সিমেন্ট এর বর্তমান দাম

সিমেন্ট এর বর্তমান দাম – বাড়ি বানাতে ভালো সিমেন্টের চাহিদা অনেক বেশি। সিমেন্টের দাম অনুযায়ী বাড়ি বানানোর পরিকল্পনা করা হয়। সিমেন্ট এর দাম যদি না জানা থাকে তাহলে বাজেট নিয়ে সমস্যার সৃষ্টি হয়। ভালো সিমেন্ট ছাড়া বাড়ি তৈরি করতে চায় না অনেকেই। সিমেন্ট এর বর্তমান দাম বা সিমেন্টের দাম ২০২৪ আর্টিকেলে বাজারের সবচেয়ে ভালো সিমেন্ট গুলোর দাম নিয়ে আজকের আর্টিকেল।

সিমেন্ট এর বর্তমান দাম

প্রিয় পাঠক আপনি কি সিমেন্ট এর বর্তমান দাম সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আজকের আর্টিকেল টি আপনার জন্য। আজকের আর্টিকেলে জানাবো সিমেন্ট এর বর্তমান দাম, কোন সিমেন্টের এর দাম কত, হোলসিম সিমেন্টের দাম, প্রিমিয়ার সিমেন্ট এর দাম, সুপারক্রিট সিমেন্টের দাম, ক্রাউন সিমেন্টের দাম, সেভেন রিংস সিমেন্ট এর বর্তমান দাম সম্পর্কে। 

(toc) #title=(সুচিপত্র)

সিমেন্ট এর বর্তমান দাম

বাংলাদেশে প্রচুর পরিমানে সিমেন্ট তৈরি করা হয়। বিশ্বের মধ্যে সিমেন্ট ইন্ড্রাস্টিতে ৪০তম অবস্থানে আছে। বাংলাদেশে বিভিন্ন কোম্পানির সিমেন্ট পাওয়া যায়। কোম্পানি অনুযায়ী সিমেন্ট এর দামের পার্থক্য আছে সামান্য। বাংলাদেশে সিমেন্টের দাম সবসময় এক রকম থাকে না। আজকের সিমেন্ট এর বর্তমান দাম হলো – 

মির সিমেন্ট এর বর্তমান দাম – ৫০০ থেকে ৫৬০ টাকা প্রতি ৫০ কেজি বস্তা সিমেন্ট।

বসুন্ধরা সিমেন্ট এর বর্তমান দাম – বসুন্ধরা সিমেন্ট প্রতি ৫০ কেজি বস্তার দাম ৪৫০ থেকে ৫৩০ টাকা।

শাহ সিমেন্ট এর বর্তমান দাম – শাহ সিমেন্ট প্রতি ৫০ কেজি বস্তার দাম ৫০০ থেকে ৫৭০ টাকা। 

আকিজ সিমেন্ট এর বর্তমান দাম – আকিজ সিমেন্ট প্রতি ৫০ কেজি বস্তার দাম ৪৮০ থেকে ৫৭০ টাকা।

ফ্রেশ সিমেন্ট এর বর্তমান দাম – প্রতি ৫০ কেজি বস্তা ফ্রেশ সিমেন্ট এর দাম ৪৭০ থেকে ৫৫০ টাকা।

স্ক্যান সিমেন্ট এর বর্তমান দাম – প্রতি ৫০ কেজি বস্তা স্ক্যান সিমেন্ট এর দাম হলো ৫৫০ থেকে ৬৪০ টাকা। 

উপরে দেয়া দাম গুলোর থেকে কিছুটা কম বেশি হতে পারে। নিচে আমরা সিমেন্ট কোম্পানির নাম্বার গুলো দিয়ে দিবো যেখানে ফোন দিয়ে নির্ধারিত দিনের সঠিক দাম জেনে নিতে পারবেন।

আরো পড়ুনঃ বাংলাদেশের সেরা ১০ কোম্পানি

কোন সিমেন্টের এর দাম কত

সিমেন্ট এর বর্তমান দামের মধ্যে চলুন এক নজড়ে দেখে নেই কোন সিমেন্টের কত দাম – 

১। হোলসিম সিমেন্টের বর্তমান দাম ৫৬০ টাকা 

২। প্রিমিয়াম সিমেন্ট এর বর্তমান দাম হলো ৫০০ টাকা।

৩। সুপারক্রিট সিমেন্ট এর বর্তমান দাম হলো ৫৩০ টাকা

৪। রুবি সিমেন্ট এর বর্তমান দাম হলো ৫০০ টাকা

৫। রয়েল সিমেন্ট এর বর্তমান দাম হলো ৪৮০ টাকা

হোলসিম সিমেন্ট দাম ২০২৪

সিমেন্টের বাজারে অত্যান্ত চাহিদা সম্পন্ন একটি সিমেন্টের নাম হলো হোলসিম সিমেন্ট। হোলসিম সিমেন্ট অনেকেই বাড়ি বানানোর জন্য সেরা সিমেন্ট হিসেবে চিহ্নিত করেন। বর্তমান বাজারে হোলসিম সিমেন্ট এর প্রতি ৫০ কেজির বস্তার দাম ৫৬০-৫৮০ টাকার মধ্যে। 

হোলসিম হেল্পলাইন নাম্বার

ফোন - +৮৮০২৯৮৮১০০২

ঠিকানা – মেঘনা ঘাট, সোনারগাও, নারায়গঞ্জ

প্রিমিয়ার সিমেন্ট দাম ২০২৪

প্রিমিয়ার সিমেন্ট বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ভালো মানের সিমেন্ট এর ব্রান্ড। শুধু মাত্র দেশেই নয় সিমেন্ট রপ্তানিতে ও বেশ জনপ্রিয়। প্রিমিয়ার সিমেন্ট এর আজকের দাম হলো: ৫৫০-৫৬০ টাকা। প্রতি বস্তায় ৫০ কেজি সিমেন্ট থাকে। নিচে দেয়া হেল্প লাইন নাম্বারে বা অফিসে যোগাযোগ করে আরো বিস্তারিত জেনে নিতে পারেন।

প্রিমিয়ার সিমেন্ট হেল্পলাইন নাম্বার

ফোন নাম্বার – 0255012191

ঠিকানা – T.K ভবন, ১৩ কারওয়ান বাজার রোড, ঢাকা ১২১৫

আরো পড়ুনঃ বাংলাদেশের সেরা ১০ ঔষধ কোম্পানি

সুপারক্রিট সিমেন্ট দাম ২০২৪

ভালো মানের সিমেন্ট তৈরিতে বেশ জনপ্রিয় একটি সিমেন্টের নাম হলো সুপারক্রিট সিমেন্ট। তাদের দাবি অন্যসব ব্রান্ডের চেয়ে সুপারক্রিট সিমেন্ট ১৫% বেশি শক্তিশালি। সুপারক্রিট প্রতি ৫০ কেজি সিমেন্টের দাম হলো – ৫০০ থেকে ৫৬০ টাকার মধ্যে। 

সুপারক্রিট সিমেন্ট হেল্পলাইন নাম্বার

ঠিকানা – নিনা কাব্য, লেভেল ৭, বীর উত্তম মির সাখাওয়াত সড়ক, তেজগাও,ঢাকা

হটলাইন নাম্বার – 16319

ক্রাউন সিমেন্টের দাম

বাংলাদেশের আরেকটি জনপ্রিয় সিমেন্টের নাম হলো ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট বস্তা প্রতি দাম হলো ৫৪০-৫৬০ টাকা। ক্রাউন সিমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারেন তাদের হেল্পলাইন থেকে।

ক্রাউন সিমেন্ট হেল্পলাইন নাম্বার

ঠিকানা – ডেল্টা লাইফ টাওয়ার, গুলসান

ফোন নাম্বার – ০১৭০৮১৩৩৮০০১

ওয়েবসাইট – www.crowncement.com

সেভেন রিংস সিমেন্ট দাম ২০২৪

সেভেন রিংস সিমেন্ট মূলত ঢালাইয়ের কাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। বাংলাদেশের সেরা একটি সিমেন্ট এটি। বর্তমানে প্রতি বস্তা সেভেন রিংস সিমেন্ট এর দাম হলো ৫০০-৫৩০ টাকা। 

সেভেন রিংস সিমেন্ট হেল্পলাইন নাম্বার

ঠিকানা – WJM7, C4J কালীগঞ্জ

ফোন নাম্বার – ০২৫৮৮১৭৬৯০

ওয়েবসাইট – www.sevenringscement.com

রয়েল সিমেন্ট দাম ২০২৪

অনেকেই রয়েল সিমেন্ট এর বর্তমান দাম জানতে চান। বর্তমান সিমেন্ট এর বাজারে প্রতি বস্তা রয়েল সিমেন্ট এর দাম হলো ৪৩০-৪৭০ টাকার মধ্যে।

রয়েল সিমেন্ট হেল্পলাইন নাম্বার

ঠিকানা – শেহজাদপুর, গুলসান ঢাকা

ফোন নাম্বার – ০১৭৮৭৬৬০৩৩৬

শেষ কথা

সিমেন্ট এর বর্তমান দাম আর্টিকেলে দেয়া দামের সাথে বাজারের দামের চেয়ে কম বা বেশি হতে পারে। সিমেন্ট এর দাম প্রতিনিয়ত বাড়ে ও কমে তাই প্রতিদিন দাম পরিবর্তন হয় সকল সিমেন্টের।

পোষ্ট ক্যাটাগরি: