30 Best Free SEO Tools To Improve Your SEO In 2020
SEO এর পূর্ণরুপ হচ্ছে Search Engine Optimization। SEO নিয়ে আমরা গত পূর্বে পোস্ট করেছিলাম আপনি যদি SEO কি এর কাজ কি জানতে চান তাহলে আগের আর্টিকেলটি পরে নিন। SEO হচ্ছে এক ধরনের জৈব অনুসন্ধান সার্চ ইঞ্জিন ফলাফলের মাধ্যমে আপনার ওয়েবসাইটে ট্র্যাফিক এর বা ভিজিটর এর পরিমান বিদ্ধি করে আপনার ওয়েবসাইট এর গুনগত মান বাড়িয়ে দেয়। SEO এর কাজ হচ্ছে আপনার ওয়েবসাইট কে গুগুল রাঙ্কিং এর শীর্ষে রাখা।
আপনার ওয়েবসাইট কে আরও উন্নত SEO করার জন্য আমরা আপনাকে ৩০ টি উন্নত SEO সরঞ্জাম শেয়ার করবো। যা আপনার ওয়েবসাইট কে নিয়ে যাবে আর এক ধাপ এগিয়ে। চলুন তাহলে দেখে নেয়া সেরা ৩০ টি SEO টুলস
SEO নিয়ে কথা বলার সময় আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে Google Analytics। Analytics কথাটির অর্থবোধক হচ্ছে পরিসংখ্যান বা পর্যবেক্ষণ করা । আর Web Analytics হচ্ছে বিভিন্ন ওয়েব লিঙ্ক এর হিট পর্যবেক্ষণ করা। Google Analytics সহজ ভাবে বলতে গেলে যা বুঝায়। ধরুন আপননার কোন সার্ভারে কোন সফটওয়্যার এর ডাউনলোড লিঙ্ক রেখে দিলেন , আর এই সফটওয়্যারটি কতজন ডাউনলোড করছে , কখন করছে , কোথা থেকে করছে সবচেয়ে বেশি কতজন লোক সেই সফটওয়্যারটি ডাউনলোড করছে ইত্তাদি তালিকা পর্যবেক্ষণকে অ্যানালায়টিক্স বলে।
আপনি খুব কষ্ট করে অনেক সময় ব্যয় করে একটি ওয়েবসাইট তৈরি করলেন। আর সেই ওয়েবসাইটটি খুব বেশি জনপ্রিয়তা পাচ্ছে। কিন্ত এখন সমস্যা হচ্ছে আপনার সাইটে কতজন ভিজিটর আসছে , কোথা থেকে আসছে আপনার সাইট এর কোন লেখা ভিজিটররা বেশি পরছে তা দেখার জন্য আপনাকে Gooogle Analytics ব্যবহার করা অপরিহার্য
আবার আপনার ওয়েবসাইট এর কোন বিষয় নিয়ে ভিজিটররা বা ট্র্যাফিকরা কোন বেশি সার্চ করছে বা করে আসছে ওয়েবসাইট এর মধ্যে কতক্ষণ থাকছে ইত্তাদি জানার জন্য এটি ব্যবহার করা হয়। SEO কে আরও উন্নত করার জন্য Gooogle Analytics এর কোন বিকল্প নাই। Google Analytics ব্যবহার করে আপনি সেই কি-ওয়ার্ড এর মধ্যে লেখা লিখে আপনি আপনার ওয়েবসাইটকে আরও জনপ্রিয় করে তুলতে পারেন
সবচেয়ে বেশি সার্চ করা হয় গুগুল সার্চ ইঞ্জিনে। Google Analytics একটি ফ্রি ড্যাশবোর্ড যা Google Search ইঞ্জিন সেটিংস এর পাশাপাশি Google Search Console এবং Google Data Studio এর মতো অনন্য পরিষেবা নিয়ন্ত্রনের অনুমতি প্রদান করে। Google Analytics আপনার গুগুল সফটওয়্যার জুড়ে আপনার Google Adwords account এবং অনন্যা Marketing Data Track করা সহজ করে তোলে।
Goole Analytics এর মাধ্যমে দেখা জায় যে আপনার ওয়েবসাইটে কোথায় থেকে কত ভিজিটর আসছে , কি বিষয়ে পরছে। এসব জানার ফলে আপনি আপনার ওয়েবসাইটকে আরও ভালো ভাবে ফুটিয়ে তুলতে পারবেন ভিজিটর দের মনের খোরাক জোগাতে পারবেন। আর এই কারনে আপনার ওয়েবসাইট থাকবে সবার সার্চ ইঞ্জিন এর সবার শীর্ষে
