Cellfin অ্যাপ কি | কিভাবে Cellfin একাউন্ট করবেন | সেলফিন অ্যাকাউন্ট খোলার নিয়ম

ভিসা কার্ড ব্যবহার করে কেনাকাটা সহ প্রয়োজনীয় কাজ করার ইচ্ছা সকলের আছে। তাইতো ভিসা কার্ডের অফার আসার সময় অনেকেই আমার কাছে নক করে এই ভিসা কার্ড সম্পর্কে জানতে চান যে, ভিসা কার্ড কিভাবে নিবো, কোন ব্যাংক থেকে ভিসা কার্ড নিলে ভালো হবে, ই-কমার্স ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কেনাকাটা করার সময় ভালো না মন্দ হবে ইত্যাদি। কিন্ত বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে ইভ্যালি Evaly তে  ভিসা কার্ডে ২০% ছাড়ে অফারের জন্য অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে কিভাবে ভিসা কার্ড হাতে পাবো। 

Cellfin অ্যাপ কি | কিভাবে Cellfin একাউন্ট করবেন | সেলফিন অ্যাকাউন্ট খোলার নিয়ম

বর্তমান সময়ে করোনাকালীন এই দুর্যোগে সবচেয়ে তারাতারি ভিসা কার্ড হাতে পাবার জন্য একটাই উপায় আছে তা হলো ইসলামি ব্যাংকের Cellfin App। Cellfin App অ্যাকাউন্টটি খোলার জন্য আপনাকে ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না। আপনি ঘরে বসে থেকেই মাত্র ২-৪ মিনিটের মধ্যে একটি একাউন্ট খুলে নিতে পারবেন। করোনাকালীন দুর্যোগের জন্য এই অ্যাকাউন্ট একটিভ হওয়ার জন্য ১ দিন বা ২৪ ঘন্টা সময় লাগছে।

CellFin এর সুবিধা | Cellfin সুবিধা | সেলফিনের সুবিধা

১। Cellfin বাংলাদেশের সবচেয়ে বড় ডিজিটাল ওয়ালেট সার্ভিস
২। যেকোন রকম মাস্টার | ভিসা | ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড থেকে অ্যাকাউন্টে টাকা আনা যায় এবং ট্রান্সফারের এর  সুবিধা রয়েছে
৩। Wallet to Wallet Money রিকোয়েস্ট পাঠানোর সুবিধা রয়েছে Cellfin App
৪। MCash টু Wallet এবং Wallet টু MCash টাকা আনা এবং টাকা ট্রান্সফারের সুবিধা রয়েছে
৫। IBFT | BEFTN | NPSB | RTGS ফান্ড ট্রান্সফার করা যায় সহজেই
৬। রেমিট্যান্স এবং স্পট ক্যাশ এর টাকা সরাসরি গ্রহণ করার সুবিধা
৭। টপ-আপ সুবিধা সকল মোবাইল অপারেটরে
৮। ই-কমার্স পেমেন্ট QR কোড|অনলাইন গেটওয়ে
৯। তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট
১০। ইউটিলিটি বিল পরিশোধ
১১। যেকোন ব্যাংকের ভিসা|মাস্টার কার্ডের বিল পরিশোধ করার সুবিধা রয়েছে
১২। স্কুল, কলেজ অথবা বিশ্ববিদ্যালয় এর ফি প্রদান করার সুবিধা
১৩। সকল ধরনের প্রতিষ্ঠানের বেতন-ভাতা প্রদান ও গ্রহণ
১৪। ভার্চুয়াল|কার্ডবিহীন টাকা উত্তোলন
১৫। ATM, এজেন্ট ব্যাংকিং আউটলেট, মোবাইল ব্যাংকিং আউটলেট, ব্রাঞ্চ এবং সাব-ব্রাঞ্চ থেকে টাকা উত্তোলন করার সুবিধা

Cellfin একাউন্ট খুলতে যা যা প্রয়োজন | CellFin

১। একটি এনআইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড
২। সক্রিয় একটি মোবাইল নাম্বার
৩। স্মার্টফোন
৪। একাউন্ট হোল্ডারের ফটো

কিভাবে সেলফিন একাউন্ট করবেন | CellFin Registration কিভাবে CellFin একাউন্ট খুলবেন

১। প্রথমে আপনাকে গুগল  প্লে-স্টোর Play Store থেকে Cellfin  লিখে সার্চ করে Cellfin App ডাউনলোড করে নিতে হবে। অথবা এই লিংক থেকে ক্লিক করে সেলফিন অ্যাপটি ডাউনলোড করে নিন।

২। ডাউনলোড করার পর অ্যাপটি ওপেন করলে আপনাকে নতুন একটি ইন্টারফেস দেখাবে সেখান  রেজিস্ট্রার|লগিন পেজ চলে আসবে। আপনাকে রেজিস্ট্রার অপশনে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশনে ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে।

৩। রেজিস্ট্রার পেজে আপনার একটি সক্রিয় মোবাইল নাম্বার এবং আপনার ইচ্ছেমতো ৬ সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রারে বাটনে ক্লিক করলেই আপনার মোবাইলে ৬ সংখ্যার একটি ভেরিফিকেশন পিন চলে আসবে। আপনি সঠিক ভাবে ভেরিফিকেশন পিনটি সাবমিট করুন।

৪। তারপর নতুন একটি পেজে আপনার এনআইডি NID ন্যাশনাল আইডি কার্ডের দুইপাশের ছবি আপলোড করতে হবে এবং তাৎক্ষনিক ব্যক্তির ছবি তুলে সাবমিট করুন। এরপর অনলাইন ভেরিফিকেশনের জন্য আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।

৫। এনআইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর অটোফিলাপ হয়ে নতুন একটি ফর্ম চলে আসবে। সেখানে নিজের ফটো আপলোড করতে হবে। তারপর Congratulations যুক্ত নতুন একটি পেজ আসলেই বুঝে নিবেন আপনার কাজটি সম্পূর্ণ হয়েছে। তারপর ১ দিন বা ২৪ ঘন্টা আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আপনার একাউন্ট Approved এবং Activated হওয়ার জন্য।

আরও পড়ুনঃ বুদ্ধিমান লোকের ৭ টি ভালো অভ্যাস

আপনি রেফারেল কোড ব্যবহার করুন। তাহলে একাউন্ট খুলবার সময় আপনি পাবেন ৫০ টাকা এক্টিভ বোনাস। বর্তমানে শুধুমাত্র একাউন্ট খোলার জন্য বোনাস দিচ্ছে মাত্র ২৫ টাকা। আর রেফার বোনাস এক্টিভিটি চালু হলেই আপনি পেয়ে যাবেন আরো ৫০ টাকা বোনাস। আর এটি আপনি যত বন্ধুকে রেফার করবেন তারাও পাবে ৫০ টাকা বোনাস এবং তাদের জন্য আপনি পেয়ে যাবেন ৫০ টাকা বোনাস।

ইসলামি ব্যাংক Cellfin App সম্পর্কে বিস্তারিত জানতে হলে

ব্যাংক|এজেন্ট ব্যাংকিং এর যেকোন শাখায় কল সেন্টারঃ ১৬২৫৯ অথবা +৮৮-০২-৮৩৩১০৯০, টেলিফোন নাম্বার: (০২) ৯৫৬৩০৪০, ইমেইল (Email): info@islamibankbd.com, ওয়েবসাইট (Website): www.islamibankbd.com। 

পোষ্ট ক্যাটাগরি: