5G সম্পূর্ণ কয়েকটি সেরা স্মার্টফোন দেখে নিন

মানুষের দৈনন্দিন চাহিদা মিটানোর জন্য টেকনোলজি কোম্পানি গুলো নানা রকম পদক্ষেপ গ্রহন করেছে। যেমন আমাদের সুবিধার জন্য এসব কোম্পানি গুলো ৪জি (4G) স্মার্ট ফোন এর পাশাপাশি বর্তমান বাজারে বের করেছেন ৫জি (5G)স্মার্ট ফোন। এই ৫জি (5G) সম্পূর্ণ স্মার্টফোন গুলা এর বিবর্তন আবিস্কার ছিল অনন্যা সময়ের এর থেকে খুব দ্রুত। 

নতুন বছরে এই নির্মাতা প্রতিষ্ঠাকারী কোম্পানি গুলো এই ৫ জি স্মার্ট ফোনে জগ করেছে নানা রকম নতুন ফিচার। যা মানুষ কে নানা ভাবে চমকে দিয়েছে। আর এই ৫জি স্মার্টফোনে এর স্যামসাং এবং অ্যাপল ছিল সবার শীর্ষে। তবে তাই বলে তো আর অনন্যা কোম্পানি গুলো হাত গুটিয়ে বছে থাকার পাত্র না। হুয়াওয়ে Huawei, ভিবো Vivo, Oppo অপ্প, Realme রিয়ালমি, One plus ওয়ান প্লাস, গুগল ইত্যাদি নানা রকম স্মার্ট ফোন।

এসব স্মার্টফোন গুলো বাজারে বেশ চমক দেখিয়েছে। আর এসব ডিভাইসে প্রতিষ্ঠান গুলো সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে যা ব্যাবহারে গ্রাহকরা অনেক ভালো পারফরমান্স পেয়ে থাকে। চলুন তাইলে দেখে নিয়া যাক এই ৫জি (5G) সম্পূর্ণ স্মার্টফোন;
 
স্যামসাং গ্যালাক্সি এস১০ ৫জি (Samsung Galaxy S10 5G)
স্যামসাং কোম্পানি এর নির্মাতাগন তাদের এই সিরিজ টি ২০২০ সালে তৈরি করেন। এই স্মার্টফোন টি ডিসপ্লে ৬.৭ ইঞ্চি এবং এর ব্যাটারি ক্ষমতা ৪৫০০ এমপিয়ার একটি শক্তিশালী ব্যাটারি রয়েছে এই স্মার্টফোন টিতে। এই ফোনে এনড্রয়েড ৯.০ ওএস এবং ২.৭ গিগাহার্জ অক্টা এক্সিনোস ৯৮২০ অক্টা ৮এনএম (8NM) প্রসেসর দারা এই স্মার্ট ফোন টি পরিচালিত। 

স্পিসিফিকেশন 
  • স্কিনের আকারঃ ৬.৭ ইঞ্চি ডিসপ্লে 
  • ক্যামেরাঃ এই স্মার্ট ফোনে তিনটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যেমন ; ১২+১২+ ১৬                                    টপ ১০ মেগাপিক্সেল 
  • র‍্যামঃ ৮জিবি 
  • রমঃ ১২৮ জিবি 
  • সিম কার্ডঃ ন্যানো ডুয়েল সিম 
  • ব্যাটারিঃ৪৫০০ এম্পিয়ার
  • অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ৯.০ 
  • প্রসেসরঃ অক্টা ৮ এনএম ব্যবহার করা হয়েছে
  • মূল্যঃ 89,990 টাকা মাত্র
স্যামসাং গ্যালাক্সি এ৯০ ৫জি(Samsung galaxy A90 5G)
মাঝামাঝি দামের মধ্যে আপনি পেয়ে যাবেন দারুন এই স্যামসাং গ্যালাক্সি এ৯০৫জি (5G) (Samsung  galaxy a90 5G) সম্পূর্ণ স্মার্ট ফোন। কম বাজেট এর মধ্যে এই ফোনে রয়েছে অনেক নতুন ফিচার। এই ফোন টি স্যামসাং কোম্পানি এর সব গুনাবলির সঙ্গে আছে। কেননা এই ফোন এর ডিজাইন,অনেক গতি সম্পূর্ণ এবং দারুন ডিসপ্লে রয়েছে। এই স্মার্ট ফোন টি আপনাকে আপনার জীবন সাশ্রয়ের অংশীদার করে তুলবে।

মিড বাজেটের ওপর আপনি এই স্মার্ট ফোনে পাবেন ত্রিপল লেন্স ক্যামেরা যা ৪৮ মিগাপিক্সেল এবং দুরান্ত ৬.৭ ইঞ্চি স্ক্রিন একটি শক্তিশালী এমএইচডি ব্যাটারি। এই ফোন টি তে আপনি পাবেন না ওয়াটারপ্রফিং এবং ওয়্যারলেস চার্জিং সুবিধা পাবেন না। এছাড়া আপনি এই ফোনটি তে সব ধরনের সুবিধা পেয়ে থাকবেন। এই স্মার্ট ফোনটি আমার কাছে খুব দারুন লেগেছে। 


স্পিসিফিকেশন 
  • ফোনটির ওজন(Weight)ঃ ২০৬ গ্রাম
  • ডিসপ্লে  (Display)             ঃ৬.৭ ইঞ্চি 
  • ওএস (OS)             ঃএন্ড্রয়েড ৯.০
  • রেজোলিউশন(Resolution) ঃ১০৮০X২৪০০ পিক্সেল
  • সিপিউ(CPU)               ঃকোয়ালকম স্নাপড্রাগন ৮৫৫
  • র‍্যাম        (RAM)               ঃ৬/৮ জিবি
  • রম (ROM)              ঃ১২৮
  • কালার                                  ঃসাদা এবং কালা দুটি পাওয়া যাবে 
  • ওটিজি                                 ঃ সাপোর্ট 
রিয়ার ক্যামেরা (REAR CAMERA) ঃ৪৮+৮+৫ মেগাপিক্সেল 
  • ফন্ট ক্যামেরা (FONT CAMERA) ঃ৩২মেগাপিক্সেল 
  • মূল্য  (PRICE)            ঃ৮৫,০০০ হাজার টাকা মাত্র

সাওমি এমআই মিক্স ৩ ৫জি (XIAOMI MI MIX 3 5G)  
সাওমি ব্রান্ড এর ফোনটি বাজারের সেরা সবচেয়ে কম দামে ৫জি (5G) স্মার্ট ফোন। এই ফোনটির কাজ ২০১৮ সালের শেষ এর দিক নিশ্চিত করা হয় এবং তা বাজারে আছে ২০১৯ সালে। এই স্মার্টফোন টি বেশ শক্তিশালী ডিভাইস এর মতো। এই ফোনটির মাঝে আছে নানা রকম নতুন ফিচার। এতে আছে ৬.৩৯ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। এই স্মার্ট ফোনে আর ও আছে সর্বাধিক ১০ গিগাবাইট র‍্যাম এবং ২৫৬ জিবি রম। 

আর এই ফোনে সাওমি কোম্পানি দিয়েছেন দুইটি ক্যামেরা। যা পুরটা খুব জোশ। একটি ক্যামেরা ২৪ মেগাপিক্সেল আর অন্য ক্যামেরা ২ মেগাপিক্সেল এর। তবে এই স্মার্ট ফোন টি আপগ্রেড এর পর এই ফোন টিকে কিনতে আপনার ব্যাংক ভাংতে হবে। 

স্যামসাং গ্যালাক্সি নোট ১০প্লাস (Samsung Galaxy Note 10plus) 
আপনারা যারা হাই কোয়ালিটি সম্পূর্ণ ফোন পছন্দ করেন তাদের জন্য এই স্যামসাং গ্যালাক্সি নোট ১০ প্লাস স্মার্ট ফোন। যদি আপনি আপনার ৫জি (5G) সম্পূর্ণ প্রয়োজন ৫জি প্রয়োজন এর জন্য স্যামসাং এর সঙ্গে লেগে থাকতে চান তাহলে ৫জি সম্পূর্ণ ফোন গ্যালাক্সি নোট ১০ প্লাস তার আকর্ষণীয় বিকল্প সরবরাহ করে। এই স্মার্ট ফোনে আর বড় স্ক্রিন ব্যবহার করা হয়েছে এবং আর বেশি র‍্যাম ও ব্যবহার করা হয়েছে। 

এই স্মার্ট ফোন আপনি দূর থেকে নিয়ন্ত্রন করতে পারবেন স্টাইলশ সক্ষম করে। এই ফোন টি ব্যবহার আপনাকে আর দারুন করে তুলবে। আপনি ৫ জি (5G) সম্পূর্ণ স্যামসাং এর স্মার্ট ফোন কিনতে পারেন। তবে কিনার আগে একটু যাচাই এবং ওয়েবসাইট ভালভাবে তথ্য দেখে কিনুন। 

স্পিসিফিকেশন 

  • ওজন ঃ ১৯৮ গ্রাম 
  • স্ক্রিন   ঃ ৬.৮ ইঞ্চি
  • ওএস  ঃ এড্রয়েড ৯.০ 
  • রেজোলিউশন ঃ১৪৪০X৩০৪০ 
  • প্রসেসর  ঃকোয়ালকম স্নাপড্রাগন ৮৫৫/এক্সিনস ৯৮২৫
  • র‍্যাম      ঃ১২ জিবি
  • রম       ঃ ২৫৬জিবি/৫১২জিবি
  • ব্যাটারি ঃ৪৩০০ mAH
  • রিয়ার ক্যামেরা ঃ১২+১২+১৬ মেগাপিক্সেল 
  • ফন্ট ক্যামেরা  ঃ ১০ মেগাপিক্সেল
  • মূল্য     ঃ ১১৩৯০০ টাকা মাত্র

ওয়ান প্লাস ৭ প্রো ৫জি( ONE PLUS 7PRO 5G) 
আমি যদি আপনাকে বলতে চাই যে এই স্মার্ট ফোন টি সবচেয়ে সেরা ৫জি (5G) স্মার্ট ফোন গুলির মধ্যে একটি। এই ওয়ান প্লাস ৭ প্রো ৫জি 5G (ONE PLUS 7 PRO 5G) স্মার্ট ফোন এর মাঝে আছে নানা রকম ফিচার। এই ওয়ান প্লাস ৭ প্রো ৪ জি এবং ৫জি ফোনের ডিজাইন, ক্যামেরা, ডিসপ্লে সব একই। কিন্ত পার্থক্য শুধু ফোনের নেটওয়ার্ক ৫জি দূরত গতিতে চলা। 

এই স্মার্ট ফোন টি গ্যালাক্সি এস১০ এর কাছ থেকে পুরটা আলাদা পদ্ধতির। এই স্মার্ট ফোনের ক্যামেরা, ডিসপ্লে, স্ক্রিন এবং ব্যাটারি সম্পূর্ণ গ্যালাক্সি এস১০ (S10) এর থকে সম্পূর্ণ বড়। ওয়ান প্লাস ৭ প্রো ৫জি 5G (ONE PLUS 7 PRO 5G) স্মার্ট ফোনটির ডিসপ্লে ৬.৬৭ ইঞ্চি। এই ডিসপ্লে তে ছবি খুব মসৃণ ভাবে প্রদর্শন করে থাকে। এইই স্মার্ট ফোন এইচডিআর ১০ এবং এইচডিআর ১০ প্লাস সাপোর্ট করে।

অ্যামোলেড ডিসপ্লে ছারাও ওয়ান প্লাস ৭ প্রো ৫জি 5G (ONE PLUS 7 PRO 5G) স্মার্ট ফোন এ  রয়েছে ত্রিপল ক্যামেরা যা প্রটেড মোডে, আলট্রা ওয়াইল্ড 3X অপ্টিকাল জুম এ চিত্রগুলি শুটিং করতে পারবে এই স্মার্ট ফোনটি। এই স্মার্ট ফোনটি তে পপ-আপ ক্যামেরা ব্যবহার করা হয়েছে যা ১৬ মেগাপিক্সেল এর। 