গুগুল কে বলা হয় অনুসন্ধানের রাজা। অনেক ওয়েবসাইট এর মালিক আছেন যে যারা এখনও গুগুল সার্চ কনসোল এর ব্যবহার জানেন না বা গুরুত্ব বুঝেন না। এছাড়া দেখা যায় অনেক ওয়েবসাইট আছে যেগুলা গুগুল সার্চ কনসোলে ভেরিফাইড করা না। আবার অনেকেই আছেন যারা গুগুল সার্চ কনসোলে তাদের ওয়েবসাইট অ্যাড করে রেখেছেন কিন্ত জানেন না যে এই Google Search Console এর কাজ কি। Google Search Console হচ্ছে Google এর এক্তি ফ্রি সার্ভিস। যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটকে পর্যবেক্ষণ রক্ষণাবেক্ষণ নিয়ন্ত্রন করতে পারেবন।
এটির মাধ্যমে গুগুল তার সার্চ ইঞ্জিন এর রেজাল্ট পেজ এর বিভিন্ন সমস্যা সমাধানে আপনাকে তথ্য দিয়ে থাকে। যার ফলে আপনি আপনার ওয়েবসাইট এর সমস্যা সমাধান করে অনেক ভালো ভাবে সাঁজাতে পারেন। গুগুল সার্চ কনসোল থাকার কারনে ডিজিটাল মার্কেটিং পেশাদার দের যে পরিমান বিনামূল্য সরঞ্জাম সরবরাহ করে এই সরঞ্জামগুলি জানার এবং সেগুলির কার্যকারিতার সদ্যব্যবহার সময় নিয়ে পারে , তবে আপনি যদি আপনার বাবস্থাপনায় সিস্টেম এবং সরঞ্জামগুলি শিখেন তবে তবে গুগুল Googole প্ল্যাটফ্রম থেকে আপনি অবিশ্বাস্য মান বের করতে পারবেন মান বের করা সম্ভব।
গুগুল সার্চ কনসোল এর গুরুত্ব অনেক। গুগুল সার্চ কনসোল এর মাধ্যমে আপনার ওয়েবসাইট এর কার্যকারিতা ট্র্যাক করতে এবং অতিরিক্ত সংস্থানগুলি খুঁজে পেতে সহায়তা করে। গুগুল SEO এসইও দিয়ে আপনি আপনার সাফল্য বাড়িয়ে দিতে পারেন। ওয়েবমাস্টাররা তাদের ওয়েবসাইট গুলির বিভিন্ন সমস্যা দেখার জন্য এমনকি সরঞ্জাম এবং কনফিগারেশন গুলি বিকল্পগুলির সজ্ঞাতসেট সহ দৃশ্যমানতা অনুকুল করতে Google Search Console ব্যবহার করে থাকেন
আপনি গুগুল সার্চ কনসোল কেন ব্যবহার করবেন
- গুগুল সার্চ কনসোল এর মাধ্যমে গুগুল আপনাকে অর্থাৎ আপনার ওয়েবসাইটকে খুঁজে পায়
- ধরুন আপনার ওয়েবসাইট এর মধ্যে বা ইনডেক্সিং কোন রকম সমস্যা হয়েছে। এখন আপনি তা কিভাবে সমাধান করবেন। আপনি সেই সমস্যা
- Google Search Console এর মাধ্যমে অনায়েছে সমাধান করতে পারবেন।
- আপনার ওয়েবসাইটটি মোবাইল রেসপন্স কি না বা মোবাইল সম্পর্কিত কোন সমস্যা আছে কিনা , যেমন আপনার ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি কিনা, ওয়েবসাইটটি সঠিক ভাবে কাজ করছে কি না এ রকম নানা সমস্যা আপনি Google Search Console এর মাধ্যমে জানতে পারবেন।
- আপনার ওয়েবসাইট এর কোন সমস্যা হলে বা ওয়েবসাইট এর ইনডেক্স কোন সমস্যা হলে গুগুল আপনাকে মেইল এর মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে।
- আপনার ওয়েবসাইট এর কোন রকম সিকিউরিটি সমস্যা বা স্পাম তৈরি হলে গুগুল আপনাকে মেইল এর মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে।
- আপনার সাইট এর আগের থেকে বর্তমান অবস্থান অর্থাৎ SERP রাঙ্কিং কি-ওয়ার্ড এবং বর্তমানে রাঙ্কিং পজিশন জানতে পারবেন এই গুগুল সার্চ কনসোল এর মাধ্যমে।
- ধরুন আপনি আপনার ওয়েবসাইট এর কোন পোস্ট বা পেজ কে পুনরায় আপডেট করেন এবং গুগুলে ইনডেক্স করাতে চান তাহলে আপনাকে এই কাজটি গুগুল সার্চ কনসোল এর মাধ্যমে করতে পারবেন।
- আপনার যদি একটি ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই গুগুল সার্চ কনসোল Google Search Console সম্পর্কে ধারনা থাকতে হবে। আপনি একজন নন- টেক বাক্তি হন বা একজন মার্কেটার হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই Google Search Console সম্পর্কে ধারনা রাখতে হবে
- এছাড়াও আপনি যদি একজন SEO এক্সপার্ট হয়ে থাকেন তবুও আপনার গুগুল সার্চ কনসোল Google Search Console সম্পর্কে ধারনা রাখতে হবে। কারন আপনি আপনার ক্লায়েন্টের সাথে কাজ করার সময় আপনার ক্লায়েন্টের সাইট এর বর্তমান অবস্থা এবং নানা রকম তথ্য জানতে পারবেন
- আপনি একজন ওয়েবসাইট এর মালিক তো আপনার ওয়েবসাইট এর মধ্যে কোন প্রকার এরোর আছে কি না আপনার ওয়েবসাইট কি রকম পারফ্রম করছে সঠিক ভাবে আপনার সাইটটি ডেভেলপ হচ্ছে কি না এসব কিছু সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই Google search Console এর ব্যবহার সম্পর্কে ধারনা রাখতে হবে
অনেক এই গুগুল কিওয়ার্ড প্লানার ব্যবহার করতে চান কিন্তু তা ব্যবহার করতে পারবেন না। অ্যাকাউন্ট করতে চাচ্ছেন কিন্তু তা পাচ্ছেন না বা আরও ক্যাম্পেইন বিষয়ে বিভিন্ন সমস্যা হচ্ছে বা অ্যাকাউন্ট টা ভালো চালু করতে পারছেন না। Google KeyWord Planner এটি গুগুল এর একটি ফ্রি টুল। অনেক SEO বিশেষজ্ঞ ইতিমধ্যে বেশ কয়েকটি গুগুল অ্যাডসেন্স কিনেছেন এবং এই কিওয়ার্ড প্লানার ব্যবহারকারীদের সরবরাহ করে থাকে।
তবে আপনি এটি এসইও SEO কিওয়ার্ড রিসার্চ এর জন্য এটি বিনামূল্য এই সরঞ্জাম ব্যবহার করতে পারবেন। এই সরঞ্জাম এর মাধ্যমে আপনি কিওয়ার্ড কে আরও শক্তিশালী করে যা আপনার গুগুল অ্যাপ্লিকেশান সুটে Google Application Suite সহজেই সংহত করে।
ওয়েব মাস্টার টুল মূলত এমন একটি টুল যা ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটকে বা ব্লগকে সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করতে পারবেন। গুগুল ওয়েব সার্চ ইঞ্জিন ওয়েবসাইট এর ট্র্যাফিক সিংহভাগ নিয়ন্ত্রণ করে থাকলেও বিং Bing এখন অনেক মনোযোগ আকর্ষণ করে থাকে। তাই আপনি যখন আপনার ওয়েবসাইট এর জন্য এসইও SEO এর কাজ করে চলেছেন তাই আপনি এটিকে ভুলে যাবেন না।
বিং Bing SEO এসইও এর সাফল্য বাড়াতে অন্যতম ফ্রি সরঞ্জাম হচ্ছে Bing Webmaster toll বিং ওয়েবমাস্টার টুল। এই অ্যাপ্লিকেশানটি হচ্ছে সজ্ঞাত ড্যাশবোর্ড যা সময়ে সাথে সাথে SEO এসইও এর ফলাফল গুলি ট্র্যাক করার জন্য সহজ প্রতিবেদন আপনাকে সরবরাহ করবে। SEO এর দুর্বলতা গুলি সমাধান এর জন্য ডায়াগনস্টিক সরঞ্জাম এবং রিয়েল টাইম আপনার বিং অ্যাকাউন্ট ট্র্যাক রাখতে আপনাকে কনফিগারেশন নোটিফিকেশন সুবিধা সরবরাহ করে থাকে। যা একজন ওয়েবসাইট এর মালিক এর জন্য খুব ভালো বিষয়
সন্দেহজনক বা ক্ষতিকারক বা আপনার ওয়েবসাইট এর ক্ষতি করার চেষ্টা করে এমন ইউআরএল URL লিঙ্ক করে থাকে তবে সেই লিঙ্কটি গুগুলের সূচি অপসারণ করার জন্য বা সেটি অপসারণ করা দরকার যাতে সেই সন্দেহজনক URL লিঙ্ক আপনার ক্ষতি না করে।
Google Disavow toll application অ্যাপ্লিকেশানটি আপনাকে SEO এসইও সম্পর্কে নানা রকম জরিমানা এড়াতে সহায়তা করে থাকে এবং আপনার ওয়েবসাইট এর জন্য সন্দেহজনক বা বিপদজনক লিঙ্ক গুলি অপসারণ করতে সহায়তা করে বা অস্বীকার করে
আমরা প্রথমে জেনে নেই গুগুল মাই বিজনেস Google My Business কি। অনেক এই হয়তো জানেন আবার অনেকেই হয়তো জানেন না। গুগুল মাই বিজনেস Google My Business হচ্ছে গুগুল এর একটি প্লাটফ্রম। যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটকে গুগুলে কিংবা গুগুল সাইটে তুলে ধরতে পারেন।
আপনি যখন আপনার ওয়েবসাইটে বা বিজনেস কে গুগুলে লিস্ট করবেন তখন আপনার বিজনেস কে গুগুল ম্যাপে সো করবে বা দেখাবে। এছাড়া আপনাকে একটা প্লাটফ্রম দেয়া হবে যেখানে আপনি চাইলে আপনার ওয়েবসাইট এর বা বিজনেস রিলেটেড যে কোন তথ্য সেখানে আপডেট করতে পারবেন। বিজনেস রিলেটেড ইমেজ আপনি এখানে আপডেট করতে পারবেন
গুগুল মাই বিজনেস Google My business আপনি একটি লিস্ট তৈরি করুন রিয়েল টাইমে আপনার তালিকা সম্পর্কিত তথ্য সেখানে তুলে ধরুন এবং এমনকি গুগুল এর মাধ্যমে ব্যবহারকারীদের সাথে সরাসরি ইন্টারঅ্যাক্ট করুন। যে কোন উপায়ে আপনার কার্জ সম্পাদন করার জন্য আপনাকে Google My Bisiness একটি প্রোফাইল তৈরি করতে হবে
সাধারণত আপনি গুগুল মাই বিজনেস Google My Business এই কারনে ব্যবহার করবেন কারন Google My Business সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ আপনি যদি আপনার বিজনেস কে গুগুল মাই বিজনেসে অ্যাড করতে চান তাহলে আপনাকে এক্ষেত্রে কোন প্রকার টাকা পেইড করতে হবে না।
Google My Business আপনাকে কিছু এক্সট্রা সেল জেনারেট করতে হেল্প করবে। কখন আপনি আপনার বিজনেস কে গুগুল ম্যাপে লিস্ট করবেন তখন আপনার বিজনেস রিলেটেড কোন সার্চ যদি কেউ করে তাহলে সেখানে আপনার বিজনেসকে সেখানে সো আপ করা হবে আপনার বিজনেস ইনফরমেশন মেইনত আপনার ফোন নাম্বার বিজনেস অ্যাড্রেস, লোকেশন ওয়েবসাইট URL Google Search এ এবং গুগুল ম্যাপে দেখানো হবে। সুতরাং আপনি সেখান থেকে কিছু এক্সট্রা সেলস জেনারেট করতে পারবেন।
