সবচেয়ে বেশি হ্যাক হওয়া পাসওয়ার্ড কি কি

সবচেয়ে বেশি হ্যাক হওয়া ৫০টি পাসওয়ার্ড কি কি — আজকের এই আর্টিকেলে, আমরা ৫০টি সাধারণ পাসওয়ার্ড সম্পর্কে কথা আলোচনা করবো যেগুলো সহজেই হ্যাক করা সম্ভব। লাখ লাখ মানুষ এই সাধারণ পাসওয়ার্ডগুলোকে ব্যবহার করে থাকে। আপনি যেকোনো সময় এগুলোর মধ্যে কোনো একটি ব্যবহার করছেন কি-না তা জানতে, আপনাকে নীম্নে দেওয়া সবথেকে বেশি হ্যাক হওয়া ৫০টি পাসওয়ার্ড গুলো কি কি ২০২১ জেনে নিন।

সবচেয়ে বেশি হ্যাক হওয়া পাসওয়ার্ড কি কি

আধুনিক বিশ্বে আমাদের সকলের কেবলমাত্র গুগল একাউন্ট নয়, ফেসবুক, লিঙ্কডিন, হোয়াটসঅ্যাপ, টুইটার এবং ইমেইল ব্যবহারের জন্য অনেকগুলো অনলাইন একাউন্ট রয়েছে। এই ইউজারদের বেশিরভাগই মানুষ সাধারণ পাসওয়ার্ডগুলোকে ব্যবহার করেন যা একাউন্টের নিরাপত্তার জন্য বিপজ্জনক। কেননা সাধারণ পাসওয়ার্ডগুলোকে খুবই সহজেই হ্যাক করা সম্ভব হয়।

একটি অনলাইন একাউন্ট তৈরি করার জন্য, ইউজার নাম এবং পাসওয়ার্ড ব্যবহার করেন যেগুলো আবার সেই একাউন্টগুলোতে লগ ইন করার জন্য ব্যবহৃত হয়। ইউজার তাদের স্মার্টফোনের মাধ্যমে অনলাইন একাউন্টে ব্যক্তিগত তথ্যগুলোকে রাখেন, তাই তাদের নিরাপত্তা প্রয়োজনীয়। সুতরাং এটির জন্য প্রয়োজন একটি শক্তিশালী পাসওয়ার্ড।

তবে হ্যাঁ অনেক ব্যবহারকারী আছেন যারা সহজেই মনে রাখার জন্য সাধারণ পাসওয়ার্ড ব্যবহার করে থাকে। তাতে করে কোনো হ্যাকার সহজেই একাউন্ট হ্যাক করতে পারে। 'যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার' সম্প্রতি সময়ে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি হ্যাক হওয়া পাসওয়ার্ডগুলোর তালিকা প্রকাশ করছে। তারমধ্যে, 123456 এই টাইপের পাসওয়ার্ডটি সবচেয়ে বেশি সহজেই হ্যাকিংযোগ্য বলে মনে হয়।

আরও পড়ুনঃ হ্যাকিং থেকে বাঁচার উপায়

অনলাইনে প্রায় ২ কোটিরও বেশি ইউজার এই পাসওয়ার্ডটিকে ব্যবহার করে থাকে। অন্যান্য অনুরূপ পাসওয়ার্ড এই বিশ্বে সবথেকে বেশি ব্যবহৃত হয় এবং হ্যাকাররা খুবই সহজে একাউন্ট হ্যাক করে। চলুন জেনে নেয়া যাক সবথেকে বেশি হ্যাক হওয়া ৫০টি পাসওয়ার্ডগুলো কি কি?

এখন আমি সহজেই হ্যাক হওয়া ৫০টি পাসওয়ার্ড সম্পর্কে বলবো। আপনি নিম্নে দেয়া পাসওয়ার্ডগুলোকে দেখে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই পাসওয়ার্ডগুলোকে আপনি কখনও কোনো দিন ব্যবহার করেছেন কি-না।

বিশ্বের সবচেয়ে বেশি হ্যাক হওয়া পাসওয়ার্ডের তালিকা

১. 123456.
২. 123456789.
৩. qwerty.
৪. Password.
৫. 1234567.
৬. 12345678.
৭. 12345.
৮. iloveyou.
৯. 111111.
১০. 123123.
১১. abc123.
১২. qwerty123.
১৩. 1q2w3e4r.
১৪. admin০.
১৫. qwertyuiop.
১৬. 654321.
১৭. 555555.
১৮. lovely.
১৯. 7777777.
২০. welcome.
২১. 888888.
২২. princess.
২৩. dragon.
২৪. password1.
২৫. 123qwe.
২৬. 666666.
২৭. 1qaz2wsx.
২৮. 333333.
২৯. michael.
৩০. sunshine.
৩১. liverpool.
৩২. 777777.
৩৩. 1q2w3e4r5t.
৩৪. donald.
৩৫. freedom.
৩৬. football.
৩৭. charlie.
৩৮. letmein.
৩৯. !@#$%^&*.
৪০. secret.
৪১. aa123456.
৪২. 987654321.
৪৩. zxcvbnm.
৪৪. passw0rd.
৫৫. bailey.
৪৬. nothing.
৪৭. shadow.
৪৮. 121212.
৪৯. biteme.
৫০. ginger.

উপরোক্ত ৫০টি সাধারণ সহজ পাসওয়ার্ড, যা অনলাইন ইউজারকারী অনলাইন একাউন্ট তৈরি করতে সবথেকে বেশি ব্যবহার করে। মূলত মানুষ সহজেই মুখস্ত রাখার জন্য এই সকল সহজ পাসওয়ার্ড ব্যবহার করে।

আরও পড়ুনঃ স্মার্টফোন হ্যাক হওয়ার লক্ষণ ও করণীয়

পোষ্ট ক্যাটাগরি: