ডাচ বাংলা ব্যাংক লোন নেওয়ার নিয়ম - ডাচ বাংলা ব্যাংক লোন সম্পর্কে বিস্তারিত তথ্য

ডাচ বাংলা ব্যাংক লোন কিভাবে পাবেন এই সম্পর্কে জানতে চান অনেকেই। ডাচ বাংলা ব্যাংকের সকল গ্রাহকেরা ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নেওয়ার ইচ্ছা পোষণ করে থাকেন। এই ব্যাংকের বিশেষত্ব হচ্ছে অল্প পরিমাণে সুদে যখন তখন লোন পাওয়া যায়। যদি আপনি বৈধ ডকুমেন্ট দেখাতে পারেন।

তবে আপনি খুব সহজেই ডাচ বাংলা ব্যাংক থেকে লোন গ্রহণ করতে পারবেন। সম্মানিত পাঠকবৃন্দ, আজকে আমি আপনাদের সাথে ডাচ বাংলা ব্যাংক লোন নেওয়ার নিয়ম সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। তাই আপনি এই পোস্টটি সম্পূর্ণ পড়বেন।

(toc) #title=(সুচিপত্র)

ডাচ বাংলা ব্যাংক লোন নেওয়ার নিয়ম

ডাচ বাংলা ব্যাংক লোন নিয়ে কিছু কথা

যদি আপনি ডাচ বাংলা ব্যাংক থেকে লোন গ্রহণ করতে চান, তবে যদি আপনার সমস্ত ডকুমেন্ট বৈধ হয় তাহলে খুব সহজেই লোন গ্রহণ করা যাবে। তাছাড়াও আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলেও এই ব্যাংক থেকে লোন পাওয়া যাবে।

ডাচ বাংলা ব্যাংক সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত বিভিন্ন খাতে লোন প্রদান করে। বৈধ কাগজপত্র দেখিয়ে নূন্যতম ৩০ হাজার টাকা মাসিক আয় থাকলে তবেই খুব সহজেই ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নিতে পারবেন।

ব্যাংক লোন কি ?

ব্যক্তিগত কিংবা ব্যবসার আর্থিক সংকট দূর করতেব্যাংক যে লোন প্রদান করে থাকে তাকে ব্যাংক লোন বলা হয়।ব্যক্তিগত,ব্যবসা চিকিৎসা, শিক্ষা ইত্যাদি কারণে ব্যাংক লোন দিতে সক্ষম।

ডাচ বাংলা ব্যাংকের লোনের ধরণ

ডাচ বাংলা ব্যাংকের বিভিন্ন ধরনের লোন রয়েছে। আপনার জন্য যে লোন-টি উপযুক্ত মনে হয় আপনি সে লোন-টি গ্রহণ করতে পারেন। নিচে ডাচ বাংলা ব্যাংকের লোনের ধরণ দেওয়া হলো-

  1. পার্সোনাল লোন
  2. হোম লোন
  3. ব্যবসায়িক লোন 
  4. কার লোন
  5. শিক্ষা লোন
  6. স্যালারি লোন 
  7. প্রবাসী লোন

ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন

ব্যক্তিগত কিংবা তার বিশেষ কোন প্রয়োজনে এই পার্সোনাল লোন গ্রহণ করা যাবে। পার্সোনাল লোন আপনি সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে স্বনির্ভর হতে হবে। আর পার্সোনাল লোন গ্রহণ করতে অবশ্যই বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রাখতে হবে।

ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন গ্রহণ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

ডাচ বাংলা ব্যাংক থেকে পার্সোনাল লোন গ্রহণ করার জন্য অবশ্যই আবেদনকারীর বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে। তাছাড়াও আরও বেশ কিছু শর্ত সাপেক্ষে আপনি লোন গ্রহণ করতে পারেন।

ডাচ বাংলা থেকে পার্সোনাল লোন গ্রহণ করার জন্য অবশ্যই আপনাকে স্বনির্ভর হতে হবে এবং আপনার মাসিক আয় ২০ হাজার টাকা হতে হবে। তবেই আপনি ডাচ বাংলা ব্যাংক নিতে সক্ষম হবেন। নিচে ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন গ্রহণ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো দেওয়া হলো-

  • আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি 
  • আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
  • আবেদনকারী চাকুরীজীবী হলে ইইন্ট্রোডাকশন লেটার, বেতন হিসাবের বিবরণী ও অফিস আইডি 
  • আবেদনকারী ব্যবসায়ী হলে বিজনেস কার্ড
  • আবেদনকারী ড্রাইভার হলে ড্রাইভিং লাইসেন্স
  • আবেদনকারীর টি-এন্ড-টি, মোবাইল ফোন, অথবা অন্যান্য ইউটিলিটি বিলের কপি 
  • সর্বশেষ ১ বছরের ব্যাংক হিসাব
  • আবেদনকারীর ট্যাক্স সার্টিফিকেট

সাধারণত ডাচ বাংলা থেকে পার্সোনাল লোন গ্রহণ করতে চাইলে এসব ডকুমেন্ট লাগতে পারে। তাছাড়াও যদি অতিরিক্ত আরও বেশকিছু প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্ট লাগে তাহলে ব্যাংক থেকে আপনাকে বলে দিবে। তাই এসব কাগজপত্র লোন নেওয়ার আগে থেকেই সংগ্রহ করে রাখুন।

যারা পার্সোনাল লোন গ্রহণ করতে পারবে

আপনারা যারা পার্সোনাল গ্রহণ করতে চান তারা ডাচ বাংলা ব্যাংকের পার্সোনাল লোন গ্রহণ করতে পারবেন কি না তা আপনার জেনে রাখা প্রয়োজন। নিচে দেওয়া হলো- 

  • বাড়িওয়ালা
  • যেকোনো ধরণের ব্যবসায়ী 
  • বেতনভোগী ব্যক্তি 
  • যেকোনো পেশার মানুষ

ডাচ বাংলা ব্যাংকের পার্সোনাল লোনের পরিমাণ, সুদ, ও মেয়াদ:

যদি আপনি ডাচ বাংলা ব্যাংকের পার্সোনাল লোন গ্রহণ করতে আগ্রহী হন। তবে, সর্বনিম্ন ৫০ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ডাচ বাংলা ব্যাংক থেকে আপনি পার্সোনাল লোন নিতে পারবেন। ডাচ বাংলা ব্যাংকের পার্সোনাল লোনের পরিমাণ, সুদ, ও মেয়াদ উল্লেখ করা হলো-

লোনের পরিমাণ (সর্বনিম্ন) ৫০ হাজার
লোনের পরিমাণ (সর্বোচ্চ) ২ লাখ
মেয়াদ ১ থেকে ৫ বছর
সুদের হার (নতুন লোনের ক্ষেত্রে) ৮%
সুদের হার (অন্য ব্যাংক থেকে টেক-ওভার) ৭.৫০%
প্রসেসিং ফি (নতুন লোনের ক্ষেত্রে) ০.৫ – ১%
প্রসেসিং ফি (অন্য ব্যাংক থেকে টেক-ওভার) নেই

ডাচ বাংলা ব্যাংক হোম লোন

যদি আপনার একটি বাড়ি তৈরি করার ইচ্ছা থাকে তবে আপনি চাইলে ডাচ বাংলা ব্যাংক থেকে লোন গ্রহণ করতে পারেন। ডাচ বাংলা ব্যাংকের হোম লোন নিলে বড় অংকের টাকা লোন নিতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ আপনি ২ কোটি টাকা পর্যন্ত লোন পেতে পারেন। যা দিয়ে আপনি আপনার বাড়ির খরচ বের করতে পারবেন।

ডাচ বাংলা ব্যাংক হোম লোন গ্রহণ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

ডাচ বাংলা ব্যাংক থেকে হোম লোন গ্রহণ করার জন্য আপনার বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র ও ডকুমেন্ট প্রয়োজন হবে। যেসব কাগজপত্র ছাড়া আপনি ডাচ বাংলা ব্যাংকের হোম লোন গ্রহণ করতে পারবেন না তা নিচে উল্লেখ করা হলো।

  • আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রে ফটোকপি 
  • আবেদনকারীর ইউটিলিটি বিল অর্থাৎ গ্যাস, পানি, বিদ্যুৎ বিলের কপি।
  • আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি। 
  • চাকুরিজীবী ও ব্যবসায়ীদের ক্ষেত্রে অফিস আইডি কার্ড বা বিজনেস কার্ড। 
  • এপোয়েন্টমেন্ট লেটার। (চাকুরিজীবীদের ক্ষেত্রে)
  • ট্যাক্স সার্টিফিকেট। 
  • বাড়ি বা সম্পত্তির লিজ চুক্তিপত্র। 
  • বিগত ১ বছরের ব্যাংক স্টেটমেন্ট।

জমি সংক্রান্ত ডকুমেন্টস

  • আবেদনকারীর মূল দলিলের কপি।
  • জমির মালিক ও ক্রেতার চুক্তিপত্র দলিলের কপি। 
  • এসএ, সিএস, ডিসিআর, আরএস, মিউটেশন এবং সর্বশেষ গনিত পর্চা দলিল।
  • খতিয়ান এসি ল্যান্ড দ্বারা মিউটেশন সঠিকভাবে প্রত্যায়ন।
  • বিয়া চুক্তি ও মৌজা ম্যাপের ফটোকপি।
  • আজমালি জমি হলে তার নিবন্ধিত পার্টিশন দলিল।

যারা পার্সোনাল লোন গ্রহণ করতে পারবে

যদি আপনি ডাচ বাংলা ব্যাংকের হোম লোন গ্রহণ করতে আগ্রহী হয়ে থাকেন তবে আপনি এই লোন গ্রহণ করতে পারবেন কি না এই বিষয়ে জেনে রাখা জরূরী। নিচে যারা পার্সোনাল লোন গ্রহণ করতে পারবে ও লোন গ্রহণের জন্য কি কি যোগ্যতা লাগবে তা উল্লেখ করা হলো-

  • বিভিন্ন পেশাজীবি 
  • বাড়ির মালিক
  • নূন্যতম আয় মাসিক ৩০ হাজার
  • সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর ও সর্বোচ্চ ৭০ বছর
  • বাংলাদেশের নাগরিক হতে হবে

ডাচ বাংলা ব্যাংকের হোম লোনের পরিমাণ, সুদ, ও মেয়াদ:

ডাচ বাংলা ব্যাংক থেকে সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত লোন গ্রহণ করা যাবে। তাছাড়াও ডাচ বাংলা ব্যাংক হোম লোনের বড় সুবিধা হচ্ছে ২৫ বছর পর্যন্ত আপনি লোন শোধ করার সময় পাবেন।

হোম লোনের পরিমাণ (সর্বনিম্ন) ২ লাখ
হোম লোনের পরিমাণ (সর্বোচ্চ) ২ কোটি
সুদের হার (নতুন লোনের ক্ষেত্রে) ৭.৫০%
সুদের হার (অন্য ব্যাংক থেকে টেক-ওভার) ৭.০০%
প্রসেসিং ফি (নতুন লোনের ক্ষেত্রে) ০.৫% – ১%
প্রসেসিং ফি (অন্য ব্যাংক থেকে টেক-ওভার) নেই

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ

ডাচ বাংলা ব্যাংক লোন নেওয়ার নিয়ম এই বিষয়ে আপনার মনে বেশ কিছু প্রশ্ন উঁকি দিতে পারে। তবে চলুন জেনে নেই সেই সমস্ত প্রশ্নের উত্তর।

পার্সোনাল লোন কি?

ব্যক্তিগত আর্থিক সংকট দূর করতে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে যেসব লোন গ্রহণ করা যায় তাকে পার্সোনাল লোন বলে। ডাচ বাংলা ব্যাংক থেকে পার্সোনাল লোন গ্রহণ করা যায়।

ডাচ বাংলা ব্যাংক লোন সুদের হার কত?

ডাচ বাংলা ব্যাংকের সুদের হার বিভিন্ন খাতের জন্য ডাচ বাংলা ব্যাংকের সুদের হার বিভিন্ন রকম হতে পারে। তবে এর মধ্যে বেশী পার্থক্য নেই। সাধারণ নতুন লোনের জন্য ৮% এবং অন্য ব্যাংক থেকে টেক-ওভার লোনের জন্য ৭.৫% হারে ডাচ বাংলা ব্যাংক লোন দিয়ে থাকে। 

উপসংহার

ব্যক্তিগত কিংবা আর্থিক সংকট দূর করার জন্য আমাদের বিভিন্ন সময় ব্যাংক থেকে লোন গ্রহণ করার প্রয়োজন হয়। ডাচ বাংলা ব্যাংক থেকে বিভিন্ন খাতে লোন প্রদান করে। তাই আপনারা যারা কম সুদে লোন নিতে চান তারা ডাচ বাংলা ব্যাংক থেকে লোন গ্রহণ করতে পারেন।যদি এই পোস্টটি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।