বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি

বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি - আপনি কি দেশের বাহিরে কোথাও যেতে চাচ্ছেন? অথবা বাহিরের দেশে কাজ করতে যাচ্ছেন। আপনাকে অবশ্যই কোনো না কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে দেশের বাহিরে যেতে হবে।

বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি

সূচীপত্রঃ বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি

অনেক মানুষ দেশের বাহিরে যাওয়ার সময় কিছু ভুল করে ফেলে যার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক মানুষ বিদেশে যাওয়ার সময় ভুয়া এবং লাইসেন্স বিহীন ট্রাভেল এজেন্সি ব্যবহার করে।

যার ফলে বিদেশে যাওয়ার পর তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে। আপনি যদি বিদেশে যেতে চান তাহলে আপনি অবশ্যই বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি ব্যবহার করবেন। 

বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি ব্যবহার করলে আপনার ভ্রমন হবে নিরাপদ। আপনি সম্পন্ন আইন অনুযায়ী বিদেশে যেতে পারবেন। আপনাকে বিভিন্ন দালানের কাছে যেতে হবে না এবং আপনার অতিরিক্ত খরচ হবে না। 

অনেক সময় ভুয়া ট্রাভেল এজেন্সির কথা বলে দালালরা লোক বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে মানুষ টাকা নিয়ে পালিয়ে যায়। তাই এসব দালালদের কাছে থেকে দূরে থাকুন। আমি এই আর্টিকেলে ১৫টি বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সির নিয়ে আলোচনা করব। যেগুলোর মাধ্যমে আপনি নিরাপদে বিদেশে ভ্রমণ করতে পারবেন।

1. Abdullah Overseas Agency

বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি হচ্ছে Abdullah Overseas Agency. এই এজেন্সির লাইসেন্স নাম্বার হচ্ছে RL1396 এই এজেন্সির বর্তমান অবস্থান 45/A, Naya Paltan (1st Floor), Dhaka-1000. 

আপনি যদি এই বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি এর সাথে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে 01715314381 যোগাযোগ করুন। এই ট্রাভেল এজেন্সির লাইসেন্স মেয়াদ 17-Jan-2023 সাল পর্যন্ত।

2. Al-Omar Recruitment

বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি লিস্টে Al-Omar Recruitment রয়েছে। এই এজেন্সির লাইসেন্স নাম্বার হচ্ছে RL1600. এই ট্রাভেল এজেন্সির বর্তমান অবস্থান 185, Shahid Sayed Nazrul Islam Sarani, New, 39, Kakrail, (old) Navana Rahim Ardent (10th Floor), Suit#B-10, Paltan, Dhaka-1000.

আপনি 01828555518 এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন এবং এজেন্সি সম্পর্কে আপনার মনে সকল বিষয়ের উপরে বিস্তারিত জানতে পারবেন। এই ট্রাভেল এজেন্সির লাইসেন্স মেয়াদ 16-Dec-2024 সাল পর্যন্ত।

আরো পড়ুনঃ পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম

3. Job Wheels

বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি হচ্ছে Job Wheels. এই ট্রাভেল এজেন্সির লাইসেন্স নাম্বার হচ্ছে RL2058. এটির বর্তমান অবস্থান হচ্ছে 205/1, (3rd Floor), Gulshan Link Road, Tejgaon C/A, Dhaka-1208. আপনি যদি তাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বার গুলোতে ফোন দিতে পারেন +88 01713 240050, 01719856955. এই ট্রাভেল এজেন্সির লাইসেন্স মেয়াদ 19-May-2025 সাল পর্যন্ত।

4. TOP TEN OVERSEAS LTD.

বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি মধ্যে Top Ten Overseas LTD. রয়েছে। এই ট্রাভেল এজেন্সির লাইসেন্স নাম্বার হচ্ছে RL1259. এই ট্রাভেল এজেন্সির বর্তমান অবস্থান House#105/2, Kakrail, Dhaka-1000. আপনি যদি তাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে ফোন দিতে পারেন 01714222216, 01623268235 এই ট্রাভেল এজেন্সির লাইসেন্স মেয়াদ 31-Dec-2022 সাল পর্যন্ত।

5. A HOSSEN INTERNATIONAL CO. LTD

এই ট্রাভেল এজেন্সির লাইসেন্স নাম্বার হচ্ছে RL2041. বর্তমানে এটি অবস্থান করছে78 Nayapaltan, Shanjari Tower, 6th Floor, Dhaka-1000. আপনি যদি তাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে ফোন দিতে পারেন 01883308977, 02-48312311 এই ট্রাভেল এজেন্সির লাইসেন্স মেয়াদ 20-Mar-2025 সাল পর্যন্ত।

6. A.N.S BUSINESS LTD.

বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি হচ্ছে A.N.S Business LTD. এই ট্রাভেল এজেন্সির লাইসেন্স নাম্বার হচ্ছে RL2079. এই ট্রাভেল এজেন্সির বর্তমান অবস্থান 40/1, Nayapaltan,Dhaka-1000. আপনি যদি তাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে ফোন দিতে পারেন 01820256185. এই ট্রাভেল এজেন্সির লাইসেন্স মেয়াদ 05-Jul-2022 সাল পর্যন্ত।

আরো পড়ুনঃ পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক

7. A.S Travel & Tourism Agency

এই ট্রাভেল এজেন্সির লাইসেন্স নাম্বার হচ্ছে RL1627. এটার বর্তমান অবস্থান 292, Inner Circular Road, Shatabdi Center (4th Floor), R#4/G, Fakirapool, Dhaka আপনি যদি তাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে ফোন দিতে পারেন +8801708521752, 01956889038. এই ট্রাভেল এজেন্সির লাইসেন্স মেয়াদ 12-Dec-2021 সাল পর্যন্ত।

8. ABRAR NUHA HUMAN RESOURCE (PVT) LTD.

বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি হচ্ছে ABRAR NUHA HUMAN RESOURCE (PVT) LTD. এই ট্রাভেল এজেন্সির লাইসেন্স নাম্বার হচ্ছে RL1996. এদের বর্তমান অবস্থান H#81, 3rd Floor, Bir Uttam Ziaur Rahman Sarak, Banani, Dhaka. আপনি যদি তাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে ফোন দিতে পারেন 01715208248, 01975208248. এই ট্রাভেল এজেন্সির লাইসেন্স মেয়াদ 06-Mar-2025 সাল পর্যন্ত।

9. ADRIAN OVERSEAS

এই ট্রাভেল এজেন্সির লাইসেন্স নাম্বার হচ্ছে RL1960. এদের বর্তমান অবস্থান হচ্ছে Bashati Dream, P#03, F#A/5, R#5-6, R#20, Gulshan, Dhaka-1212. আপনি যদি তাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে ফোন দিতে পারেন 01674179166, 01771799097. এই ট্রাভেল এজেন্সির লাইসেন্স মেয়াদ 24-Nov-2024 সাল পর্যন্ত।

10. AFNAN AIR SERVICES LTD.

বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি হচ্ছে AFNAN AIR SERVICES LTD. এই ট্রাভেল এজেন্সির লাইসেন্স নাম্বার হচ্ছে RL1918. এই ট্রাভেল এজেন্সির বর্তমান অবস্থান Dag NO-9357, Madani Avenue, Vatara, Dhaka. আপনি যদি তাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে 01977719780 এই নাম্বারে ফোন দিতে পারেন। এই ট্রাভেল এজেন্সির লাইসেন্স মেয়াদ 12-Oct-2024 সাল পর্যন্ত।

11. AIR AND WAVE PVT. LTD.

এই ট্রাভেল এজেন্সির লাইসেন্স নাম্বার হচ্ছে RL1596. এই ট্রাভেল এজেন্সির বর্তমান অবস্থান ENA Tower, Room-1102, 57/3-4 Lake Circus, Kalabagan, Panthapath, Dhaka-1205. আপনি যদি তাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে এই 02-9103157, 01715010341, 01769998348 নাম্বারে ফোন দিতে পারেন। এই ট্রাভেল এজেন্সির লাইসেন্স মেয়াদ 11-Dec-2024 সাল পর্যন্ত।

12. AIR QUEEN OVERSEAS LTD.

বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি হচ্ছে AIR QUEEN OVERSEAS LTD. এই ট্রাভেল এজেন্সির লাইসেন্স নাম্বার RL1878. এদের বর্তমান অবস্থান 50/D, Inner Circular Road (3rd Floor), VIP Road, Nayapaltan, Dhaka-1000.

আপনি যদি তাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে ফোন দিতে পারেন 01732580161, 01716154452, 01714821233, 01914708149. এই ট্রাভেল এজেন্সির লাইসেন্স মেয়াদ 17-Jun-2024 সাল পর্যন্ত।

13. AIR TOP OVERSEAS

এই ট্রাভেল এজেন্সির লাইসেন্স নাম্বার হচ্ছে RL1979. এই ট্রাভেল এজেন্সির বর্তমান অবস্থান VIP Tower, L#12,51/1 Naya Paltan, Dhaka. আপনি যদি তাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে ফোন দিতে পারেন 01711284435, 01321153130. এই ট্রাভেল এজেন্সির লাইসেন্স মেয়াদ 06-Jan-2025 সাল পর্যন্ত।

14. AJWAH OVERSEAS SERVICES

বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি হচ্ছে AJWAH OVERSEAS SERVICES. এই ট্রাভেল এজেন্সির লাইসেন্স নাম্বার RL1911. এদের ট্রাভেল এজেন্সির বর্তমান অবস্থান Manru Shopping City (2nd floor), Chowhatta, Sylhet. আপনি যদি তাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে ফোন দিতে পারেন 0821728185, 01726017287, 01716690309. এই ট্রাভেল এজেন্সির লাইসেন্স মেয়াদ 03-Oct-2024 সাল পর্যন্ত। 

15. AJYAD LTD

এই ট্রাভেল এজেন্সির লাইসেন্স নাম্বার হচ্ছে RL2000. এই ট্রাভেল এজেন্সির বর্তমান অবস্থান 147/3, Nasrin Bhaban (4th Floor), D.I.T Ext. Road, Fakirapool, Dhaka-1000. আপনি যদি তাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে এই 02222223726 নাম্বারে ফোন দিতে পারেন। এই ট্রাভেল এজেন্সির লাইসেন্স মেয়াদ 10-Feb-2025 সাল পর্যন্ত।

বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি দেখে নিন ভিডিওতে

শেষ কথা - বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি

আমি এই আর্টিকেলে ১৫টি বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্স নিয়ে আলোচনা করেছি। এগুলো ছাড়াও দেশে হাজার বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি রয়েছে। আমার কথা হচ্ছে আপনি বিদেশে যান সমস্যা নাই কিন্তু যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিদেশে যাবেন সেটা বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি কিনা তা যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্ত নিবেন।