Google My Business এর মাধ্যমে কাস্টমার আপনাকে রিভিউ দিতে পারবে। আপনার যদি রিভিউ পজিটিভ হয় তখন গুগুল আপনার বিজনেস কে আরও বেশি সাজেশন করবে রিলেটেড কাস্টমার দের কে। Google my Business থেকে আপনি ছড়াছড়ি কাস্টমার দের থেকে রিভিউ নিতে পারবেন পজিটিভ বা নেগেটিভ রিভিউ গুলি প্রপারলি অপটিমাইজ করতে পারবেন। আর এভাবে আপনি আপনার বিজনেসকে আরও গুগুল রাঙ্কিং করাতে পারবেন।
Google My Business ব্যবহার করে আপনার আপনার ওয়েবসাইটে বিজনেস রিলেটেড পোস্ট করতে পারবেন। যেটা মূলত গুগুল সার্চে সো করবে।
Google My Business এর মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টকে সোকেচ করাতে পারবেন। যেটা গুগুল সার্চে গুগুল সেই প্রোডাক্টকে দেখাবে যখন আপনি আপনার বিজনেসকে সার্চ করবে
Google My Business এর মাধ্যমে আপনি স্পেশাল অফার কাস্টমার দের সামনে রিপ্রেজেন্ট করতে পারবেন। যখনই আপনি গুগুল মাই বিজনেস ব্যবহার করবেন আর সেখানে অফার অ্যাড করবেন আপনার অফার গুগুল সার্চে সো করবে আপনার কাস্টমারদের সামনে। এবং কাস্টমার যদি মোবাইল থেকে আপনার বিজনেস রিলেটেড সাইট সার্চ করে এবং আপনার বিজনেস ইনসাইডে প্রবেশ করে। আপনার Google My Business প্রোফাইল প্রবেশ করে তখন তারা এখানে বিজনেস রিলেটেড পোস্ট, আপনার বিজনেস রিলেটেড রিভিউ , বিজনেস রিলেটেড অফার গুলি দেখতে পারবে।
এছাড়া Google My Business আপনাকে অন ক্লিক ওয়েবসাইট প্রভাইড করে। যেখানে আপনি কল অ্যাকশান বাটন অ্যাড করতে পারবেন অথবা আপনার ওয়েবসাইট কল জেনারেট করতে পারবেন। অথবা ছড়াছড়ি আপনার বিজনেস ইনফরমেশন অ্যাড করতে পারবেন বা প্রভাইড করতে পারবেন আপনার কাস্টমারদের জন্য।
গুগুল মাই বিজনেস রয়েছে ম্যাসেজ অপশন। যেটার মাধ্যমে ছড়াছড়ি কাস্টমার বিজনেস রিলেটেড যেকোন প্রশ্ন করতে পারবে। যেটা গুগুল মাই বিজনেস Google My Business Application এর মাধ্যমে আপনি আপনার মোবাইল এর মাধ্যমে পেয়ে যাবেন।
আপনি যদি আপনার ওয়েবসাইটকে অন পৃষ্টায় SEO কনফিগারেশন টিকে আরও সহজ তর করতে চান তবে গুগুল এর Data Structured Data Testing Toll সিস্টেম বা সরঞ্জাম হল এটি করার জন্য সবচেয়ে দরকারী এবং এর কোন বিকল্প নেই। এমনকি আপনার ওয়েবসাইট এর আর্টিকেল ডেটা এর মধ্যে কোন সমস্যা সমাধানে সহায়তা করে।
Page speed Insights মোবাইল ফোন এবং ডেস্কটপ দুই ভার্সন এর জন্য ডাটা দেয়া হয়ে থাকে। এছাড়া আপনি কিভাবে আপনার সাইটকে আরও ভালো পারফরমান্স করা যাবে তাও বলে দেয়া যাবে। এটি গুগল এর একটি ফ্রি টুল বা ফ্রি SEO টুল। যেকোন ওয়েবসাইটকে গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট এ ভালো পারফরমান্স করতে হলে অবশ্যই তার লোডিং স্পিড ভালো করতে হবে। আপনার ওয়েবসাইটকে বা প্লাটফ্রমকে আরও কার্যকারিতা করার জন্য পরামর্শ পেতে পারেন। Page Speed Insights আপনাকে আপনার ওয়েবসাইট এর জন্য সহজেই পঠনযোগ্য স্কোর সরবরাহ করে
আপনি কি আপনার ওয়েবসাইটকে একটি সুন্দর অ্যাপ্লিকেশান এর মাধ্যমে উন্নত করার চেষ্টা করছেন এবং আপনার ওয়েবসাইট এর লোডিং স্পিড বারিয়ে নিতে চাচ্ছেন। তাহলে আপনি এই Light House অ্যাপ্লিকেশান ব্যবহার করতে পারেন। যা আপনার ওয়েবসাইট এর লোডিং স্পিড এর বারিয়ে নিতে বা উন্নত করতে সহায়তা করে।
lighthouse এমন একটি অ্যাপ্লিকেশান যা আপনার ওয়েবসাইট এর লোড স্পিড সহ আপনার ওয়েবসাইট এর কার্যক্ষমতা বিদ্ধি করার জন্য সহায়তা প্রদান করে থাকে। মোবাইল এর জন্য ওয়েবসাইট এর লোডিং এর জন্য এটি বেশ কার্যকর একটি অ্যাপ্লিকেশান। গুগল তাদের নিজস্ব অভ্যন্তরীন কার্যকলাপ পরিক্ষা করার জন্য এই LightHouse Application ব্যবহার করে থাকেন। যাতে আপনি নিশ্চিত হয়ে জান যে এটি একটি নির্ভরযোগ্য অ্যাপ্লিকেশান
আপনি যদি ইন্টারনেট ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে Internet marketing Ninjas সম্পর্কে শুনেছেন ? এসব ডেভেলপাররা SEO এসইও কে আরও বিস্তৃত সহজতর করার জন্য ডিজাইন করা বিভিন্ন অ্যাপ্লিকেশান গুলির বিস্তৃত অফার দেয় আর সেই ক্ষেত্রে আপনি Vervy Application নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন যা এমন এক দুর্দান্ত সংযোজন।
আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর জন্য কাজ করেন তাহলে আপনার কাজের জন্য ইমেইল একটি বড় অংশ। আপনার যে এক ধরনের সঠিক বার্তা বা মেসেজ প্রয়োজন তা একাধিক ইনবক্স এর মধ্যে বাছাই করা অনেক কঠিন কাজ হয়ে পরে। আর এর জন্য এই হান্টার Hunter Freemium Application এর মাধ্যমে খুব সহজেই এই কাজটি করতে পারবেন। যা আপনার কাজকে আরও সহজ করে তোলে।
এই পরিষেবার জন্য অর্থ প্রদান করার আগে আপনাকে প্রতি মাসে ৫০ টি Queries করতে পারেন এবং Hunter আপনাকে নিদিষ্ট প্রেরক এবং ঠিকানা সম্পর্কিত সমস্ত বার্তা তথ্য সন্ধান করতে সহায়তা করে।
এই বিষয়টি আপনার ওয়েবসাইট এর SEO এর জন্য খুব দরকারী বা গুরুপ্তপূর্ণ বিষয়। আপনার এসইও SEO কে আরও উন্নত করার জন্য আপনার কিওয়ার্ড সেটিংস কনফিগার আরও উন্নত করার সহজতর করার উপায় খুজছেন।
KeyWord Hero হলো একটি ফ্রিমিয়াম পরিষেবা যা আপনাকে মেশিন লার্নিং দারা সমর্থিত সিস্টেম দারা আপনার কিওয়ার্ড গুলি পরিক্ষা করতে দেয়। KeyWord Hero আগের থেকে এখন সংশোধন করা হচ্ছে যা আপনি ভালো পারফ্রম করে পুরো মাসে ২০০০ সেশন পর্যন্ত সম্পাদন করতে পারেন।
আপনার লিঙ্কিং গঠন আপনার ওয়েবসাইট এসইও SEO এর জন্য একটি বড় সাফল্যর জন্য প্রয়োজনীয় উপাদান। আপনি আপনার ওয়েবসাইট এর জন্য নিশ্চিত থাকতে হবে বা নিশ্চিত করতে হবে যে আপনার লিঙ্ক গুলি মজবুত এবং সন্দেহজনক লিঙ্ক গুলিকে বাধা প্রদান করতে SEO কে কে নেতিবাচক ভাবে প্রভাবিত করতে বাধা দিতে দূরত এবং খুব সহজে সনাক্ত করতে পারবেন SEO নেতিবাচক ভাবে প্রভাবিত করতে বাধা দিতে দূরত এবং খুব সহজে সনাক্ত করতে পারবেন SEO।