বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা
বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা — বাংলাদেশে বর্তমানে শিক্ষার হার দিন দিন বেড়েই চলছে। শিক্ষার গুনগত মান, আনুষাঙ্গিক কার্যক্রম সবকিছুই দিন দিন বেড়ে চলছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলাকে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং আছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয় গুলাে মঞ্জুরি কমিশনের সাথে অনুমোদিত আবার কোনটি গণপ্রজাতন্তী বাংলাদেশ রাষ্ট্রপ্রতি আদেশের অধীনে ঘঠিত কমিশন।
বেশিরভাগ বিশ্ববিদ্যালয় ব্যবসায়ী শিক্ষা, প্রকৌশলী এবং বিভিন্ন প্রযুক্তি গবেষণার সমন্বয়ে। আবার দেখা যায় সাধারণ গবেষণার উপর আলোকপাত করে থাকে। আজকের এই আর্টিকেল আমরা বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা গুলাে সম্পর্কে বিস্তারিত তথ্য দিবো।
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশের মধ্যে প্রথম বিশ্ববিদ্যালয়। এটি ঢাকার শাহবাগে অবস্থিত একটা স্বায়ত্তশাসিত সরকারি বিশ্ববিদ্যালয়, যা একটি গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। ব্রিটিশ ভারতের অক্সব্রিজ শিক্ষা ব্যবস্থা অনুসরণে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বাধিক সংখ্যক বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস পদক জিতেছেন।
এটি প্রথম বিশ্ববিদ্যালয় যা এশিয়ার ১০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬৪ তম স্থান অর্জন করেছে। এখানে রয়েছে প্রায় ৪৩,০০০ ছাত্র -ছাত্রী এবং শিক্ষক আছেন ২,০৮০ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল রয়েছেঃ বেগম রোকেয়া হল, সলিমুল্লাহ মুসলিম হল, জগন্নাথ হল, কবি সুফিয়া কামাল হল, শামসুন নাহার হল ইত্যাদি আরো অনেক হল আছে। এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয়ঃ
৬। ডিন- ৬
১। ১৯২১ সালে স্থাপিত
৭। আয়তন- ২৫৪ একর
৮। ওয়েবসাইট- du.ac.bd
৩। ধরণ- পাবলিক বিশ্ববিদ্যালয়
২। স্লোগান হলো- শিক্ষাই আলো
৫। উপাচার্য- মোহাম্মাদ আখতারুজ্জামান
৪। অধিভুক্ত- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
রাজশাহী বিশ্ববিদ্যালয়
এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। ১৯৫৩ সালের ৬ জুলাই প্রতিষ্ঠিত হয়েছে এই বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান রাঙ্কিং ২৩৬৪ তম। এর আবাসিক হল রয়েছে- শেরে-এ -বাংলা ফজলুল হক হল, মতিহার হল, শহীদ সোহরাওয়ার্দী হল, শহীদ আমির আলী হল, মাদার বক্স হল, রহমতুন্নেসা হল। একনজরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ঃ
১। ডিনঃ ৯ জন
২। প্রাধ্যক্ষ- ১৭ জন
৩। ১৯৫৩ সালে স্থাপিত
৪। আয়তন- ৭৫৩ একর
৫। ওয়েবসাইট- ru.ac.bd
৬। শিক্ষার্থী- ২৬৪৯৫ জন
৭। ধরণ- পাবলিক বিশ্ববিদ্যালয়
৮। উপাচার্য- ডা. এম আবদুস সোবহান
৯। ঠিকানা- মতিহার রাজশাহী, বাংলাদেশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের মধ্যে হলো সরকারি একটি বহু - অনুষদ গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি ১৯৬৬ সালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় প্রতিষ্ঠিত হয়েছিল।এটি আয়তনের দিক থেকে তৃতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি প্রাকৃতিক সৌন্দর্যের উৎস কারণ এটি চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে অবস্থিত। এখানে আবাসিক হল রয়েছে -আলাওল হল, শাহ আমানত হল, শহীদ আব্দুর রব হল, শামসুন্নাহার হল,প্রীতিলতা হল, জননেত্রী শেখ হাসিনা হল। এক নজরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ঃ
১। ছাত্র-ছাত্রী- ২৭,৮৩৯
২। উপাচার্য- শিরীণ আখতার
৩। প্রশাসনিক ব্যক্তিবর্গ- ২১১
৪। ধরণ-পাবলিক বিশ্ববিদ্যালয়
৫। শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ-৮৭২
৬। স্থাপিত- ১৯৬৬ সালের ১৮ নভেম্বর
৭। ঠিকানা- ফতেহপুর, হাটহাজারী চট্টগ্রাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলো দেশের অন্যতম বেস্ট পাবলিক বিশ্ববিদ্যালয় যেটা শীর্ষে ৬ তম স্থান করে নিয়েছে। ঢাকা সাভারে নবীনগরে ১৯৭০ সালে স্থাপিত এই বিশ্ববিদ্যালয়। প্রাকৃতিক সোন্দর্যের দিক দিয়েও এই ভার্সিটি অন্যতম। এক নজরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ঃ
১। ডিন - ৬ জন
২। প্রাধ্যক্ষ - ১৬ জন
৩। স্থাপিত - ১৯৭৯ সালে
৪। ওয়েবসাইট - juniv.edu
৫। স্টুডেন্টস - ১৬,৭৮১জন
৬। আয়তন - ৬৯৭.৫৬ একর
৭। ধরণ - সরকারি বিশ্ববিদ্যালয়
৮। উপাচার্য - ড.ফারজানা ইসলাম
৯। ঠিকানা - সাভার, ঢাকা বাংলাদেশ
খুলনা বিশ্ববিদ্যালয়
এটি হলো সরকারি বিশ্ববিদ্যালয়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের রাঙ্কিং হলো ৩২৫০ তম। বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়েছিল ১৯৯১ সালে। এটি খুলনার গল্লামারিতে অবস্থিত। এক নজরে খুলনা বিশ্ববিদ্যালয়ঃ
১। ডক্টরেট- ৪৪ জন
২। স্থাপিত- ১৯৯১ সালে
৩। আয়তন- ১০৬ একর
৪। শিক্ষার্থী- ৫৬১৬ জন
৫। ওয়েবসাইট- ku.ac.bd
৬। ঠিকানা- খুলনা বাংলাদেশ
৭। ধরণ- সরকারি বিশ্ববিদ্যালয়
৮। উপাচার্য- ড.মোঃ ফায়েক উজ জামান
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
এটি স্বায়ত্বশাসিত সরকারি বিশ্ববিদ্যালয় ঢাকার সদরঘাটে অবস্থিথ। এর যাত্রা শুরু হয়েছিল ১৮৫৮ সালে এবং ২০০৫ সালে বাংলাদেশের জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন পাশ হওয়ায় এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণিত হয়েছে। এক নজরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ঃ
১। ধরণ- সরকারি
২। শিক্ষার্থী- ১৭১৩৪ জন
৩। ওয়েবসাইট- jnu.ac.bd
৪। ঠিকানা- ঢাকা, বাংলাদেশ
৫। স্থাপিত- ২০০৫ সালের ২০ অক্টোবর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
এই বিশ্ববিদ্যালয়টি ময়মনসিংহ এর ত্রিশাল উপজেলায় একটি নামাপাড়া বটতলায় সরকারি বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। এক নজরে জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ঃ
১। আয়তন- ৫৭ একর
২। স্থাপিত- ২০০৬ সালে
৩। শিক্ষার্থী- ৭২৯৬ জন
৪। ওয়েবসাইট- jkkniu.edu.bd
৫। অধিভুক্ত- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
৬। ঠিকানা- নামাপাড়া, বটতলা ত্রিশাল, ময়মনসিংহ বাংলাদেশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
এটি বাংলাদেশের চট্টগ্রামে বিভাগের কুমিল্লা জেলায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি। এক নজরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ঃ
১। স্থাপিত- ২০০৬ সালে
২। আয়তন- ২৫৫ একর
৩। শিক্ষার্থী- ৭০৫৫ জন
৪। ওয়েবসাইট- cu.ac.bd
৫। ধরণ- সরকারি বিশ্ববিদ্যালয়
৬। ঠিকানা- কোটবাড়ী, কুমিল্লা বাংলাদেশ
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বিশ্ববিদ্যালয় -
এটি হলো বাংলাদেশ সরকারের অধীনে একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ জেলায় অবস্থিত। চলুন এক নজরে দেখে নেই বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বিশ্ববিদ্যালয় সম্পর্কেঃ
১। স্থাপিত- ২০২০ সালে
২। ডাকনাম- বশেমুরবি
৩। ধরণ- সরকারি বিশ্ববিদ্যালয়
৪। ওয়েবসাইট- bsmrmu.edu.bd
৫। ঠিকানা- কিশোরগঞ্জ, বাংলাদেশ
এই ছিল কিছু বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা বিস্তারিত আলোচনা এবং তালিকা।
0 Comments