স্পিসিফিকেশন 

  • ওজন ঃ২০৬ গ্রাম 
  • স্ক্রিন ঃ৬.৬৭ ইঞ্চি 
  • ওএস ঃএন্ড্রয়েড ৯.০ 
  • প্রসেসর ঃকোয়ালকম স্নাপড্রাগন ৮৫৫
  • র‍্যাম ঃ ৬জিবি/৮জিবি/১২জিবি 
  • রম ঃ১২৮জিবি/২৫৬জিবি
  • ব্যাটারি ঃ৪০০০ mAh
  • রিয়ার ক্যামেরা ঃ৪৮+৮+১৬ মেগাপিক্সেল 
  • ফন্ট ক্যামেরা ঃ ১৬ মেগাপিক্সেল 
হুয়াওয়ে মেট এক্স (HUAWEI MATE X)
৫জি স্মার্ট ফোনের মধ্যে এই ভাজ হওয়া হুয়াওয়ে মেট এক্স ৫জি(HUAWEI MATE X 5G) স্মার্ট ফোনটি সেরা বলে আমি মনে করি। কারন এই স্মার্ট হুয়াওয়ে মেট এক্স ৫জি(HUAWEI MATE X 5G) এই ফোন টি দেখতে খুব সুন্দর। আর এই ফোনের ডাউনলোড গতি অনেক বেশি। এই ফোন টি কিনার জন্য আপনাকে অবশ্যই কিছু বাজেট বেশি রাখতে হবে। অন্যন্য ফোনের মতো এই ফোনে রয়েছে দারুন সব নতুন প্রযুক্তি। 

এই ফোনে আপনি পাবেন কিরিন প্রসেসর ৯৮০, ৮ গিগাবাইট র‍্যাম, ৫১২ জিবি রম, মাল্টি-মোড ৫জি চিপ্সেট। আর ও আছে বিশাল বড় ৪৫০০ হাজার এমএইচ ব্যাটারি যা আপনার স্মার্ট ফোন কে অনেক ধরে চালাতে সহায়তা করবে। এই স্মার্ট ফোন এখন বাজার এ অনেক কম সরবরাহে পাওয়া যাচ্ছে। 

স্পিসিফিকেশন 

  • ওজন ঃ২৯৫ গ্রাম 
  • স্ক্রিন  ঃ৮ ইঞ্চি 
  • ওএস ঃএন্ড্রয়েড ৯.০ 
  • প্রসেসর ঃকিরিন ৯৮০
  • র‍্যাম ঃ৮ জিবি 
  • রম ঃ ৫১২ জিবি 
  • ব্যাটারি ঃ ৪৫০০ এম এইচ 
  • রিয়ার ক্যামেরা ঃ৪৮+৮+১৬+ TOF মেগাপিক্সেল 
  • ফন্ট ক্যামেরা ঃ N/A
মূল্য ঃ৩০৭০০০ টাকা মাত্র 
অপ্প রেনো ৫জি (OPPO RENO 5G)  
এই স্মার্ট ফোনটি অনেক সাশ্রয়ী মুল্য এবং স্টাইলস এর জন্য খুব ভালো। চিনা নির্মাতা প্রতিষ্ঠান এই অপ্প রেনো ৫জি স্মার্ট ফোন টিকে আনুষ্ঠানিক ভাবে উদ্ভবন করেন। এই স্মার্ট ফোনে ডিসপ্লে ৬.৬ ইঞ্চি এবং এলইডি ডিসপ্লে। আর ও আছে ৪০৬৫ এমএইচ ব্যাটারি। 

স্পিসিফিকেশন 

  • ওজন ঃ২১৫  গ্রাম 
  • স্ক্রিন  ঃ ৬.৬ ইঞ্চি   
  • ওএস ঃএন্ড্রয়েড ৯.০ 
  • প্রসেসর ঃকোয়ালকম স্নাপড্রাগন ৮৫৫
  • র‍্যাম ঃ৮ জিবি 
  • রম ঃ২৫৬ জিবি 
  • ব্যাটারি ঃ ৪০৬৫mAh
  • রিয়ার ক্যামেরা ঃ৪৮+১৩+৮ মেগাপিক্সেল 
  • ফন্ট ক্যামেরা ঃ ১৬ মেগাপিক্সেল
  • মূল্য ঃ৮৩,৫০০ টাকা মাত্র 
আমরা আপনাকে দেখালাম ৫জি (5G) সম্পূর্ণ কয়েকটি স্মার্ট ফোন। আপনার কোন স্মার্টফোন টি বেশি বেশি ভালো লেগেছে তা অবশ্যই আমাদের কে কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ পোস্ট টি শেয়ার করে অনন্য জন কে দেখার সুযোগ করে দিন। এতে করে আপনি ও অপকৃত হন এবং অন্য জন দেখার সাহায্য করেন। আশা করি পরবর্তী পোস্ট আশা প্রজন্ত ভালো থাকবেন। 
পোষ্ট ক্যাটাগরি:

এখানে আপনার মতামত দিন

0মন্তব্যসমূহ

আপনার মন্তব্য লিখুন (0)