

আপনারা অনেকেই মনে করেন যে ভাল ielts স্কোর আপনার বিদেশে যাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। অথবা অনেকেই মনে করেন এর মাধ্যমে বৃত্তি পাওয়া যায়। কিন্তু এটি শুধুমাত্র ভাষার দক্ষতা যাচাই করার জন্য একটি পরীক্ষা।

Ielts স্কোর উন্নত করতে কোচিং বা প্রাইভেট বাধ্যতামূলক নয়। বরং ঘরে বসে ইংরেজি বলার অভ্যাস করতে পারেন।

আরো পড়ুনঃ বিষয় ভিত্তিক আয়াত ও হাদিস pdf download - বিষয় ভিত্তিক আয়াত ও হাদিস

অস্ট্রেলিয়া যেতে আইএলটিএস কত পয়েন্ট লাগে ?

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য IELTS স্কোর খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আইইএলটিএস স্কোর কমপক্ষে ৬.৫ প্রয়োজন। IELTS-এর চারটি বিভাগেই ৬.৫ থেকে ৭ স্কোর স্কলারশিপ এবং ভর্তির জন্য আরও সুযোগ সুবিধা দেয়।

বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর

প্রশ্নঃ আইইএলটিএস পরীক্ষা দেওয়ার জন্য যোগ্যতা থাকতে হয় ?

উত্তরঃ IELTS পরীক্ষা দেওয়ার জন্য যোগ্যতার কোনো প্রমাণের প্রয়োজন নেই। যে কেউ এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

প্রশ্নঃ IELTS এর কি কি কাজে ব্যবহৃত হয়?

উত্তরঃ শুধু বিদেশে উচ্চ শিক্ষার জন্য নয়, এটি আপনার অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এছাড়া ভালো স্কোর থাকলে বিভিন্ন ILTS ট্রেনিং সেন্টারে শিক্ষকতার সুযোগ পাবেন।

প্রশ্নঃ IELTS এর সুবিধা কি?

উত্তরঃ IELTS পরীক্ষা দিয়ে আপনি উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে পারবেন।

ILTS নিয়ে আমাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে ৷ আজকে আইএলটিএস সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি৷ আমাদের আজকের আর্টিকেলটি ভালোভাবে পড়লে আইএলটিএস সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন ৷ এবং ILTS নিয়ে অনেক ভুল ধারণা ভেঙে যেতে পারে ৷ আশা করি আমাদের আজকের আর্টিকেল আপনার জন্য উপকারী হবে ৷

Tags:

এই লেখায় আপনার মতামত দিন

0Comments

Post a Comment (0)